মুভি অথবা নাটক রিভিউ সম্বন্ধে কিছু গাইডলাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১২ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে মুভি অথবা নাটক রিভিউ সম্বন্ধে কিছু গাইডলাইন শেয়ার করব।




20210827_153437_0000.png

ছবির ব্যাকগ্রাউন্ড pixabay থেকে নিয়ে Canva মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে।

মরা বিভিন্ন সময় বিভিন্ন নাটক কিংবা মুভি দেখে থাকি। আর এই নাটক কিংবা মুভি গুলোর দেখার পর গল্প কাহিনী গুলো আমাদের খুব সহজে মাথায় সেট হয়ে যায়। আর আমরা চাইলে আমাদের নাটক বা মুভিগুলোর গল্পটিকে অন্যজনের কাছে সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে পারি। আর এটি হচ্ছে একটি নাটক বা মুভি রিভিউ মূল উদ্দেশ্য। নাটক বা মুভি সকলের কাছে সাজিয়ে-গুছিয়ে অন্যজনের কাছে পেশ করাটাই হচ্ছে নাটক বা মুভি রিভিউ।

নাটক বা মুভি রিভিউ ক্ষেত্রে আমরা যে ছবিগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে সেটিও উল্লেখ করতে হবে। যদি স্ক্রিনশট এর মাধ্যমে নাওয়া হয় তবে সেটি ছবির নিচে উল্লেখ করে নেব। কপিরাইট ফ্রি জন্য উইকিপিডিয়া বা যেকোন কপিরাইট ফ্রি ওয়েবসাইট নির্বাচন করতে পারি।

নাটক কিংবা মুভি রিভিউর ক্ষেত্রে আমাদের একটি কাঠামো ফলো করতে হবে। আর এই কাঠামোগুলো আমি পর্যায়ক্রমে নিচে আলোচনা করছি।

নাটক বা মুভির কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


এ কলামটি অবশ্য থাকতে হবে নাটক বা মুভির রিভিউর ক্ষেত্রে। এই কলামটি থেকে আমরা নাটক বা মুভির কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ নাটক বা মুভির নাম,পরিচালকের নাম, অভিনেত্রীদের নাম, সময় বা দৈর্ঘ্য, মুক্তির তারিখ, ধরন ইত্যাদি বিষয়ে জানতে পারবো। অর্থাৎ নাটকটি বা মুভিটির সম্পর্কে যত বেশি পরিমাণে তথ্য দেওয়া সম্ভব হয় ততো ভালো। আর এই তথ্যগুলো দেওয়ার ফলে আমরা নাটক সম্পর্কে অনেক ধারণা নিতে পারব।

সারসংক্ষেপ বা মূল কাহিনীঃ


এখানে পুরো নাটকটির মূল কাহিনী নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। পুরা নাটকটি এখানে তুলে ধরলে হবে না। শুধুমাত্র যে ঘটনাগুলো পুরা নাটক বা মুভির মূল কাহিনী বোঝানোর ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। মূল কথা হচ্ছে, নাটক এমনভাবে লিখতে হবে যাতে পাঠকরা পড়ে নাটকটি সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারে। আর এখানে নাটক বা মুভির কাহিনীর সাথে ঘটনাগুলো মিলিয়ে মিলিয়ে কিছু স্ক্রিনশট দিতে পারি। সর্বশেষ বলতে গেলে ৫০/৬০ মিনিটের নাটকটি কে যাতে ২/৩মিনিটের মধ্যে পড়ে শেষ করা যায় এমন একটি সার-সংক্ষেপ তুলে ধরার চেষ্টা করতে হবে।

আর নাটক বা মুভির সার-সংক্ষেপএর ক্ষেত্রে সকল ঘটনা এখানে উল্লেখ্য না করে যত সংক্ষিপ্ত ভাবে আপনি পাঠকের কাছে নাটক বা মুভিটির সম্পর্কে বুঝাতে পারবেন ততো আপনি বেশি সফল। অপ্রয়োজনীয়' কোন ঘটনা সংক্ষেপে উল্লেখ না করাই ভালো।

শিক্ষাঃ


নাটক বা মুভিটি যদি শিক্ষামুলক হয় তবে এটি অবশ্য এখানে উল্লেখ করতে হবে। আর নাটক বা মুভি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম বা কি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। সেটা এখানে উল্লেখ করব। আর এটি যদি শিক্ষা মুলক না হয় তবে এই প্যারাটি না দিলেও চলবে।

