" নাইস টু মিট ইউ" শর্ট ফিল্ম এর রিভিউ।
আজ- ১৫ই, ফাল্গুন ,| | ১৪২৮ , বঙ্গাব্দ | সোমবার| বসন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
নাম | নাইস টু মিট ইউ |
---|---|
পরিচালক | রাসেল শিকদার । |
অভিনয় | তামিম মৃধা ও মুমতাহিনা টয়া । |
দৈর্ঘ্য | ২৪.৫৩মিনিট। |
ধরন | রোমান্টিক । |
ভাষা | বাংলা। |
মুক্তির তারিখ | ১৪.০২.২০২২ইং। |
নাটকের সারসংক্ষেপ
যাইহোক প্রথম দেখাতে তামিমের টয়াকে ভালো লেগে যায়।এবং সে ড্রন দিয়ে টয়া কে চিরকুট চিঠি লিখে পাঠায়। আর এভাবেই ড্রোন দিয়ে চিরকুট আদান-প্রদানের মাধ্যমে তাদের কথা হতে থাকে।
এভাবেই তাদের মধ্যে এক মাস কথা আদান-প্রদান চলতে থাকে। এ নাটকে তামিমে হচ্ছে একজন ইউটিউবার। সে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং এর ভিডিও করে। আর এখানে টায়ার ও ইউটিউব চ্যানেল আছে। সে খানে সে বিভিন্ন আর্ট শেয়ার করে।
টয়া সব চিরকুট গুলোকে একটি দেওয়ালে আঠা দিয়ে সাজিয়ে রেখে দিত।একদিন টয়া তামিমের একটি ভিডিও দেখে বলছে তার রুম খুবই আগোছালো। আর এই কথা শুনে তামিম তার তার রুমটিকে গুছিয়ে ভিডিও করে তোকে পাঠিয়েছে। আর এভাবেই তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কথা হতে থাকে। তারা সব সময় চিরকুট অথবা ই-মেইল কথা বলতো।
এবার দেখা যায় তামিম একদিন ওষুধ কেনার জন্য দোকানে যাই আর সেখানে গিয়ে সে টয়াকে দেখতে পাই। তামিম টয়ার সাথে কথা বলতে চাইলে ও টয়া কোন কথা না বলেই চলে যায়। এবার বাসায় এসে তামিল টয়াকে কথা না বলার কারণ জিজ্ঞেস করলে টয়া বলে পাশের তার আম্মু ছিল তাই সে কথা বলেনি। এরপর টয়া বলে আমার খুব পছন্দের একটি জায়গা আছে সেটা হচ্ছে নানুর বাড়ি। এরপর তামিম বলছে আমাকে সেখানে নিয়ে যাবে। টয়া বলছে কেন সেখানে গিয়ে কি ব্লক বানাবে। এরপর তামিম বলছে না তোমাকে দেখার জন্য যাব। তামিম মাঝেমধ্যে তার সাথে দেখা করার কথা বলে কিন্তু টয়া কখনই তাতে রাজি হয়না।
কিছু একমাস পরে ঈদ তাই তারা দুজন দুজনকে ঈদের গিফট দেয়। তামিম তার ড্রনে করে টয়ার ছাদে গিফট পাঠিয়ে দেয়। এবং টয়া অনলাইনে তামিমের জন্য গিফট অর্ডার দেয়।এখানে টয়া তামিমের জন্য পাঠিয়েছে একটি কম্পাস। আর তামিম পাঠিয়েছে চুরি। এরপর দেখা যায় দুজনে দুজনের গিফট পেয়ে খুবই খুশি।
এরপর দেখা যায় লকডাউন শেষ হয়ে গেছে। আর এখন তামিম টয়াকে বলছি দেখা করার জন্য। কিন্তু টয়া এখনো ও দেখা করতে চাচ্ছেনা। তামিম টয়ার না দেখা করার কারণ জানতে চাইলে টয়া বলছি সবকিছুর কারণ হয় না।
এরপর দেখা যায় টয়া তামিমের আর সাথে যোগাযোগ করছে না। তামিম টয়ার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে। সে ড্রোন দিয়ে একের পর এক চিরকুট পাঠাচ্ছে কিন্তু সেগুলোর কিছুরই উত্তর আসছে না। তার কাছে ইমেইল করছে কিন্তু কিছুই হচ্ছে না। এরপর তামিম গুগল ম্যাপে বাসা চিহ্নিত করে টয়ার বাসার ছাদে চলে যায়। কিন্তু টয়া আর আগের মতো ছাদে আসে না। দিনের-পর-দিন তামিম টায়ার ছাদে যায়। কিন্তু টয়ার দেখা পায় না।
