নিজস্ব চিন্তা ভাবনা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ - ২৭শে ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




man-1867800_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

তো বলুন, সকলের সময় কেমন কাটছে? গরমে নিশ্চয়ই বেহালা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে গরমের এই বিষয়টি নিয়ে আজকে আসলে আমার কোন অভিযোগ নেই কেননা আমাদের এদিকে সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে এবং বৃষ্টি ও পড়েছে। আসলে বৃষ্টিটা হলে যা একটু গরমের কমে তা নাহলে গরমে অসহ্যকর লাগে। পৃথিবীর তাপমাত্রা যে হুরহুর করে বাড়ছে এই গরমগুলোই তার একমাত্র প্রমান।

যাইহোক, ভালো আছেন তো আপনারা ? নিশ্চয়ই সকলে ভালো আছে সে প্রত্যাশাই করছি । আসলে এই কথাটা আমি সবসময় বলি যে, ভালো থাকা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ভালো না থাকলে সুস্থ না থাকলে কোন সুখ সুখ মনে হয় না। তাই সবার আগে ভালো থাকাটা জরুরী। আজকে কয়েকদিন ধরে আসলে আপনাদের সাথে নির্ধারিত টপিক নিয়ে আলোচনা করতে করতে কিছুটা বিরক্ত হচ্ছিলাম। আপনারা ও নিশ্চয়ই আমার এই বিষয়টির সাথে একমত। আসলে আমার নিজের কাছেও ভালো লাগছে না প্রতিদিন সে সিলেক্টিভ টপিক নিয়ে আলোচনা করতে। তাই আজ ভাবলাম কোন নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব না বরং আপনাদের সাথে আজ একটু গল্প করব। কিংবা বলতে পারেন আমার নিজস্ব সব চিন্তা ভাবনা গুলো আপনাদের সাথে ভাগ করে নিব।

আসলে এই কয়েকটা দিন একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে। সামনের দিনগুলোতে হয়তো আরও কিছুটা ব্যস্ত হয়ে পড়বো। কেননা নতুন করে কিছু শুরু করার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু কি হয়। তবে এই জায়গাটার গুরুত্ব আমার কাছে সব সময় বেশি। তাই যতই যাই করি না কেন এখানে আমি সব সময় থাকব।

জীবনের সুযোগ আসলে বারবার আসে না তাই জীবনে কোন সুযোগ আসলে সেটি কাজে লাগানো উচিত। কারণ যে সুযোগ জীবন থেকে একবার চলে যায় সেই সুযোগ আর দ্বিতীয়বার আনা সম্ভব নয়। এটা ঠিক যে জীবনের সব সুযোগ আসলে কাজে লাগানো যায় না তবে জীবনে সব সুযোগগুলো কাজে লাগানো যথার্থ চেষ্টা করতে হবে। তারপরেও যদি সুযোগ কাজে না লাগানো যায় সে ক্ষেত্রে ভাগ্যের উপর আমরা দোষারোপ করতে পারি।

জীবনে কিছু কিছু জিনিস আসলে অপ্রত্যাশিত ভাবেই চলে আসে আবার কিছু কিছু জিনিস যেগুলো আমরা হাজার চাওয়া সত্ত্বেও ভাগ্যের কারণে অথবা অন্য কোন কারণে সেই জিনিসটি থেকে আমরা বঞ্চিত হয়। তাই বলে চেষ্টা কখনো ছাড়তে নেই। ওই জিনিসটা পাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়াই উচিত। আর নিজেকে এমন ভাবে তৈরি করা উচিত যাতে একটি পথ বন্ধ হলে অপর পথ খোলা থাকে। আর একটা কথায় আমি সব সময় বিশ্বাসী তা হলো সময় হলেই সব হবে। সময়ের আগে কোন কিছুই সম্ভব না। শুধুমাত্র সেই উপযুক্ত সময়টা আসা পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে।

নিজের অবস্থানটাকে আগে শক্ত করে গড়ে তুলতে হবে সেটা যে কোন কাজের ক্ষেত্রেই হোক না কেন। নিজের অবস্থানকে শক্তভাবে গড়ে তুললে কেউ চাইলে আপনাকে ঠেলে ফেলে দিতে পারবে না। নরম মাটিতে ভর দিয়ে চলাটা আসলে বোকামো আগে নিজের পায়ের জমিটা শক্ত করতে হবে।

যাইহোক আজকে মনে হচ্ছে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তবে এই সব কথাগুলো জ্ঞান হলেও বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগে। আমি আমার জীবনের ছোট ছোট কিছু অভিজ্ঞতা থেকে হয়তো এই কঠিন কথা গুলো বলছি। যাইহোক আজ আর বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Sort:  
 11 months ago 

