লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ৩১ই আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আমার কিছু পূর্ব অভিজ্ঞতা শেয়ার করব ।




alley-89197_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমাদের সকলের কাছে খুবই বিরক্তিকর একটি বিষয় হচ্ছে এই লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। আর এটি যদি হয় গরমের সময় অথবা রাতে বেলা তাহলে তো আর কোন কথাই নেই, খুবই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন। গ্রামের তুলনায় শহরের দিকে বিদ্যুৎ বিভ্রাট একটু বেশি দেখা দেয় কেননা এখানে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এছাড়াও শহরে বাসা বাড়ি গুলোতে বিলাসী জীবন যাপন। যার ফলে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহের সংকট দখা দেয়।যখন টানা ২-৩ ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে তখন শহর অঞ্চলের মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কেননা বিদ্যুৎ ছাড়া মোটরে পানি উত্তোলন করা সম্ভব নয় যার ফলে শহরে বাসা বাড়ি গুলোতে পর্যাপ্ত পানি সংকট দেখা দেয়।

আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যখন টেলিভিশনে পছন্দের অনুষ্ঠানটি দেখার সময় বিদ্যুৎ চলে যায় । তখন মনে মনে বলি বিদ্যুৎ চলে যাবার আর টাইম পেল না। মনটা খুব খারাপ হয়ে যায় তখন। আর বিদ্যুৎ কখন আসবে কখন আসবে সেই আশায় বসে থাকতাম।

ছোটবেলায় আমার কাছে খুব ভালো লাগতো যখন রাতের বেলায় বিদ্যুৎ চলে যেত। কেননা বিদ্যুৎ চলে গেলে পড়াশোনা সব বাদ দিয়ে উঠে যেতাম। আর কেউ কিছু বললে আমি বলতাম যে গরম লাগছে কিভাবে পড়বো, আল্প আলো পড়লে আমার চোখে ব্যথা করে হ্যান্ তেন সব বাহানা দিয়ে উঠে যেতাম।এরপর আমাদের বিল্ডিং এর কিছু বন্ধুদের নিয়ে সকলে মিলে চলে যেতাম ছাদে চাঁদ দেখার জন্য। রাতে বেলা যখন চারদিকের আলো যখন বন্ধ থাকে তখন চাঁদকে দেখতে আরও উজ্জ্বল ও সুন্দর দেখায়। এছাড়াও ছাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া কি যে ভালো লাগতো। তখন ছাদের মধ্যে ছোট-বড় অনেক লোকই চলে আসতো সকলে মিলে আড্ডা দিত গরম লাগলে হাত পাখা দিয়ে বাতাস করতো। তখনকার ওই মুহূর্ত গুলো আসলে খুবই মজার ছিল। আর যখন অনেকক্ষণ পর বিদ্যুৎ চলে আসত তখন সকল মিলে আনন্দে চিৎকার করে উঠলো।

আসলে তখনকার সময়ে তো আর মধ্যবিত্তদের কাছে এত আইপিএস কিংবা জেনারেটর ছিল না। তাই সকলে মিলে একসাথে বসে তাদের এই বিরক্তিকর সময়গুলো পার করত। কিন্তু বর্তমান সময়ে তো আইপিএস কিনবে জেনারেটর এগুলোতে এখন সহজলভ্য।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  

আগে এমন ছিল যে লোডশেডিং হলে ১ ২ দিনেও খবর থাকতোনা।বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই।পূর্বে লোডশেডিং হলে চাঁদের আলো থাকলেই ঘুরতে বের হয়ে যেতাম।এখন বাংলাদেশের বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নতির ফলে আগের মত লোডশেডিং দেখা যায়না।একজন তড়িৎ প্রকৌশলী হিসেবে এতে আমি গর্বিত❤️

 3 years ago 

গত চার বছর ধরে ওমানে আছি। এখানে একেবারেই লোডশেডিং নাই। আলহামদুলিল্লাহ। কোন ঝামেলাই নাই বিদ্যুৎ না থাকা নিয়ে।

এর আগে মালদ্বীপে ছিলাম। ওখানেও ছিল ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

এখন যখন ছুটিতে দেশে যাই, তখনই শুধু লোডশেডিং এর কবলে পড়তে হয়।

ধন্যবাদ লোডশেডিং সম্পর্কে সুন্দর এই লেখাটি লেখার জন্যে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57679.84
ETH 2442.12
USDT 1.00
SBD 2.34