আজকের সুন্দর বিকালটি যেভাবে অতিবাহিত করলাম ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১২ই অগ্রাহায়ণ ১৪২৮ , বঙ্গাব্দ |শনিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আজকের বিকেলে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব।




1638020967616-01.jpeg

অনেকদিন পর হাতে কিছুটা সময় বের করে আজ বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়ে ছিলাম। এ কয়েকদিন কাজে কাজে বাসা থেকে একদমই বের হওয়া হচ্ছিল না। আজ বের হব কাল বের হব এমন করতে করতে একদিন ও যাওয়া হচ্ছিল না। আসলে বাহির থেকে এসে কাজ করতে অনেকটাই টায়ার্ড লাগে। যাইহোক আজ সব কাজ ফেলে মনকে স্থির করলাম যে যেভাবে হোক বের হব । আমি মনে করি বিকেলে বের হওয়ার মনের মধ্যে এক ধরনের প্রশান্তির কাজ করে। তাই অনেকদিন পর আজ একটু বের হওয়া। যদিও বেশিদূর যাওয়া হয়নি। এলাকার ভিতরে ছিলাম। আর এখন যেহেতু শীতকাল তাই বেলা বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে। আসরের আজানের পর বেরিয়েছিলাম।

10.jpg

আমি যখন বাসা থেকে বের হই তখন মনে হয় ৪ টা বাজে। ভেবেছিলাম সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরব। কেননা অনেক কাজই বাকি রয়ে গেছে। যাই হোক, বাহিরে বেরিয়েই এলাকার কিছু বন্ধুদের সাথে দেখা হল। তাদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করলাম। এরপর রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম৷ আমাদের এলাকাটা আসলে অনেক বড়। আর একদম মেইন রোডের পাশে। আমাদের এখানে একটি বড় মসজিদ আছে আর ওই মসজিদের আশেপাশে বিভিন্ন ভ্যান গাড়ি, ফেরিওয়ালা বসে থাকে। সবসময়ই এমনটা থাকে তবে বিকেলের দিকে অনেক ফেরিওয়ালা আসে কেননা ওই সময়টাতে মানুষের সমাগম অনেকটা বেশি থাকে।

কয়েকটি ফেরিওয়ালার ছবি ক্যামেরাবন্দি করলাম। ওখানে অনেক ফেরিওয়ালা ছিল। সব গুলোর ছবি তুলতে পারিনি। আসলে রাস্তায় এতো মানুষের সামনে ছবি তুলতে কিছুটা লজ্জা বোধ করছিলাম। তাই লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছি। আর আমি ফটোগ্রাফী করতে একদমই পারি না। যেটি আপনারা এইসব ফটো গুলো দেখলেই বুঝতে পারবেন। আর এই জন্যই আজ পর্যন্ত কখনোই আমি কোন ফটোগ্রাফির পোস্ট করিনি।

3.jpeg

আপনারা ছবিটিতে নিশ্চয়ই দেখতে পারছেন একটি ফলের ভ্যান । আর এই ফল বিক্রেতার নাম হচ্ছে ইদ্রিস। ওনি আমাদের পরিচিত। সবসময় ওনার থেকেই ফল কেনা হয় আমাদের। আসলে পরিচিত বলতে, অনেক আগে থেকেই এই এলাকায় এসে এখানে ফল বিক্রি করে সে। খুবই ভালো এবং সৎ একজন মানুষ ।ওজনে কখনই কম দেবে না এবং মিথ্যা কথা কখনো বলবে না।

