সুখ পাখি নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৩ রা কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সুখ পাখি নাটকের রিভিউ শেয়ার করব।




Screenshot_20211019_202404_com.android.chrome.jpg

ছবিঃ স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ

সুজনের চরিত্রে অভিনয় করেছে আফরান নিশো। জয়ার চরিত্রে অভিনয় করেছে বিপাশা। মিলি চরিত্রে অভিনয় করেছি অহনা রহমান। আর মহসিন এর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ।


নামসুখ পাখি
পরিচালকসঞ্জয় সমদ্দার।
অভিনয়আফরান নিশো, বিপাশা , অহনা রহমান, শতাবদি ওয়াদুদ।
দৈর্ঘ্য৫৮.২৭ মিনিট।
ধরনশিক্ষামূলক।
ভাষাবাংলা।
মুক্তির তারিখ২০-০২-২০২০ইং।

নাটকের সারসংক্ষেপ


Screenshot_20211019_203141_com.android.chrome.jpg

নাটকটির প্রথমে দেখা যায় সুজন তার কলেজ ফ্রেন্ড মিলির বাসায় এসেছে একটি কাজে। এখানে উল্লেখ্য যে, মিলির হাজবেন্ড মহসিন সে খুবই বড়লোক। তাদের সংসারে কোনো কিছুরই যেন অভাব নেই , প্রসাদ সমতুল্য বাড়ি , গাড়ি, দামি দামি আসবাব পত্র। সবকিছুই আছে কিন্তু তাদের সংসারে কনো সুখ নেই। আর অন্যদিকে সুজন ও জয়ার ছোট্ট একটি সংসার। অভাবের কারণে তারা দুজনেই চাকরি করে। জয়া একটি স্কুলে শিক্ষকতা করে আর অন্যদিকে সুজন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। কোনমতে টেনেটুনে সংসার চলে তাদের। যদিও তাদের কাছে অনেক বেশি টাকা পয়সা নেই কিন্তু তাদের মাঝে রয়েছে সুখ শান্তি।

Screenshot_20211019_203407_com.android.chrome.jpg
যাই হোক কিছুদিন পর দেখা যায়। জয়া, মিলি এবং সুজন তাদের মিউচুয়াল ফ্রেন্ড তমার বিয়ে উপলক্ষে তাদের কে দেওয়াত দেওয়া হয়েছে । মিলিকে দাওয়াত দেওয়া হলে মিলি বলে যে ওই সময় সে দেশে বাহিরে থাকবে তাই সে বিয়েতে যেতে পারবেনা। আর অন্যদিকে জয়া ও সুজন তারা তমার বিয়েতে যাওয়ার ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নেই। কেননা এত বড় একটি পার্টিতে এ্যাটেণ্ড করার মতো জয়ার কাছে অত দামি দামি পোশাক কিংবা গয়নাগাটি কোনোটি নেই। এরপর জয়া ঠিক করে যে মিলি থেকে একটি গয়না নিয়ে এসে তমার বিয়েতে পড়ে যাবে। এরপর জয়া মিলির কাছে যায় গয়না নেওয়ার জন্য। মিলি তাকে অনেক গুলো গয়না দেখায় আর ওইসব গয়না থেকে জয়া একটি গয়না বেছে নেয়।

Screenshot_20211019_202304_com.android.chrome.jpg
এরপর জয়া ওই গয়নাটি পরে বিয়েতে অ্যাটেন্ড করে। আর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরার সময় সে গহনাটি একদল ডাকাত ছিনিয়ে নিয়ে যায়।

Screenshot_20211019_124120_com.google.android.youtube.jpg

আর এই ঘটনায় জয়া ও সুজন দুইজনেই খুবই হতাশ হয়ে পড়ে কেননা তারা মিলিকে কি জবাব দিবে। এরপর তারা ঠিক করে যে ওই রকম একটি গয়না তারা মিলিকে বানিয়ে দিবে। আর সেটির জন্য তাদের অনেক টাকার প্রয়োজন তাই তারা দুজনে অনেক পরিশ্রম করে টাকা যোগাড় করতে থাকে। আর অন্যদিকে মিলি তাদের সাথে তিন মাস ধরে যোগাযোগ করতে পারছে না। তাদের কোনো খোঁজ খবরই পাচ্ছে না মিলি। এরপর দেখা যায় তিন মাস ধরে তারা দুজনে পরিশ্রম করে টাকা রোজগার করে ওই গয়নাটির মতো একটা গয়না বানিয়ে নিয়ে এসেছে মিলির কাছে ফেরত দেওয়ার জন্য। কিন্তু মিলি সে গয়নাটি নিতে রাজি নয়। কেননা মিলি যে গয়না দিয়ে ছিল সেটি ছিল ইমিটেশনের। আর কথাটি শুনে সুজন ও জয়া তারা দুজনেই অবাক হয়ে যাই। কারন তারা ভেবে ছিল ওই হারটা সোনার ছিল।

এরপর মিলি জানায় যে তার এই চাকচিক্য জীবনে সে একদমই সুখী নয়। অথচ সুজন ও জয়া তাদের অভাবের সংসার ও তারা কতটা সুখী। এরপর মিলি জয়াকে তাদের খাটি সোনার গয়নারে পরিয়ে দেয়। এভাবে নাটকটি সুন্দর একটি সমাপ্তি ঘটে।

