ভুল থেকে শিক্ষা গ্রহণ।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ - ২৫শে ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



confused-6741161_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র। যত সময় যাচ্ছে, যতদিন যাচ্ছে ততই যেন আমরা নতুন নতুন বিষয় শিখছি, নতুন নতুন বিষয় সম্পর্কে জানছি। এবং পুরাতন ধারণাগুলো ঠেলে নতুন সব ধারণার জন্ম দিচ্ছি । আসলে আমরা জীবনে দুইভাবে শিক্ষা গ্রহণ করতে পারি তার মধ্যে একটি হচ্ছে দেখে শিখা আরেকটা হচ্ছে ঠেকে শিখে। যে আসলে দেখে শিখে সেই বুদ্ধিমান আর ঠেকে শিখে তার উচিত ছিল দেখে শিখার।

এখানে দেখে শিখা বলতে, আমার আশেপাশের মানুষগুলো যারা কিনা ভুল পথে পা বাড়িয়েছে বা ভুল কাজটি করেছে তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে যে দেখে শেখা। আর অন্য দিয়ে ঠেকে শেখা হচ্ছে নিজের জীবনে ভুল কাজটি থেকে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে ঠেকে শিখা ।

আমরা কেউ ভুলের অনর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল। আমি মনে করি জীবনে আসলেই ভুল করার প্রয়োজন আছে কেননা ভুল করলে আমরা সঠিকটা জানতে পারবো। তা না হলে আমরা কোনটা সঠিক আর কোনটা ভুল তার মধ্যে গুলিয়ে ফেলবো। আপনি নিজের জীবন থেকেই দেখুন না যে ভুল কাজটি জীবনে একবার করে ফেলেছেন সেটি কখনোই দ্বিতীয় বার করতে নিশ্চয়ই যাবেন না। তবে এই কাজটি যে ভুল সেটি যদি আপনি উপলব্ধি করতে না পারতেন তাহলে নিশ্চয়ই এর কাজটি বারবার করতেন এবং নিজের ক্ষতি হতো। তাই জীবনে শিক্ষা গ্রহণ করার জন্য অন্তত হলেও কিছু কিছু ভুল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অন্য যেকোনো কিছু আমাদের যেভাবে শিক্ষা না দেয় এক একটা ভুল আমাদের জীবনের অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়ায়।

দুটি কাজ যখন আমরা পাশাপাশি রাখব তখন আমরা কখনই বুঝতে পারব না যে কোনটা ভুল আর কোনটা সঠিক। কোন কাজটি ভুল আর কোন কাজটি সঠিক এটি যাচাই করার জন্যই আমাদের কাজ দুটিই করতে হবে তবে। তাহলে আমাদের চোখে খুব সহজে ধরা পড়বে কোন কাজটি ভুল আর কোন কাজটি সঠিক। তাই মাঝে মাঝে ভুল কাজটা করা উচিত যাতে আমরা সঠিক কাজটি বুঝতে পারি।

জীবনে যে কোন কাজের ক্ষেত্রে ভুল সঠিক অতশত যাচাই করিনা আমরা। আমাদের মন যেটা চায় আমরা সেটাই করি। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখা অবশ্যই উচিত যেই ভুল কাজটি আমরা করেছি সে ভুল কাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা। কেননা আমরা যদি ওই ভুল কাজটি থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে পরবর্তী পদক্ষেপ আমাদের জন্য সহজ হবে এবং ওই ভুল কাজগুলো আমরা সহজে যাচাই করে নিতে পারব। ভুল তো আসলে ভুল সেটা ছোট হোক কিংবা বড়। প্রতিটা ভুল থেকে শিক্ষানীয় অনেক বিষয় আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে।

অনেক আগে আমার করা একটা ভুলের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। অনেক আগে একবার প্রায় দেড় থেকে দুই বছর আগে সম্ভবত। আমি কোন কমিউনিটি সিলেক্ট করা ছাড়াই আমার আইডিতে পোস্ট করে দেই। পরে যখন বিষয়টা বুঝতে পারি তখন ডিলিট করে আবার পুনরায় কমিউনিটিতে পোস্ট করি। আসলে ওইদিনের সে ভুলটি আজ পর্যন্ত এখনো আমাকে বেশ সচেতন করে। আমি প্রত্যেকবার পোস্ট করার সময় আসলে বিষয়টা মাথায় রাখি ফলে এই ভুলটা আমার আর কখনোই দ্বিতীয়বার হয়নি। তাই মাঝে মাঝে কিছু কিছু ভুল আসলে আমাদের জন্য অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। আসলে ঘটনাটি শেয়ার করার একটাই মূল কারণ তা হচ্ছে আমাদের করা ভুলগুলো জীবনে কত বড় শিক্ষা হয়ে দাঁড়ায় তার উদাহরণ দেওয়ার জন্য। ওইদিন যদি আমি এই ভুলটা না করতাম তাহলে এই বিষয়টি নিয়ে হয়তো আমি খুব একটা সচেতন থাকতাম না। তাই জীবনে ভুলেরও প্রয়োজন আছে।

