রৌদ্রোজ্জ্বল আকাশের কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১০ আষাঢ় | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1656047328781.jpg

বেশ কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একেবারে ভিজে সেতসেতে হয়ে গেছে। রাস্তাগুলো পিচ্ছিল ও কাদামাখা হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির কারণে রাস্তায় পানি ও উঠেছিল প্রচুর। এলাকার কিছু স্কুল, সুপার সপ, শোরুম, দোকানপাট, বাসাবাড়ি অনেক কিছুই পানিতে তলিয়ে গিয়েছে।

যাইহোক এসব দুর্ভোগের পর অবশেষে বৃষ্টি থামল এবং পরিবেশটাও স্বাভাবিক হলো। বেশ অনেকদিন পর আজ পরিষ্কার ঝকঝকে রোদ উঠেছে আকাশে। আর সকালে ঘুম থেকে উঠে এমন একটি ঝকঝকে আকাশ দেখে ভাবলাম যায় একটু ছাদে গিয়ে ঘুরে আসি। এমনিতে আমার প্রায় সময় ছাদে যাওয়া হয় তবে সেটি বিকেলে। সকালে আমার তেমন একটা ছাদে যাওয়া হয় না কেননা সকালবেলাতে প্রচন্ড রোদ থাকে । তবে আমি গতকাল সকালে ইচ্ছে করে ছাদে গিয়েছিল রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে এবং আকাশের কিছু ফটোগ্রাফি করতে। আসলে এই কয়েক দিন মেঘলা আকাশ দেখে আর ভালো লাগছিলো না তাই রৌদ্রোজ্জ্বল আকাশ দেখে ছাদে যাওয়ার লোভ সামলাতে পারলাম না । আসলে, অনেকদিন পর রোদ্রজ্জল আকাশে যখন কালো মেঘের ছায়া নেমে ঝুম বৃষ্টি হতে শুরু করে তখন ওই জিনিসটা যেমন ভালোলাগে ঠিক তেমনই অনেকদিন পর যখন মেঘলা আকাশে সূর্য মামা ওঠে জ্বলজ্বল করতে থাকে তখন ওই জিনিসটা ও খুব ভালো লাগে।

IMG_20220623_110811-01.jpeg

IMG_20220623_111005-01.jpeg

আকাশ পুরো নীল পরিষ্কার আকাশের মেঘ গুলো যেন হাল্কা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছিল এই বুঝি কোনো শরৎকালের আকাশ।

IMG_20220623_110830-01.jpeg

IMG_20220623_110756-01.jpeg

অনেকদিন পরে রোদ উঠেছে তাই সকলেই বিভিন্ন জিনিসপত্র রোদে শুকানো নিয়ে খুবই ব্যস্ত। এখানে একজন আমের আচার শুকাতে দিয়েছি তাই পুরো ছাদ জুড়ে আচারের গন্ধ ছড়িয়ে আছে। এই আচার গুলো দেখে আমার কি যে লোভ লাগছিল কি আর বলব ইচ্ছে করছিল টুক করে একটু খেয়ে নিই। কিন্তু সেটা অন্যায় হবে তাই আর কাজটি করিনি। ছোটবেলায় বেলায় ছাদে এরকম আচার চুরির অনেক ঘটনা আছে আমার জীবনে।

IMG_20220623_110913-01.jpeg

এখানে যে জলাশয় গুলো দেখছেন তার মধ্যে একটি পুকুর আর আর বাকিগুলো প্রচন্ড বৃষ্টির হওয়ার কারনে পানিতে তলিয়ে আছে।

IMG_20220623_110916-01.jpeg

IMG_20220623_110949-01.jpeg

আকাশ গুলো দেখে মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে খুব যত্ন সহকারে এঁকেছে। একেবারে নিখুঁত স্বচ্ছ আকাশ।

IMG_20220623_111055-01.jpeg

নাগরের ঘনবসতির ভিড়ে এই মুক্ত খোলা আকাশ যেন একটি মন ভালো লাগার মাধ্যম ।

IMG_20220623_184154-01.jpeg

IMG_20220622_191333-03.jpeg

দূরের ঐ কালো মেঘের ছায়া দেখে মনে হচ্ছে আবারো বৃষ্টি নামবে।

Device : oneplus 9r
Taken on : june 2022

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

*

Sort:  
 2 years ago 

আকাশ গুলো দেখে মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে খুব যত্ন সহকারে এঁকেছে।