Screenshot_20211019_125554_com.google.android.youtube.jpg

শিক্ষা


শুধু টাকা থাকলেই মানুষ জীবনে সুখী হতে পারে না । সুখে থাকতে প্রয়োজন ভালোবাসার। আর এ বিষয়টি এই নাটকটিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটিতে মিলি এবং মহসিন তাদের অনেক টাকা পয়সার থাকলেও তারা কিন্তু সুখী নয়। আর অন্যদিকে জয়া ও সুজন তাদের সংসারে অভাব অনটনে থাকা সত্বেও তারা সুখী। কেননা তাদের মধ্যে ভালোবাসা বন্ধন রয়েছে। তাই সর্বশেষ বলতে গেলে অর্থের বাহিরে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোবাসা।

ব্যক্তিগত মতামত


আমি এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে নাটকের কাহিনীটি তুলে ধরেছি। এখানে অনেক ছোটখাটো ঘটনা বাদ দিয়ে দেওয়া হয়েছে ।

নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগে এ নাটকটির গল্পের মত আরেকটি গল্প পড়েছিলাম যেটির নাম হচ্ছে "নেকলেস"। কিন্তু এই গল্পের সাথে ওই গল্পের নাটকের শেষের দিকের টা কিছুটা ভিন্নতা রয়েছে। সর্বশেষ বলতে গেলে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে আফরান নিশোর অভিনয়।

ব্যক্তিগত রেটিং


আমি নাটকটি কে ৮/১০ দিচ্ছি।

নাটকের লিংক


ধন্যবাদ সকলকে।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

খুব সুন্দর একটি শিক্ষামুলক নাটক তুলে ধরেছেন ভাইয়া। এই নাটকটি আমি দেখেছিলাম আমার কাছে ভালো লেগেছিল। ভাবছিলাম আমি রিভিউ দিব তবে আপনিই দিয়ে দিলেন। যাইহোক শুভকামনা রইল ভাইয়া।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

এই নাটকটি আমার দেখা সেরা নাটকগুলোর মধ্যে একটি ছিল।সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না।আফরান নিশো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হওয়া সত্বেও তাদের পরিবারের সুখ ছিল।অপরদিকে মিলির স্বামী অনেক বড়লোক হওয়া সত্ত্বেও তাদের পরিবারে সুখ ছিল না। তার স্বামী তাকে ভালো মতো সময় দিতে পারে না। এ নাটক থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সুন্দর একটি নাটকের রিভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

শুধু টাকা থাকলেই মানুষ জীবনে সুখী হতে পারে না । সুখে থাকতে প্রয়োজন ভালোবাসার।

নাটকটির রিভিউ পড়ে অনেক ভালো লাগলো আর নাটকটি যে এই শিক্ষাটা দিয়েছে তাও একদম সত্যি কারের একটি শিক্ষা। কারণ আমি আমাদের চারপাশে এমন অনেক পরিবার দেখি যাদের অনেক টাকা-পয়সা কিন্তু আসলে সুখের অনেক বেশী অভাব। অনেক ভালো লাগলো ভাইয়া এমন শিক্ষামূলক একটা নাটকের রিভিউ দেওয়াতে।

 3 years ago 

ব্যক্তিগতভাবে আমি আরফিন নিসুর নাটক গুলো অনেক দেখি, অনেক ভালো লাগে। যাইহোক আপনি খুব সংক্ষেপে নাটকের কাহিনী টা তুলে ধরেছেন। নাটকটির কাহিনীও অনেক ভালো লাগলো । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 3 years ago 

নাটকটির রিভিউ পড়েই আমার ইচ্ছা জাগল নাটকটি দেখতে হবে। সুখ আসলেই কখনো টাকা দিয়ে কেনা যায়না এটি মনের ব্যাপার, প্রশান্তির ব্যাপার। এইচএসসির বাংলা বইয়ে নেকলেস গল্পের মতো আপনি ঠিক বলছেন।

 3 years ago 

এই নাটকটা আমার নিউজফিডে এসেছিলো কয়েকবার
কিন্তু আমি দেখিনি, এখন আপনার পোস্টে রিভিউ পড়ার পর মনে হচ্ছে কেন এটা মিস করলাম 😜

এটা আবারও প্রমাণিত টাকা দিয়ে সুখ কেনা যায় না

খুবই ভালো লাগলো পোস্ট টা পড়ে

 3 years ago 

এই রকম একটি গল্প পড়েছিলাম এসএসসি কিংবা এইচএসসিতে।গল্প চমৎকার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল। নাটকটির মাধ্যমে গল্পের চরিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি দেখা হয়নি কিন্তু আগামীকাল দেখবো। এতো সুন্দর নাটক রিভিউ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

জানলে আর বুঝলে,লেখতে সমস্যা হয়না। এসব আমার আবার মাথায় নেয়না। উপস্থাপন ভঙ্গিটা ছিল স্বতন্ত্র। আপনাকে স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40