ভাইয়া আপনার চিন্তাগুলো অনেকের সাথেই মিলবে।যেমন আমার মিলে গেলো। আসলে যেকোনো কাজেই নিজের অবস্থানটা মজবুত করা জরুরী।একটা ছোট গাছকে সহজেই উপরে ফেলা যায়। কিন্তু একটা মজবুত গাছকে কখনো সহজে উপরে ফেলা যায় না।আর সব কাজেই পরিকল্পনা একটা নয় কয়েকটাই রাখা উচিত।একটি বন্ধ হলে আমরা যাতে অন্য পথটির দিকে এগিয়ে যেতে পারি।খুব ভালো লিখেছেন।অবশ্যই বেশি জ্ঞান নয়। বরং বাস্তবতা।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাই, আগে নিজের অবস্থান শক্ত করতে হবে তারপর অন্য কিছু। যেটা আমি হারে হারে টের পাচ্ছি। পায়ের নিচের মাটি নরম থাকলে সব ঠেলে দিয়ে ফেলে দিবে, আর শক্ত থাকলে কেউ পারবে না। সেটা বাস্তবে হয় আসলে। আর জীবনে সুযোগগুলো মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে আসে, যারা কাজে লাগাতে পারে তারাই সফল হয়।

 11 months ago 

সময়টা ভালো যাচ্ছে ভাই কিন্তু গরমে তো মনে করেন একদম শেষ হয়ে যাচ্ছি। বর্ষার সময় কোন বৃষ্টি নেই একটা বেহাল দশা। খুব চমৎকার কিছু কথা বলেছেন ভাই। সত্যি মানুষের জীবনে সুযোগ বার বার আসে না। আর যে সুযোগটা আসে সেটা যদি ভাগ্য না থাকে তাহলে আপনি ওই সুযোগ ব্যবহার করতে পারবেন না। তবে আমাদের চেষ্টা করা উচিত কোন সুযোগ আসলে সেটা সৎ ভাবে কাজে লাগানো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার আজকের পোস্টটি ভালো লেগেছে।সিলেকটিভ টপিক না হলেও কথাগুলো যৌক্তিক ছিল।সুযোগ সবসময় আসেনা,তাই সময় মতো সুযোগকে কাজে লাগানো উচিত।আর নিজের অবস্থান দৃঢ় করা জরুরি সবার।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাইয়া যে সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন না কেন, বোঝাই যাচ্ছে তার উপর আপনার প্রত্যাশাও অনেক। আপনার সেই সুযোগ যেন ভালো ফলাফল পায়, তার জন্য শুভকামনা। আসলেই নরম মাটিতে ভর দিয়ে নিশ্চিন্তে চলা যায় না। পায়ের নিচের মাটিটা শক্ত করা উচিত প্রত্যেকেরই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিকঠাক একটি পোস্ট করেছেন ভাই আজকে। বেশ সময়োপযোগী আজকের পোস্টটি। যে দিনকাল পড়েছে বাপরে বাপ। নিজের যদি পায়ের মাটি শক্ত না থাকে তাহলে তো কদুর মত করে সবাই একটু করে চিমটি দিয়ে যাবে। তাই তো নিজেকে একটু শক্ত এবং বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর মতো তৈরি করতে হবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কথাগুলো অনেক অনুপ্রেরণামূলক ছিল ভাইয়া শুনে অনেক বেশি ভালো লাগলো। কারণ আপনি ঠিক বলছেন আসলে সময় সুযোগ সব সময় আসে না। তাই কোন কিছু হাতছাড়া করা ভালো না। সময় সুযোগ পেলেই তাকে আঁকড়ে ধরে রাখতে হয়। তাছাড়া নিজের অবস্থান ঠিক না করে চলাফেরা করা একদম উচিত নয়। তাই সর্বপ্রথম নিজের পায়ের নিচের মাটি টা শক্ত করতে হয়। খুব মূল্যবান একটি কথা। অনেক ভালো লেগেছে আপনার কথাগুলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমাদের এখানে থেমে থেমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সেজন্য বেশ স্বস্তির মধ্যে দিন কাটাচ্ছি। আপনি মোটেই জ্ঞান দেননি ভাই। বরং বেশ কিছু মোটিভেশনাল কথা বলেছেন। যেটা প্রতিটি মানুষের জীবনে খুব দরকার। সুযোগ আসলে অবশ্যই আপ্রাণ চেষ্টা করতে হবে এবং ফলাফলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। চাকরি, ব্যবসা কিংবা যেকোনো কাজ করতে হলে অবশ্যই পায়ের নিচের মাটি শক্ত হতে হয়। নয়তো বেশি দিন টিকে থাকা যায় না। যাইহোক এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমরা যে যেখানে যেভাবে কাজ করি না কেনো সেখানে নিজের মাধ্যমে নিজের জায়গাটা মজবুত করা উচিত। ঠিক ভাই মানুষের জীবনে শুধু একবার আসে সেই সুযোগকে নিজের মনে প্রাণে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45