ভাল সময় মনে রেখ - খারাপ সময় ভুলে যাও।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৫ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ |বৃহস্পতিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




alarm-clock-g73b0a6a4f_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে তো সব স্কুল-কলেজ খুলে দিয়েছে। জানিনা এর পরবর্তী পরিণতি কী হতে পারে। প্রায় আড়াই বছর যাবৎ পৃথিবীর কি যে অবস্থা। কখন যে পৃথিবী একটু সুস্থ হবে আর কখনোই বা মাস্ক বিহীন মুক্ত পরিবেশে হাঁটতে পারব। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তবুও পুরোপুরি নয়। অন্তত আমাদের দেশে তো নই। তবে আশা করছি এই খারাপ সময় টা আর বেশিদিন থাকবে না। আমাদের জীবনে ভালো সময় গুলো আবার ফিরে আসবে।

সময় সব সময় এক যায় না। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। ভালো সময়গুলোর পাশাপাশি খারাপ সময়গুলো ও থাকে মানুষের জীবনে। আবার এমনটাও নয় যে খারাপ সময়গুলো মানুষের জীবনের সব সময় বিরাজমান। কোন মতে যদি খারাপ সময় গুলো পার করা যায় তবে কোন না কোন সময়, ভাল সময় আসবেই। ভালো সময় গুলোর জন্য অপেক্ষায় থাকতে হবে। আমরা যদি খারাপ সময় গুলো কে মনে করি যে এটাই হয়তো আমার জীবনের সব সময় থাকবে তবে এটা ধারণা করাটা আসলেই বোকামো। কারণ রাত শেষে যেমন দিন আসে, তেমন খারাপ সময়গুলো শেষে ভালো সময় আসবে। রাতের অন্ধকার কেটে যাবে কোন একদিন।

শুধুমাত্র আমার জীবনে নই আপনার জীবনেও নই সকলের জীবনেই এটি প্রযোজ্য। অর্থাৎ জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাটে। পৃথিবী কারোর জন্য স্বর্গের সুখ আবার কারোর জন্য নরকের যন্ত্রণায়। কিন্তু এই সুখ আর এই যন্ত্রণা কোনটাই চিরস্থায়ী নয়। সুখ ও যন্ত্রণা থাকবেই আমাদের জীবনে। আমরা ভালো সময়গুলোতে খারাপ সময়ের মোকাবেলা করতে পারি জন্য প্রস্তুতি নিতে পারি, আর যখন খারাপ সময় থাকবে তখন ভালো সময় গুলোর জন্য অপেক্ষা করব ধৈর্য ধরবো। জীবনে কখনই ছাড়লে চলবে না খারাপ সময় এর মোকাবেলা করতে হবে। সামনে এগোতে হবে। কারন জীবন কখনো কারো জন্য কখনো থেমে থাকে না। জীবন জীবনের মতো চলে যায়।

এখন ভালো সময় যাচ্ছে তাই বলে কি খারাপ সময় আসবে না তা কিন্তু নয়। আবার খারাপ সময় যাচ্ছে বলেই যে ভালো সময় আসবে না সেটাও কিন্তু নয়। তাই ভালো সময় খারাপ সময় জীবনের দুটোই আসে। তাই আবারও বলছি সময় সব সময় এক যাই না। আমার এবং আমার পরিবারের এমন একটি খারাপ সময় এসেছিল যা জীবনের সব আনন্দই তুলে নিয়েছিল। তখন ভেবেছিলাম কি আছে জীবনে। সময়ের সাথে সাথে সেটি আমরা পাশ কাটিয়ে উঠতে পেরেছি । যদিও আমার জীবনে সেটি কখনো ভোলার নয়। যাই হোক সে সব কথা বাদ দেই।

তো আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। খারাপ সময়গুলোর পরে ভালো সময় আসবে এটাই মাথায় রাখবেন। আল্লাহাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া।জীবনে চলার পথে ভালো সময় ও খারাপ সময় আসবেই তা পেরিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবে আপনার লেখাটি উপস্থাপন করেছেন। ভালো ও খারাপ মিলিয়ে আমাদের জীবন। আমাদের এই ক্ষুদ্র জীবনে খারাপ সময় ভুলে ভালো সময় গুলো মনে রাখা উচিত।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে খারাপ সময় আসলে আমরা হতাশ হয়ে যায়। জীবনে যে ঘুরে দাঁড়াতে পারবো তা নিয়ে না ভেবে, সময় গুলোকে নষ্ট করি। খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য আপনার আজকের পোস্টটি আমাদের জন্য মোটিভেশন। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

খুব সুন্দর কথা বলেছেন ভাই ।ভালো খারাপ হাসি কান্না সুখ দু:খ নিয়েই পৃথিবীতে বাচতে হবে ।এটা কেউ অমান্য করতে পারবে না ।ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার লেখা নিয়ে যে নতুন করে কি বলব তা আসলে মাথায় আসেনা। কারণ আপনি এক একটা টপিক বাছাই করেন খুবই খুবই ভালো টপিকস। আর তার ওপরে টপিকগুলো নিয়ে আপনি যেভাবে কথা বলেন!!তা তো আরো বেশি ভালো লাগে।
সবকিছু মিলেই তো আমাদের জীবন। আমাদের সবার উচিত সবকিছু মেনে নিয়ে সামনে এগিয়ে চলা।

 3 years ago (edited)

অনেক সুন্দর লিখেছেন।আমাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে যতোটুকু সম্ভব সচেতন ভাবে চলাফেরা করতে হবে।ধন্যবাদ ভাইয়া💖

 3 years ago 

ঠিক বলেছেন ভাই। খারাপ সময়গুলো ভুলে যাওয়াই উচিত,নইলে ওগুলো চলার পথে বাধা হবে। অনেক ভালো পোস্ট লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভালো খারাপ মিলেই আমাদের জীবন গড়ে উঠেছে। জীবনে দুঃখ-কষ্ট পার করে আমরা সুখের পথে হেটে চলেছি। তাই আমাদেরকে দুঃখগুলোকে ভুলে গিয়ে ভালো সময় গুলো মনে রাখা উচিত। ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। আপনার লেখা অনেক ভালো লেগেছে। আপনার পোস্টটি পড়ে অনেক বেশি অনুপ্রেরণা পেলাম।

 3 years ago 

সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো অর্থ দিয়ে একে পরিমাপ করা যাবেনা। আমাদের জীবন ও সময় একি সুত্রে গাঁথা। আমাদের সবার জীবন কিছু খারাপ মুহূর্ত আসে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য নিজেকে গড়ে তুলতে পারলেই জীবনের স্বার্থকতা আসে। অনেক সুন্দর লিখেছেন।

 3 years ago 

আপনার লেখাটা অনেক ভালো লাগলো ভাইয়া। আসলেই মানুষের জীবন ভালো-মন্দ মিলিয়ে দুঃখের পরে সুখ আসে এটাই স্বাভাবিক। কিন্তু সুখের থেকে দুঃখের জীবনগুলো বড় লম্বা মনে হয়। সবশেষে আল্লাহর কাছে একটাই চাওয়া খুব তাড়াতাড়ি যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59515.78
ETH 2505.02
USDT 1.00
SBD 2.47