যাইহোক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবারো অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 11 months ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মানুষ অনেক রকম ভাবেই শিক্ষা গ্রহণ করে থাকে তবে শিক্ষার কোন শেষ নেই এটা আমি বিশ্বাস করি। ভুল থেকে শিক্ষা গ্রহণের পর সেই শিক্ষাটা অনেকদিন পর্যন্ত মনে থাকে আর সেই একই ভুল কেউ বারবার করতে চায়না। আপনার ছোট ছোট ভুল থেকে আপনি অনেক বড় শিক্ষা গ্রহণ করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন। আসলে আমরা মানুষ মাত্রই ভুল। ভুল করেছি শিক্ষা নিলে আর কখনোই ভুল হবে না এটা কিন্তু একদমই ঠিক বলেছেন। আপনার মতো প্রথমের দিকে এমন হয়েছিল। আমি কমিউনিটি সিলেক্ট করেছি করেছিলাম তবে কিভাবে যেনো সরে যায়। তার পরে পোস্ট করার সময়ে সতর্ক ভাবে পোস্ট করা।

 11 months ago 

দারুন লাগলো ভাইয়া পোস্টটি পড়ে। পোস্ট পড়ছিলাম আর মনে হচ্ছিল পোস্টটি মনে হয় আমার জন্য ই লেখা।😔আসলে আমার তিনটা পোস্ট আপনার মতোই অবস্থা হলো। কালকের পোস্টটি আমার অন্য কমিউনিটিতে করে ফেলেছি।কিন্তু আপনার মত আবার এখানে পোস্ট করা আসলে হয়নি।আফসোস করিনা। কারন শেখার দরকার আছে।ভুল থেকে শিক্ষা নেয়া খুব দরকার।অনেক ভালো লিখেছেন।ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

মানুষ মাত্রই ভুল।ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে পরবর্তী পদক্ষেপটি আমাদের জন্য অনেকটা সহজ হয়। আপনার আজকের লেখাটি দারুন ছিল ভাইয়া। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

দোলনপা হতে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয়। আর এ শিক্ষা মানুষ নানা ভাবে গ্রহণ করতে পারে। শিক্ষার কিন্তু কোন শেষ নেই। আর মানুষ তার জীবন দশায় কোন না কোন ভাবে ভুলের স্বীকার হয়ে থাকে। যা থেকে সে নিতে পারে একটি শিক্ষা। বেশ চমৎকার লিখেছেন।

 11 months ago 

মানুষ মাত্রই ভুল করে থাকে আর এই ভুল গুলোই আমাদের জিবনের আশির্বাদ হয়ে দাড়ায় কারণ ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি,ভুল থেকে আমরা ভুল করা থেকে বিরত থাকতে পারি, ভুল থেকে ভালো কাজ করার উৎসাহ পাই,ভুল থেকে সংশোধনের পথ খুজে পাই তাই ভুল আমাদের জিবনের আশির্বাদ স্বরুপ। আপনি কমিউনিটি সিলেক্ট না করেই পোস্ট করেছিলেন আর তখন থেকে আপনি একদম সাবধানতা অবলম্বন করে থাকেন যাতে করে আর ভুল না হয়।ভুলটা হয়েছিলো জন্যই এখন এতোটা সাবধানতা সেজন্য কিছু কিছু ভুল আমাদের জিবনে দরকার।

 11 months ago 

ঠিক বলেছেন ভাই প্রত্যেকটি মানুষ ভুল করে থাকে কেউ ভুলে ঊর্ধ্বে নয়। ঠিক বলেছেন ভাই আপনি আমারা যদি ভুল কাজ থেকে শিক্ষা গ্রহণ করি পরবর্তী কাজটা করতে যাওয়ার আগেই অনেক কিছু ভাবনা আসে। ছোটখাটো ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি পরবর্তীতে অনেক বড় ক্ষতির মুখ থেকে বেঁচে যেতে পারবো। আপনার লেখাগুলো বেশ দারুন ছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমাদের সকলেরই উচিত আমাদের ভুল থেকে শিক্ষা অর্জন করা। যেকোনো সময় ভুল করে না সে তো জানেই না সঠিক কাজের মর্ম কি। আপনার মত আমারও হয়েছিল কমিউনিটিতে পোস্ট না করে নিজের ব্লগেই পোস্ট করে ফেলেছিলাম। আমিও সেদিন ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম আর পরবর্তীতে এই ভুলটা হয়নি।

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া,মানুষ মাত্রই ভুল আর দুইভাবে মানুষ শিক্ষা নিয়ে থাকে প্রতিনিয়ত।ভুল থেকে শিক্ষা নিলে পরবর্তীতে আর একই ভুল আমাদের হয়না।আপনার যেমন কমিউনিটি সিলেক্ট এর বিষয়টি আর কখনো ভুল হয়নি।এই ভুলটি আমারও প্রথমে হয়েছিল আর হয়নি।ভালো লেগেছে আপনার পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45