ব্যক্তিগত মতামতঃ


পুরো নাটকটি দেখে নিজের কাছে কেমন লেগেছে সেটি উল্লেখ করতে হবে এই প্যারাটতে। অর্থাৎ ভালো লাগলে ভালো লাগার বিষয়টি খারাপ লাগলে খারাপ লাগার বিষয়টি এবং নিজস্ব কিছু মতামত স্বাধীনভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো।

ব্যক্তিগত রেটিংঃ


পুরো নাটকটিকে দেখে ১০ এর মধ্যে কত দেওয়া যাই সেটি উল্লেখ করবো এখানে।

আইএমডিবি রেটিংঃ


যদি মুভির ক্ষেত্রে আইএমডিবি রেটিং জানা থাকে তাহলে তা উল্লেখ করতে পারেন।

মুভি বা নাটকের লিংকঃ


অবশ্যই নাটক বা মুভির লিংক উল্লেখ করতে হবে। যদি নাটকটিকে ইউটিউব থেকে দেখা হয় তাহলে ইউটিউব লিংক। আর যদি অন্য কোন অংশ থেকে দেখা হয় তবে সেটির লিংক দিতে হবে। যাতে অন্যরা চাইলে নাটক বা মুভিটি দেখতে পারে।

আর এই সকল বিষয় বস্তুর বাহিরে যদি কোন কিছু উল্লেখ করতে চান তবে সেটি পারেন। কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে উল্লেখিত কলাম গুলো কোনটিই যেন বাদ না পরে। একটি সুষম নাটক বা মুভি রিভিউর ক্ষেত্রে এইসব কলাম গুলো অনেক বড় ভুমিকা পালন করে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এই পোস্টটি পড়ে, আমি শুধু বুঝতে পেরেছি, আবারও আপনাকে ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বিষয়টি লিখেছেন। আশা করি আপনার পোস্টটি অনুসরণ করলে কেহই "মুভি অথবা নাটক রিভিউ" লেখায় ভুল করবে না। শিক্ষামূলক এই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক গুরুতর একটি পোস্ট করেছেন ভাইয়া। আমি মুভি রিভিউ করবো কিন্তু ভয় লাগে যদি কোন সমস্যা হয়। কিন্তু আপনার এই পোস্ট দেখে খুব ইজি ভাবে রিভিউ করতে পারবো।♥️♥️🙏🙏🙏

 3 years ago 

আপনি এই ফরমেটে মেনে করুন, আশা করছি কোন সমস্যা হবে না।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এটা থেকে অনেক কিছু শিখলাম।

 3 years ago 

এখনো মুভি রিভিউ করেনি।তবে আপনার পোস্ট থেকে শিখতে পারছি। আশা করি এখন মুভি রিভিউ লেখার চেষ্টা করবো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমি মুভি ও নাটক রিভিউ কোনদিন করি নাই। আপনার এই সুন্দর পোস্ট দেখে আমি মুভি ও নাটক রিভিউ সম্পর্কে খুবই সুন্দর ভাবে জানতে পারলাম। আশা করি সামনের দিনে আপনার সকল প্রকার নিয়ম-কানুন মেনে মুভি ও নাটক রিভিউ দিতে সক্ষম হব।

 3 years ago 

অনেকেই মুভি এবং নাটক রিভিউ করে কিন্তু এই রিভিউ সঠিক পদ্ধতি অনেকেরই জানা থাকে না। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকেই সঠিক তথ্য পাবে এবং সুন্দরভাবে গুছিয়ে নাটক বা সিনেমার রিভিউ তুলে ধরতে পারবে, ধন্যবাদ।

 3 years ago 

বিষয়টি পুনরায় বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।এর পূর্বেও সিনেমা এবং নাটক রিভিউয়ের একটি সুন্দর টিউটিরিয়াল দেয়া হয়েছিল আপনি আবার সেটা সুন্দর করে দিলেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

 3 years ago 

অনেকে ভুল করতেছে, তাই একটা ফরমেট আকারে দেওয়ার চেষ্টা করছি।
যাতে সহজে বুঝতে পারে।

 3 years ago 

ধন্যবাদ ভাই। আশাকরছি এবার সবাই বুঝতে পারবে।

ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর উপস্থাপনা

 3 years ago 

বাহ সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন ভাই ।এখন থেকে এভাবেই পোষ্ট করবো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96184.84
ETH 3331.18
USDT 1.00
SBD 3.21