7.jpg

8.jpg

6.jpg

5.jpg

1.jpeg

আমাদের এদিকে যে ফেরিওয়ালা গুলো আসে তারা মোটামুটি পরিচিত। তবে এ ফেরিওয়ালাটাকে কখনোই আমাদের এলাকায় দেখিনি। সম্ভাব্যতা ওনি প্রতি শুক্রবারে বিকেলের দিকে এখানে আসে। আর ভ্যানগাড়িটাকে দূর থেকে বেশ আকর্ষণীয় লাগছিল দেখতে। অনেক সুন্দর সুন্দর ফুল ছিল ভ্যানটিতে। আর দামে অনেকটাই সস্তা মার্কেটে তুলনায়। লোকটি পিস হিসেবে ফুলগুলো বিক্রি করে। প্রতি পিস ফুলের দাম ২০ থেকে ৩০টাকা করে। আর টপ গুলোর দাম হচ্ছে ১০০ টাকা।

4.jpeg

2.jpeg

ক্যামেরার পরিচিতিঃ Onelpus 9R
লোকেশনঃ বাংলাদেশ

সবদিকে ঘুরাঘুরি করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই সন্ধ্যায় এসে বাসায় পৌঁছলাম। আর এভাবেই কেটে গেল আমার আজকের বিকেলটি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনি বিকেল বেলা টা খুবই সুন্দর ভাবে উপভোগ করেছেন এবং দারুণভাবে কাটিয়েছেন। আপনার পোস্টে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ফুলের ছবি গুলো সব চাইতে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

ভাইয়া ছবিগুলা অনেক সুন্দর করে তুলেছেন।বিশেষ করে ফুলের ছবিগুলা।যদি আর্টিফিশিয়াল, তবু্ও অনেক সুন্দর।

 3 years ago 

জি আপু ঠিক বলেছেন আর্টিফিশিয়াল ফুল হলেও দেখতে অনেক সুন্দর লাগছিল।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ভাই আপনার বিকেল বেলার সুন্দর মুহূর্ত গুলো দেখে আমার খুবই ভাল লাগল। আমার মনে হচ্ছে আপনি বিকেল বেলা খুবই সুন্দর সময় কাটিয়েছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফটোগুলো আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি ভাইয়া ফেরিওয়ালার ফুলগুলো মাথা নষ্ট করে দেয়ার মত, খুবই চমৎকার লাগছিলো ফুলগুলো।আপনার সুন্দর বিকাল বেলাটি আমরাও উপভোগ করে ফেললাম। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলেই ওই ফেরিওয়ালার ফুল গুলো অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আসলে রাস্তায় এতো মানুষের সামনে ছবি তুলতে কিছুটা লজ্জা বোধ করছিলাম। তাই লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছি।

আসলেই ভাইয়া আমিও আপনার সাথে একেবারেই একমত। কারণ আমারও এমন অনেক সময় অনেক ছবি তুলতে ইচ্ছে করে।তবে লোকলজ্জার ভয়ে ছবি তুলি না। কারণ আমার মনে পরে মানুষকে অনেক সময় ছবি তুলতে দেখলে আমার নিজের হাসি পায়। তাহলে আমি যখন ছবি তুলবা তখন নিশ্চয়ই অন্যজনও আমাকে নিয়ে হাসবে।
তবে অনেকদিন পর আপনাকে বের হতে দেখলাম ভালো লাগলো।

 3 years ago 

আসলেই অনেকদিন পর বিকেলে বেরিয়েছিলাম তাই সময়টা খুব এনজয় করছিলাম।

 3 years ago 

ভাইয়া,আপনার আজকের বিকেলটা তো খুবই ভালো কেটেছে ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। ভাইয়া, আমরা প্রতিটা মানুষই কাজে ব্যস্ত থাকি। কাজে ব্যস্ত থাকার পরেও যদি কিছু সময়ের জন্য নিজেকে হাজার কাছে থেকে উম্মুক্ত করে প্রকৃতি এবং চারিপাশে সৌন্দর্যের মধ্যে বিলিয়ে দেওয়া যায় তাহলে সত্যিই অনেক ভালো লাগে।ভাইয়া, শীতের বিকেল ঘোরাঘুরি আলাদা মজা লাগলো আর নিজের মন সতেজ লাগে। আমিও শীতের দিনে বিকেলবেলায় একটু ঘুরতে বের হই।ভাইয়া,আপনার ফটোগ্রাফি মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি ফুলগুলো সত্যিই খুব কম দামে বিক্রি করছে। ভাইয়া, আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন শীতের বিকেলে ঘোরাঘুরি করতে যাওয়ার মজাই আলাদা। ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

