মাঝে মাঝে আমরা নিজেদের সংযত করা উচিত ।
আজ- ১৮ ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
জীবনে এমন অনেক সময় আসে যখন রাগ, হতাশা বা আবেগের কারণে আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি, যা পরে নিজেকেই কষ্ট দেয়। তখন মনে হয়, যদি একটু ধৈর্য ধরতাম, যদি একটু সংযত হতে পারতাম! সত্য হলো, মানুষ বড় হয় যখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে।
সংযম মানে নিজেকে আটকে রাখা নয়, বরং নিজের ভেতরের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা। আমরা যখন রেগে যাই, তখন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। ঠিক সেই মুহূর্তে যদি আমরা চুপ থাকতে পারি, তাহলে অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যায়। কারণ রাগের সময় বলা কথাগুলো ছুরি দিয়ে আঘাতের মতো, পরে যতই দুঃখ হোক, সেই দাগ আর মুছে যায় না।
মানুষের আসল শক্তি তার শারীরিক শক্তিতে নয়, তার ধৈর্যে। যে মানুষ নিজের রাগ, অহংকার, আর আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই প্রকৃত অর্থে শক্তিশালী। অনেক সময় চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা। কারণ আমরা যখন আবেগে কথা বলি, তখন ভুল করি; কিন্তু যখন চিন্তা করে বলি, তখন সম্মান অর্জন করি।
আজকের ব্যস্ত জীবনে মানুষ দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কেউ কিছু বললেই উত্তর দিতে হয়, কেউ কষ্ট দিলে প্রতিশোধ নিতে হয়। কিন্তু জীবন আসলে এত প্রতিযোগিতার নয়। মাঝে মাঝে একটু থেমে, একটু ভাবা, একটু নিজেকে বোঝানো প্রয়োজন। তখনই বোঝা যায়, অনেক বিষয় আসলে তুচ্ছ, যা নিয়ে রাগ বা কষ্ট করার কিছুই ছিল না।
নিজেকে সংযত রাখা মানে নিজের শান্তি রক্ষা করা। কারণ আমরা যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন বাইরের বিশৃঙ্খলাও আমাদের প্রভাবিত করতে পারে না। মানুষ তখনই শান্ত থাকে, যখন নিজের মনের সঙ্গে যুদ্ধ জিতে যায়।
আবেগের মুহূর্তে বলা একটি কথা সম্পর্ক নষ্ট করতে পারে, আবার সংযমের কারণে একটি সম্পর্ক টিকেও থাকতে পারে। তাই প্রতিবার কিছু বলার বা করার আগে এক মুহূর্ত থেমে ভাবা দরকার—এটা সত্যিই দরকার কি না।
সংযম মানে নিজের সীমা জানা। আমরা যদি সবকিছুর জবাব দিতে যাই, তাহলে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যদি ঠিক সময়টাতে নীরব থাকতে পারি, তাহলে জিতটা হয় আমাদের। নীরবতা অনেক সময় উত্তর থেকেও বেশি শক্তিশালী হয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম আমাদের সুন্দর করে তোলে। পরিবারে, বন্ধুত্বে, কর্মক্ষেত্রে—যেখানে সংযম আছে, সেখানে সম্মান, ভালোবাসা, আর শান্তি থাকে।
তাই মাঝে মাঝে নিজেদের সংযত করা উচিত। কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই মানুষ হওয়ার সবচেয়ে বড় গুণ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR



আমি মনে করি ধৈর্যের চেয়ে বড় গুণ পৃথিবীতে আর নেই। কারণ ধৈর্য ধারণ করতে পারলে প্রায় সব কিছুর সমাধান পাওয়া যায়। তাই যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা উচিত আমাদের। তাছাড়া নিজের রাগ নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।