DIY Event [ পেপার ফ্লাওয়ার ওয়ালমেট ]

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৮ ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে পেপার ফ্লাওয়ার ওয়ালমেট তৈরি করা যায় তা শেয়ার করব।


জ DIY event এর তৃতীয় দিন। এই কয়েক দিনের মধ্যে সকলে এত সুন্দর সুন্দর সুন্দর ক্রাফট বানিয়েছে যা বলার মত নয়। তাই আমিও এই সাপ্তাহের দ্বিতীয় DIY project টি আমি দিতে যাচ্ছি। আমার এইবারের DIY Project হল পেপার ফ্লাওয়ার ওয়ালমেট তৈরি।



IMG_20210912_103255.jpg
ছবিঃ পেপার ফ্লাওয়ার ওয়ালমেট।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ (সাদা, গোলাপী, সবুজ, হালকা সবুজ, বেগুনি, আকাশী)।
  • আঁঠা।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ - ১ঃ


  • প্রথমে গোলাপী ও আকাশী রঙ এর কাগজ নিব । কাগজ গুলোকে লম্বা করে কেটে নিব।

IMG_20210909_104839.jpg

ধাপ - ২ঃ


  • কেটে নেওয়া কাগজ গুলোর মধ্যে একটি বৃত্ত এঁকে নিব। খেয়াল রাখতে হবে, যাতে সবগুলো বৃত্ত সমান হয়।

IMG_20210910_200227.jpg

ধাপ - ৩ঃ


  • এরপর কাগজটিকে ভাঁজ করে নিব এবং বৃত্ত সবগুলোকে কেটে নিব।

IMG_20210911_104918.jpg

ধাপ - ৪ঃ


  • কেটে নেওয়া কাগজগুলো দিয়ে ফুল তৈরি করে নিব। একটি ফুল তৈরীর জন্য তিনটি করে গোল গোল কাগজ প্রয়োজন।

ধাপ - ৫ঃ


  • একটি সবুজ ও টিয়া রঙের কাগজ নিব পাতা তৈরীর জন্য। এরপর কাগজটিকে কেটে ভাঁজ করে নিব। এবার ভাঁজ করা অংশটিকে পেন্সিল দিয়ে পাতার মতো অঙ্কন করে নিব।

ধাপ - ৬ঃ


  • অঙ্কন করা অংশটিকে কাঁচির সাহায্যে কেটে নিব।

ধাপ - ৭ঃ


  • এরপর পাতাগুলোকে হাত দিয়ে বাঁকা বাঁকা করে ভাঁজ করে নিব।

IMG_20210911_112852.jpg

ধাপ - ৮ঃ


  • পাতার ভাঁজ গুলো যখন খুলবো তখন দেখব সুন্দর একটি পাতার মধ্যে হয়ে গেছে।

IMG_20210911_114044.jpg

IMG_20210911_114034.jpg

ধাপ - ৯ঃ


  • এরপর একটি বেগুনি রঙের কাগজ কে চিকন চিকন করে কেটে নিব। আমি এরকম মোট ১২ পিস কাগজ কেটে নিয়েছিলাম।

IMG_20210911_114129.jpg

ধাপ - ১০ঃ


  • কেটে নেওয়া কাগজের উপর আঠা দিয়ে পূর্বের তৈরি করে রাখা পাতা এবং ফুল গুলো জুড়ে দিব।

ধাপ - ১১ঃ


  • এরপর একটি সাদা রঙের কাগজ কেটে নিব। এই কাগজগুলোর দিয়ে একটি পাইপের সাহায্যে মুড়িয়ে মুড়িয়ে লম্বা ডাটার মত তৈরি করে নিব।

ধাপ - ১২ঃ


  • কাগজ দিয়ে তৈরি করে ডাটা গুলোকে কাঁচির সাহায্যে সমান করে কেটে নেব।

IMG_20210911_172147.jpg

ধাপ -১৩ঃ


  • এরপরে গুলোকে আঠা দিয়ে জুড়ে দিব, ছবির মত করে।

ধাপ - ১৪ঃ


  • এরপর একটি কার্ড দিয়ে ঝুড়ি মতো তৈরি করে নিব। ঝুড়িটিকে হলুদ রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দিব।

ধাপ - ১৫ঃ


  • এরপর ওই ঝুড়ির মধ্যে, সুন্দর করে আঠা দিয়ে ফুল গুলোকে আটকে দিবো।
    এভাবেই তৈরি হয়ে গেল পেপার ফ্লাওয়ার ওয়ালমেট।

IMG_20210912_103455.jpg


IMG_20210912_164100-removebg-preview.png


সকলকে ধন্যবাদ।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রুমের ছাদে অনেক সুন্দর লাগছে

 3 years ago 

ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার পেপার ফ্লাওয়ার ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। দেখতে চমৎকার লাগছে ।বোঝাই যাচ্ছে যাচ্ছে না যে পেপার দিয়ে বানানো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

কাগজের তৈরি হাতের কাজটা খুব দক্ষতার সাথে তৈরি করেছেন।এই কাজে আপনার দক্ষতা শতভাগ ফুটে উঠেছে।অনেক সুন্দর হয়েছে কাগজের তৈরি ফুলের ওয়ালম্যাট টা।

অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর লাগছে ভাই। আমার তো মনে হয় এটা তৈরি করতে যথেষ্ট কষ্ট করেছেন। উপস্থাপনাও অনেক সুন্দর ভাই। শিখতে পারলাম অনেক কিছু।

 3 years ago 

কষ্ট তো একটু হবেই। তবে ধৈর্য থাকা লাগে এসব কাজে।

 3 years ago 

ভাই তো দারুন ক্রিয়েটিভ। খুবই সুন্দর হয়েছে ওয়াল্ম্যাট টা। বাসায় একদিন ট্রাই করে দেখতে হবে।

 3 years ago 

পুরোটা কাগজ দিয়ে তৈরি যা প্রথম ছবি দেখলে যে কেউ বুঝতে পারবে না। অনেক চমৎকার হয়েছে এবং বিস্তারিত শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো পেপার ফলোয়ার ওয়ালমেট, সত্যিই অসাধারণ । দুর্দান্ত বানিয়েছেন।শুভেচ্ছা রইলো অনেক দাদা।

 3 years ago 

বাহ খুবই চমৎকার বানিয়েছেন! আপনি তো এ কাজে দারুন দক্ষ, প্রথমে দেখে মনেই হচ্ছিল না যে এটি কাগজের তৈরি, অনেক পরিশ্রমও হয়েছে এটি বানানোর কাজে। অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার করা কাজটিতে অনেক জটিলতা এবং ভেজাল পূর্ণ ছিল।এগুলো কাটিয়ে উঠে অনেক সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31