বাদলের দিনে।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ৮, জ্যৈষ্ঠ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





গাঢ় কালো অন্ধকার আকাশ, মেঘের গুরুগুরু ডাক , দমকা হাওয়া আর এই হাওয়াই ধুলোবালি পাতা সব উড়ছে মুক্ত আকাশে যেন পাখির মত। বাড়ি ছাদের টিন এবং ছাদে লোহার দরজা গুলোর বাতাসে ধুমধাম শব্দ। খুব সহজেই জানান দেয় ঝড় এসে গেছে।

বলছিলাম কাল সকালের কথা। সকাল আটটা কিংবা তার একটু আগে পরে হবে আসলে সময়টা সঠিকভাবে জানা নেই। তবে আমি তখন বিছানায় আধঘুমে শুয়ে আছি। আর দেখছি জানালার পর্দাগুলো বেশ ছুটাছুটি করছে। আসলে আমার বিছানাটা একদম জানলার পাশেই। যেহেতু খুবই গরম পড়ছে তাই কখনোই আমার পাশের জানালাটি আমি বন্ধ করি না। যাইহোক জানালার পর্দার এমন উড়াউড়ি আর বাতাসের শোঁ শোঁ শব্দ শুনে আমি আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ি। এবং জানালার পাশে দাঁড়ায়।

বাহিরে গিয়ে দেখি আকাশে মেঘ জমেছে, অন্ধকার হয়ে গেছে। আর তখন অন্ধকারাচ্ছন্ন ওই আবহাওয়া টা দেখে মনে হচ্ছিল যেন এখনো ভোর হয় নি। যাইহোক আমি কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থাকলাম হালকা হালকা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিল । কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম বাতাসের তীব্র গতি বাড়তে থাকে। সে মুহূর্তে ধুলোবালি সবকিছুই আকাশে উঠতে শুরু করল। তাই বেশিক্ষণ আর জানালার পাশে দাঁড়িয়ে থাকতে পারলাম না বাধ্য হয়ে যায় জানালাটা বন্ধ করে দিতে হলো। কেননা সব ধুলোবালি চোখেমুখে আসছিল। কয়েক মুহূর্তের মধ্যে আকাশ আরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ এমন কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছিল মনে হয় যেন এক নিমেষে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। প্রচন্ড বাতাসের তীব্র গতি গাছপালা সবকিছুই যেন উঠিয়ে নিয়ে যাবে।

কিছুক্ষণ আবহাওয়ার এমন অবস্থা থাকার পর জোরে বৃষ্টি শুরু হল। তার সাথে বাতাস ও রয়েছে প্রচুর। বৃষ্টি এবং বাতাসের তীব্র গতির কারণে দূরে সবকিছু জেনে কুয়াশার মতো ঢেকে গেল। বাহিরে বৃষ্টির ঝম ঝম শব্দ এবং সেইসাথে বাতাসে শিস বাজানোর শব্দে মন চাচ্ছিল জানালাটা খুলে একটু বৃষ্টি দেখি। কিন্তু যেই মুহুর্তে একটু জানালা টা খুললাম সে মুহূর্তে দমকা হাওয়া এসে আধ ভিজে করে দিয়ে গেল।

খুব ইচ্ছে ছিল এই ঝুম বৃষ্টির মূহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করার কিন্তু সেই সুযোগটা হয়নি। তাই ঝড় থেমে যাওয়ার কিছুক্ষণ পর আমি বারান্দায় গিয়ে কিছু ফটোগ্রাফি করি। বৃষ্টি হওয়ার পর বারান্দার গিরিলের যে বিন্দু বিন্দু পানি গুলো জমে থাকে এগুলো আমার খুবই ভালো লাগে।

IMG_20220521_084511-01.jpeg

IMG_20220521_091230-01-01.jpeg

আমার ওই সময়টাতে খুব ছাদে যেতে ইচ্ছে করছিল। কিন্তু যেতে পারিনি কেননা সকালের দিকে আমাদের বাসার ছাদ বন্ধ থাকে। ছাদে গেলে হয়তো ওই সুন্দর মুহূর্তের আরো সুন্দর কিছু ফটোগ্রাফি করতে পারতাম।

IMG_20220521_084929__01-02-01.jpeg

IMG_20220521_091321-01.jpeg

যখন কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় তখন অনেক ঘরবাড়ি গাছপালা ফসল অনেক কিছুরই ক্ষতির সম্মুখীন হয়। খবরে দেখলাম গতকালকের এই কালবৈশাখী ঝড়ে অনেকে অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ঘর বাড়ি ভেঙে গেছে, বৈদ্যুতিক খুঁটি গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে আছে, কয়েকজন আবার এ কালবৈশাখী ঝড়ে নিহত হয়েছেন। কিছুদিন আগে এরকম একটি হঠাৎ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে আমাদের গ্রামে নৌকাডুবিতে কয়েক জনের প্রাণহানি হয়েছে তারমধ্যে শিশুর সংখ্যা বেশি। আসলে এসব বিষয়গুলো খুবই বেদনা দেয়। যখন আমরা ঘরে বসে এসকল কালবৈশাখী ঝড় গুলোকে উপভোগ করি অথচ অন্যদিকে এই সকল কালবৈশাখী ঝড় মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়।