সত্যি ভাই আমার কাছেও এমনই মনে হচ্ছিলো। আকাশের ছবিগুলো অসাধারণ হইছে। আকাশের এমন রূপ দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ভালোবাসা অবিরাম ভাই। 💕💕💕

 2 years ago 

নীল আকাশের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আকাশের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। নীল আকাশের মাঝে সাদা মেঘের আনাগোনা। দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago (edited)

বর্ষার দিনে এই একটা সুবিধা। যখন রোদ ওঠে তখন চারিদিকে ঝলমলে হয়ে ওঠে। এত সুন্দর চকচকে নীল আকাশ আর তার মাঝে সাদা মেঘের ভেলা সত্যিই মনটাকে এক অন্য জগতে নিয়ে যায়। দারুন ছিল আপনার ফটোগ্রাফি। কেন যে বলেন, আপনি ভালো ফটোগ্রাফি করতে পারেন না। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ছোটবেলায় বেলায় ছাদে এরকম আচার চুরির অনেক ঘটনা আছে আমার জীবনে।

ছোটবেলায় আচার চুরি করে খাওয়ার ঘটনা আমার জীবনেও অনেক আছে। আমি যেহেতু যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি তাই আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল। মা চাচীরা যখন রোদে আচার শুকাতে দিতেন তখন আমরা সবসময় চেষ্টা করতাম সেই আচারের বয়াম চুরি করার। এরপর দূরে কোথাও গিয়ে বসে বসে খেতাম সবাই মিলে। সত্যি সেই সৃতি গুলো আজকে বারবার মনে পড়ছে। তবে যাই হোক বেশ কয়েকদিন থেকেই একটানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি শেষে আমরা রোদের দেখা পেয়েছি। আসলে বৃষ্টির এই স্যাঁতস্যাঁতে ভাব দূর করার জন্য এই রোদটা খুবই দরকার ছিল। এই রোদের ঝলমল হাসি দেখে প্রকৃতি যেন নতুন ভাবে নিজেকে উপস্থাপন করেছে। ভাইয়া আপনি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে অনেক ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি গুলো সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ♥️♥️

 2 years ago 

ইস বৃষ্টির পানি উঠে চারিদিকে কি একাকার অবস্থা হয়ে গেছে আহারে কত কষ্ট করে মানুষজন এর ভিতরে রিক্সা নিয়ে যাচ্ছে ।ঠিকই বলেছেন ছাদে যাওয়া হয় বেশিরভাগ সময়ই বিকেলে দিনের বেলা রোদের কারণে ছাদে যাওয়া হয়না। আর অনেকদিন পরে রোদ উঠেছে তখন তো যেতেই হয়। আসলেই আলো-ঝলমল ছাদে গিয়ে ছবি তোলার মজাই আলাদা। খুবই চমৎকার চমৎকার কিছু ছবি আপনি তুলেছেন ভাইয়া ছাদ থেকে থেকে ছবি তুললে অনেক ভালো আসে ছবিগুলো ।আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর পরিবেশ ছিল। লাল লাল মরিচ শুকিয়েছে আমি আরো ভাবলাম কি যেন শুকোতে দিয়েছে। মরিচের নিচের ছবিটা কি যে ভালো লেগেছে আমার কাছে যে এটা মনে হচ্ছে না জলাশয় মনে হচ্ছে আপনি সুন্দর কোন জায়গায় ঘুরতে গিয়েছেন।

 2 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন আকাশের ছবি গুলো দেখলে মনে হয় যেন রং তুলি দিয়ে এঁকে রেখেছে। রুদ্র উজ্জ্বল আকাশের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আকাশ তো আমার বেশ ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন আমি আকাশের দিকে চেয়ে থাকি। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি কবে চমৎকারভাবে রৌদ্রোজ্জ্বল আকাশ এর কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি করে অসাধারণ ছিল। প্রতিটি ফটো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

অনেকদিন একটানা বৃষ্টির পর রোদ উঠলে আসলেই খুব ভালো লাগে। আর আকাশের যে কত রং তা আকাশের দিকে তাকালেই বুঝা যায়। আজকে পূর্বাচলের দিকে ঘুরতে গিয়ে এমন সুন্দর আকাশ দেখলাম। তাছাড়া আকাশে আজকে রং ধনু ও উঠেছিল। অনেক দিন পর পূর্ন রংধনু দেখলাম। আপনার আকাশের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এরকমই আকাশ আজকে দেখলাম। খুব ভালো লাগলো ছবিগুলো দেখে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59