বোতল পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২১ই পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ |বুধবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1641353817673-01.jpeg

আজ অনেকদিন পর একটি DIY নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাধারণত কাগজ দিয়ে বেশিরভাগ সময় DIY বানাই, কাগজ দিয়ে DIY গুলো আমি মোটামুটি ভালোই বানাতে পারি আর ওগুলো বানাতে ও কিছুটা সহজ লাগে আমার কাছে। তবে আমি সব সময় চাই ভিন্ন কিছু চেষ্টা করতে। আর ওই ভিন্ন কিছু চেষ্টা করতে গিয়ে আজকের এই DIY টি তৈরি করেছি।

সত্যি বলতে আমি একদমই ভালো আর্ট করতে পারিনা। আর আজকের এই পেইন্টিংটা আমি আমার জীবনের প্রথম পেইন্টিং বললেও ভুল হবে না। তবে হ্যাঁ মোম রং কিংবা অন্যান্য রং দিয়ে মোটামুটি আমার আঁকা হয়েছে। তবে জল রং দিয়ে আমার এই প্রথম পেইন্টিং।

যাইহোক আমার আজকের এই বোতল পেইন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন কিন্তু।


প্রয়োজনীয় উপকরণঃ


  • কাচের বোতল ।
  • অ্যাক্রলিক কালার ।
  • ট্যাপ।
  • স্পঞ্জ।

IMG_20220104_120901.jpg

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে আমি এখানে একটি কাচের বোতল নিয়েছি। বোতলটি কে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

IMG_20220104_120720.jpg

ধাপ- ২ঃ


  • এরপর বোতলের মাঝ বরাবর টেপ দিয়ে দিব ঠিক নিচের ছবির মত করে।

IMG_20220104_121241.jpg

ধাপ- ৩ঃ


  • এরপর একটি স্পঞ্জ নেব। আর ওই স্পঞ্জটা দিয়ে বোতলের ওপরের অংশে সাদা রং করে নিব।

IMG_20220104_121429.jpg

ধাপ- ৪ঃ


  • ঠিক একইভাবে অন্য একটি স্পঞ্জ দিয়ে বোতলের নিচের অংশে লাল রং করে নিব।

IMG_20220104_122412.jpg

ধাপ- ৫ঃ


  • রং করা শেষে বোতলটি দেখতে এইরকম হয়েছে।

ধাপ- ৬ঃ


  • এরপর সাদা এবং লাল রঙ একসাথে তুলিতে নিব।

IMG_20220104_123259__01.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর তুলি দিয়ে নিচের ছবির মত করে ফুল তৈরি করে নেব।

IMG_20220104_123305.jpg

ধাপ- ৮ঃ


  • ফুল তৈরি করা শেষে ফুলের মাঝে যে ফাঁকা অংশ গুলো আছে ওখানে কালো রং দিয়ে দিব।

IMG_20220104_124257.jpg

ধাপ- ৯ঃ


  • এরপর কিছু ডালপালা ও পাতা দিয়ে দিব।

IMG_20220104_125517.jpg

IMG_20220105_093011.jpg

IMG_20220105_093006.jpg

IMG_20220105_092957.jpg

IMG_20220105_092929.jpg

IMG_20220105_092859.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া,আপনার এই কাজ দেখে আমার মনে পড়ে গেল,কিছুদিন আগে আমিও এইভাবে একটি কাচের বোতলে পেইন্ট করেছিলাম। শুধুমাত্র কালার চেঞ্জ আছে আর সব একই৷ খুব সুন্দর হয়েছে ভাইয়া।
IMG_20211216_094002.jpg

 3 years ago 

ভাই আপনি সাধারণ একটা বোতলকে পেইন্টিং এর মাধ্যমে অসাধারণ বানিয়েছেন। আমি পুরাই অবাক হয়ে গেছি। খুব ভালো লাগলো, প্রতিটি ধাপ দেখেতে দেখতে যখন লাস্ট ধাপে গেলাম এই সময়ে বোতলের চেহারাই পরিবর্তন হয়ে গেছে। আশা করি আরো এমন সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
আপনার জন্য শুভকামনা রইলো ভাই৷ ❣️❣️

@sikakon

 3 years ago 

কাচের বোতলের গায়ে আপনি যত সুন্দর করে পেইন্টিং করেছেন ভাইয়া এটা দেখার পরে সত্যিই আমার ভাষা হারিয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে আপনার এই পেইন্টিংটি। এটা দেখার পরে যে কেউ বলবে যে এটা কোন একজন দক্ষ কারিগরের হাতের কাজ। আর আপনার প্রত্যেকটি ধাপের উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

জল রং দিয়ে এটি আপনার প্রথম পেইন্টিং এটা বোঝাই মুশকিল। আসলে ভাইয়া বোতলের ওপর পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। আর তাছাড়া দেখে বোঝাই যাচ্ছে যে অনেক সতর্কতার সাথে এটি তৈরি করতে হয়েছে।

আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া ❣️

 3 years ago 

বোতলের উপর খুব সুন্দর ডিজাইন করেছেন দেখছি। আক্রোলিক রং এর ব্যবহার আগে কখনো করা হয়নি।আমার অনেক শখ এভাবে রং করার। ভাইয়া অনেক সুন্দর লেগেছে আমার কাছে ধন্যবাদ। ❤️❤️

 3 years ago 

আপনিও আমার মতো একবার অ্যাক্রলিক কালার দিয়ে পেইন্টিং করার চেষ্টা করতে পারেন। আমি ও তেমন ভালো ভাবে পারি নাতবে এই প্রথমবারের মত চেষ্টা করেছি।

 3 years ago 

ভাইয়া,আপনার বোতল পেইন্টিং করাটা অসম্ভব সুন্দর হয়েছে। এখন কিছু ফুল দিয়ে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

  • ভাইয়া প্রথমে আমি অবাক হয়ে যাই আপনার আজকের কাজটি দেখে। বোতলের মধ্যে পেইনন্টিং করা খুব কঠিন। আমার সহধর্মিনী একদিন একটি বোতলের মধ্যে পেইন্টিং করার সময় আমি দেখেছি, অনেক ধৈর্য্য ধরে এই কাজটি করা লাগে।
 3 years ago 

বোতলের উপর পেইন্টিং অসাধারণ হয়েছে ভাইয়া। সত্যি কথা বলতে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার পেইন্টিং আমার কাছে খুবই ভালো লেগেছে। কতটা দক্ষতা থাকলে এত সুন্দর করে পেন্টিং করা যায় যেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। অসাধারণ হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই আপনার আজকের পোস্টটি আমার কাছে অসাধারণ লেগেছে। এর আগে আমিও এরকম বোতলে পেইন্টিং করেছিলাম। বোতলে রং করতে অনেক পরিশ্রমের একটি বিষয়। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ভাবে মেচিং করেছেন। দেখতে যেন ভালো লাগলো।

 3 years ago 

আপনার পেইন্টিং গুলোর কাছে আমার এটা কিছুই না। আপনার গুলো আরো সুন্দর হয়। তবে গুণী মানুষের কাছে থেকে প্রশংসা পেয়ে বেশ ভালো লাগছে । আর মূলত আপনার পেইন্টিং গুলো দেখে অনুপ্রাণিত হয়ে এটি বানিয়েছি ।

 3 years ago 

আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। আমার কাজ সার্থক।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50