সর্বশেষে একটাই কথা বলতে চাই সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সচেতন থাকবেন এবং ঝড়ের সময় গাছপালা বৈদ্যুতিক খুঁটি এসব এড়িয়ে চলবেন। আমাদের অনেকের গাছ পছন্দের তাই শখের বশে ছাদে কিংবা বারান্দাতে টবের মধ্যে গাছ লাগিয়ে থাকি। আমাদের সচেতন থাকতে হবে এসব টব গুলো যেন ঝড়ে কিংবা বাতাসের কারণে নিচে পড়ে না যায়।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এরকম পরিবেশে আমার খুব বৃষ্টি তে ভিজতে ইচ্ছা করে কিন্তু বর্জ্যপাতের ভয়ে সেই সাহসটা হয়ে ওঠে না। তবে ঘরের জানালা কিংবা ব্যালকনিতে বসে এই সময়গুলোকে আমি ভীষণ উপভোগ করি।
কিন্তু এই সময়গুলোতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো যে কতটা মানবেতর জীবন যাপন করে সেটা নিয়ে ভাবার আমাদের বিন্দুমাত্র অবকাশ নেই । কালবৈশাখী ঝড় সত্যি কিছু মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

আসলে ভাই বৃষ্টির এই সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। তবে আপনি বৃষ্টি এবং ঝড়ের মধ্যে ফটোগ্রাফী করতে চেয়েছিলেন কিন্তু ফটোগ্রাফি করতে পারেননি। কিন্তু বৃষ্টি থেমে গেলে আপনি বারান্দায় এসে এই সুন্দর বৃষ্টিভেজা ফটোগ্রাফি গুলো করেছেন। যা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কালবৈশাখী ঝড়ে অনেকে অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ঘর বাড়ি ভেঙে গেছে, বৈদ্যুতিক খুঁটি গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে আছে, কয়েকজন আবার এ কালবৈশাখী ঝড়ে নিহত হয়েছেন।

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমরা যখন বৃষ্টির মুহূর্ত উপভোগ করি তখন অন্য কেউ হয়তো বিপদের মধ্যে আটকা পড়ে থাকে। তাই সকলকে সচেতন থাকা উচিত এবং ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকা উচিত। তা না হলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি জীবনের ঝুঁকিও হতে পারে। আর অবশ্যই ছাদে রাখা ফুলের টব বা বারান্দায় রাখা ফুলের টবগুলো একটু সাবধানে রাখতে হবে। না হলে ঝড় বৃষ্টির সময় সেই টপগুলো অন্য কারো উপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে এই কথাগুলো উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️

 2 years ago 

কালবৈশাখী মানে তাণ্ডব প্রবল।প্রতি বছর এটিকে আমরা সম্মুক্ষিন করি বা এর মোকাবিলায় আমরা প্রস্তুতি নেই। তার পরেও আমরা ক্ষতিগ্রস্ত্য হয় কারন এটি সেই জনের খেলা। কালবৈশাখী মনে মানুষের মনে ভয় আর হাহাকার । অনেক সুন্দর ভাবে কালবৈশাখীর বর্ননা আমাদের সাথে শেয়ার করেছেন , পড়ে বেশ ভালো লাগল।

 2 years ago 

খুব সুন্দর ভাবে ঝড়ের সময়ে প্রকৃতির বর্ণনা দিয়েছেন। প্রকৃতির এই রুদ্র চেহারা দেখতে আমার কাছে দারুন লাগে। রাতে যখন এমন ঝড় বৃষ্টি শুরু হয় বেশিরভাগ সময়ই আমি খোলা বারান্দায় চেয়ার নিয়ে বসে এমন পরিবেশ উপভোগ করি। তবে সবার জন্য এই ঝড় উপভোগ্য হয়না আপনি যেমনটি বলেছেন। অনেকের কাছে এই ঝর প্রাণনাশের হুমকি স্বরূপ। যাই হোক আপনার কনটেন্ট পড়ে অনেক ভালো লাগলো। সেইসঙ্গে দারুন কিছু ছবি তুলেছেন। ধন্যবাদ আরিফ ভাই

 2 years ago 

সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের অবস্থা দেখে আপনি বুঝতে পারছিলেন না সকাল এখন হয়েছে কিনা ।আসলে মেঘ হলে এমনই হয়ে থাকে বুঝাই যায়না এখন সকাল কিনা ভোর। আবার কালবৈশাখী ঝড়ের কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে ।অনেক সময় মানুষের প্রাণনাশক হয়ে থাকে ।খুব সুন্দর ভাবে বিষয়টি আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার প্রতিটি পোস্ট সত্যিই প্রশংসনীয়। অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন সাথে কথা গুলো ও। অসম্ভব ভালো লাগলো, তবেই বিপদগ্রস্ত মানুষগুলোর কথা শুনলে মনটা আর ভালো রাখা যায় না। অনেক বেশি দুঃখ লাগে,,,, জানিনা কপালে কি আছে আমাদের ও। দোয়া রইল আপনার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Congratulations!

Your post has beem manually rewarded by the Seven Team.
Delegate Steem Power and receive more support!

| 100SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP |

We are the hope!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59989.12
ETH 2380.65
USDT 1.00
SBD 2.49