কিন্তু একদিন তামিমের সাথে টয়ার ছাদে দেখা হয়। তামিম তাকে জিজ্ঞেস করতে থাকে এতদিন কোথায় ছিলে কেন তার সাথে যোগাযোগ রাখেনি। তবে কি তুমি এতদিন টাইম পাস করেছে আমার সাথে।আর এসব কথা বলার মধ্যে হঠাৎ করে টয়ার মা ছাদে চলে আসে তাই তামিম লুকিয়ে যায়। টায়ার মা টয়ার সাথে ইশারায় কথা বলার কারণে আমরা প্রথমবারের মতো বুঝতে পারি টয়া বোবা। সে কথা বলতে পারেনা। যাইহোক টয়ার মা টয়াকে বাসায় যেতে বলছে কেননা একটু পরে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তামিম লুকিয়ে সবকিছু দেখে বুঝে যায় টয়া বোবা সে কথা বলতে পারেনা। এরপর তামিম টয়াকে কিছুই না বলে ওই খান থেকে চলে যায়।
এরপর দেখা যায় টয়াকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে তারা টয়াকে পছন্দ করা নি কেননা টয়া বোবা বলে। এরপর আরেকজন পাত্রপক্ষ আসে যারা টায়াকে কে পছন্দ করেছে কিন্তু পাত্রের বয়স অনেক বেশি।
এরপর দেখা যায় টয়া তার সবথেকে পছন্দের জায়গাটিতে দাঁড়িয়ে আছে। এবং তার কাছে যে চিরকুট গুলো ছিল সেগুলো কে উড়িয়ে দিচ্ছে। আর এমন সময় হঠাৎ করে একটি ড্রোন টয়ার সামনে আসে। ড্রোনটি দেখে টয়া অবাক হয়ে যায় এবং দূরে তাকিয়ে দেখে তামিম তার জন্য দাঁড়িয়ে হাত নাড়ছে। এরপর তামিম দৌড়ে টয়ার কাছে এসে বলছে সে এতদিন তার ভাষা শিখতে গিয়ে তাই এত টা দেরি করে ফেলেছে। সে আজীবন তার সাথে থাকতে চাই।
আর এখানেই নাটকটির সুন্দর সমাপ্তি ঘটে। /div>
ভাই মুভিটি আমি দেখেছি। শর্টফ্লিমে তামিম আর টয়ার জুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তামিম এর ভক্ত হই তার অভিনীত নাটক 'মাংকি বিজনেস' থেকে। খুবই ন্যাচারাল অভিনয় করে। আর টয়ার প্রথম নাটক দেখেছিলাম 'এডমিশন টেস্ট'। আপনি খুব সুন্দর ভাবে 'নাইচ টূ মিট ইউ' শর্টফ্লিমের রিভিউ দিয়েছেন। আমার কাছে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগছে।
এই নাটকে টয়ার বোবা থাকার বিষয় টা খারাপ লেগেছে। আর সব চেয়ে বেশি ভালো লেগেছে ছাদে ড্রনের মাধ্যমে গিফট পাঠানো এবং নাটকের শেষের দৃশ্য।
শর্ট ফিল্মের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আমি প্রথম থেকেই ধারণা করেছিলাম হয়তো এই মিষ্টি প্রেমের শর্ট ফিল্মের নায়িকা টয়া কথা বলতে পারে না। যখন সম্পূর্ণ লেখা পড়লাম তখনই বুঝতে পারলাম যে সত্যিই সে কথা বলতে পারেনা। মিষ্টি প্রেমের একটি গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আমি অবশ্যই এই শর্টফিল্মটি দেখব। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে আমার। দারুন একটি শর্টফিল্ম এর রিভিউ সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।
আমিও প্রথম দিকে ধারণা করেছিলাম। কারণ এটি একটি কমন গল্প। এই গল্পের অবলম্বনে আমি অনেক নাটক দেখেছি। তবে সবকিছু মিলিয়ে এ সর্ট ফিল্ম টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সময় নিয়ে শর্টফিল্মটি রিভিউ পাড়ার জন্য।