 3 years ago 

ভাইয়া, মনে হচ্ছে আজকের বিকাল টা খুব ভালো কেটেছে।তবে ফেরিওয়ালার ফুলগুলো ছিল খুবই সুন্দর।শীতের দিনে বিকাল বেলা ঘুরতে বেরোনোর মজাই আলাদা। আমরাও মাঝে মাঝে বিকাল বেলা ঘুরতে বের হই। পোস্ট পড়ে আপনার সাথে আমরা ও বিকাল বেলা টি উপভোগ করলাম সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই বিকেলটা মজার কেটেছে। আপনারাও আমার সাথে বিকেলটি উপভোগ করেছেন সেটা জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ বৌদি ।

 3 years ago 

বিকেলটা বেশ সুন্দর কাটিয়েছেন মনে হয়।
ফল বিক্রেতা পরিচিত বলছিলেন, পরিচিত মানুষের কাছে ফল ক্রয় করা খুব ভালো একটি বিষয় আর উনি ওজনেও কম দেন না বলেছিলেন। খুব ভালো লাগলো শুনে, আজকাল সৎ মানুষ খুব কম দেখা যায়।
যাক সবমিলিয়ে বিকেলে সময়টা খুব ভালোই কাটলো আপনার

 3 years ago 

আসলেই ফলবিক্রেতাটা অনেক ভালো একজন মানুষ। ঠিক বলেছেন ভাই আজকাল সৎ মানুষের বড়ই অভাব। ধন্যবাদ ভাই।

 3 years ago 

বিকেল বেলায় বাহিরে বের হলে বিভিন্ন ধরনের ফেরিওয়ালা দেখতে পাওয়া যায়। ফেরিওয়ালারা তাদের জিনিস বিক্রির জন্য সুন্দর করে সাজিয়ে ভ্যানের উপর রেখে দেয়। ক্রেতারা সেই ভ্যানগাড়িকে ঘিরে তাদের প্রয়োজনীয় দ্রব্য গুলো কিনে নেয়। আমাদের শহরের রাস্তা গুলোর দুই ধারে দেখা যায় চিরচেনা সেই দৃশ্য। ভ্যানগাড়ির উপরে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। এই ফুল এবং ফুলের টব গুলো মূল্যে কম হলেও দেখতে অনেক সুন্দর হয়। এসব ফেরিওয়ালারা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আয় দিয়েই তাদের দৈনন্দিন জীবনের এবং পরিবারের খরচ চালায়। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো দেখে। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন এবং সেইসাথে আপনার বিকালে কাটানো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি একদমই ভালো ফটোগ্রাফি করতে পারিনা তবু আমার আজকে ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে ভাইয়া সত্যি কথা বলতে কি যারা ভালো মানুষ তাদের প্রশংসা সবাই করে। এবং ভালো মানুষ কখনো বিপদে পড়ে না। যদিও পরে তাকে আল্লাহ উদ্ধার করে। যাইহোক আপনি বিকেল বেলায় বেরিয়েছেন আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এবং তার সাথে বিশ্লেষণ করেছেন। সত্যি বলেছেন বিকালবেলা একটু হাটাহাটি করলে ঘুরলে প্রশান্তি আসে। বন্ধুবান্ধবের সাথে একটু জমিয়ে আড্ডা অনেক ভালো লাগে মনে প্রেশনেছ আসে। আমাদের সাথে আপনার কাটানো মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন, ভালো মানুষের প্রশংসা সবাই করে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38