নকশি কাঁথা নিয়ে কিছু কথা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২ রা শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে নকশি কাঁথা বিষয়ক কিছু কথা শেয়ার করব।


IMG_20210717_125853.jpg



ছবিঃ আম্মুর নিজের হাতে সিলাই করা এই কাঁথাটি।

গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি হস্তশিল্প হচ্ছে এই নকশি কাঁথা। গ্রামের মেয়েরা তাদের অবসর সময় গুলোকে অপচয় না করে কাঁথা সেলাই কাজে লেগে পরে। অসাধারণ নৈপুণ্য সেলাই কাজের মাধ্যমে তারা কাঁথা গুলো তৈরি করে থাকে। কাঁথার প্রত্যেকটা ফুঁড়ে ফুঁড়ে রয়েছে সুজনশীলতা। নিজের মনের মত করে নিজস্ব চিন্তাধারা কে কাজে লাগিয়ে তৈরি করা হয় কাঁথাগুলো। আসলে কাঁথাগুলো দেখতে যত বেশি সুন্দর হয় ততবেশি পরিশ্রম ও সময়ের প্রয়োজন হয়। সুক্ষ সুই আর বাহারি রঙের সুতা ও সৃজনশীলতা দক্ষতা দিয়ে তৈরি করা হয় এ কাঁথাগুলো। এক একটি কাঁথার পেছনে এক একটি পরিবারের গল্প লুকিয়ে থাকে। সুখ-দুঃখ হাসি-কান্না অভিমান এই সব কিছুর মধ্য দিয়ে কাঁথার কাজগুলো শেষ করা হয়। আগেকার সময়ে গ্রামের মেয়েরা কিংবা গ্রামের মা-বোন , কিংবা বউরা তাদের ইচ্ছা বা শখের বসত কাঁথা সেলাইয়ের কাজ করতো। কিন্তু বর্তমান সময়ে শখ বা ইচ্ছা ব্যতিত আর্থিক সচ্ছলতার কারণেও এই কাজটি করে থাকে। নামি-দামি শপিংমল কিংবা বুটিস গুলোতে গ্রামের মেয়েদের তৈরি সেই কাঁথাগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। ক্রেতারা তাদের রুচি ও সামর্থ্য অনুযায়ী কাঁথাগুলো ক্রয় করে থাকে। কিন্তু কাঁথাগুলো যারা সেলাই করে তারা খুবই স্বল্প পারিশ্রমিক বা স্বল্প মূল্যে বিক্রি করে দেয়। ফলে তারা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কেননা একেকটা কাঁথা সেলাই করতে অনেক সময় লাগে।

IMG_20210717_130900.jpg

IMG_20210717_130819.jpg

IMG_20210717_125847.jpg



সবগুলো ছবির জন্য প্রযোজ্য-
W3W link
Device : Huawei Y9
Taken On :10am 17th july 2021

বর্ষাকালে যখন জনজীবন ব্যাহত থাকে, তখন তারা তাদের এই বিরক্তিকর সময়গুলোতে কাঁথা সেলাই এর মধ্যে দিয়ে পার করে। কেউবা আড্ডা দিতে দিতে কাঁথা সেলাই করে আবার কেউবা নীরবে বসে আপন মনে কাঁথা সেলাই করে। সে জন্যই বলছি একটি কথার পেছনে বিভিন্ন গল্প লুকিয়ে থাকে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

Shotti darun likhechen!

 3 years ago 

খুবই সুন্দর কাঁথা গুলো, আমার আম্মুও নকশী কাঁথা সেলাই করে।

 3 years ago 

ভালো লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনার আম্মু তো চমৎকার সেলাই করেন।
ওনার জন্য শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63837.42
ETH 2539.78
USDT 1.00
SBD 2.65