"নাইস টু মিট ইউ" শর্টফিল্মটির রিভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আসলে ভালোবাসা গুলো এমনই হয়। ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে কথা বলতে না পারা কোন সমস্যাই নয়। আসলে এই শর্টফিল্মটির মাঝে যেমন মিষ্টি প্রেমের একটি গল্প রচনা করা হয়েছে তেমনি অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে নাটকটি খুবই ভালো লেগেছে। আপনি রিভিউ পোস্ট করার জন্য অনেক সুন্দর একটি শর্টফিল্ম নির্বাচন করেছেন এবং সুন্দরভাবে রিভিউ পোস্ট করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় এবং ধৈর্য নিয়ে এত বড় রিভিউ টি এই পড়ার জন্য।
নাটকের রিভিউটি পড়ে আমারও খুবই ভালো লেগেছে ভাই। সত্যিই সেরা ছিল নাটকটি নাটকের সমাপ্তিটা ছিল একদম অসাধারণ। আসলে ভালোবাসা এরকমটাই হওয়া উচিত।
আসলেই এই শর্ট ফিল্মটির শেষটা খুব সুন্দর ছিল।
আশাকরি, ভাইয়া ভালো আছেন? আসলে নাটকটি দেখা হয়নি আমার ।আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো নাটকের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। পোস্টটি দেখে মনে হচ্ছে নাটকের দৃশ্যপট এবং সংলাপ খুবই অসাধারণ। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
ধন্যবাদ, সময় নিয়ে রিভিউটি পড়ার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ধুর ভাই দিলেনতো শর্ট ফিল্মটি দেখার বারোটা বাজিয়ে। ভেবেছিলাম দেখব এখন আর দেখতে ইচ্ছে করছে না। এত সুন্দর রিভিউ কেউ লেখে! মনে হল যেন চোখের সামনে নাটকটা দেখে ফেললাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য।
আসলে অনেকগুলো শর্ট ফিল্ম দেখেছি কিন্তু সেগুলোর থেকেই এই শর্ট ফিল্ম টাই আমার কাছে বেস্ট লেগেছে তাই ভাবলাম শেয়ার করি।
নাইস টু মিট ইউ" এই শর্টফিল্মটি আমি দেখিনি এর আগে। তবে রিভিউ টি পড়ে দেখার ইচ্ছা জাগলো। বিশেষ করে ড্রোনের মাধ্যমে ছাদে চিঠি পাঠানোর বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে। এছাড়াও তামিম ও টয়ার জুটি আমার কাছে খুবই ভালো লাগে। দারুন একটি শর্টফিল্মের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর একটি শর্টফিল্ম এর রিভিউ দিয়েছেন ভাইয়া। আমি এখনো এই শর্টফিল্মটি দেখিনি কিন্তু এর ট্রেলার দেখেছি। আর আপনার শর্ট ফিল্মের গল্পটি পড়ে দেখা হয়ে গেল। আমার কাছে ভালো লেগেছে আপনার শর্টফিল্মের রিভিউ। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
নামের সাথে ঘটনার যথেষ্ট মিল পাচ্ছি, খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন মিষ্টি প্রেমের একটি গল্প। অনেকদিন হলো নাটক দেখা হয়না, তবে আমাদের দেশের নাটক গুলো বেশ চমৎকার হয়ে থাকে। আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো, খানিকটা সময় করে আমাদের নাটক গুলো দেখা উচিত এতে করে মাইন্ড ফ্রেশ থাকে। বরাবরই আমার টায়ার অভিনয় ভালো লাগে এটিও মনে হচ্ছে তার ব্যতিক্রম হবে না।