এলোমেলো ফটোগ্রাফি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ১৭ই, মাঘ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব।

কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেকদিন পর চলে এসেছি সাতটি এলোমেলো ফটোগ্রাফি নিয়ে। আজ যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করা হয়েছে। ব্যক্তিগতির কিছু বিষয়ের কারণে ফটোগ্রাফি গুলোতে লোকেশন ব্যবহার করা হয়নি।

যাই হোক, ফটোগ্রাফি করাটা এখন আমার ভালো লাগার একটি বিষয় পরিণত হয়েছ। যেখানে সুন্দর যা কিছু দেখি সেটিই ফটোগ্রাফি করে রাখি। এবং তা আপনাদের সাথে পরবর্তীতে তা শেয়ার করা হয়।

ব্লকচেইনে যা রাখা হয় তাই থেকে যায় আজীবন। এখানে থেকে কোন কিছু মুছে যায় না কখনো । এই ফটোগ্রাফি গুলা হয়তো সাধারণ কোন ফটো তবে এই সকল ফটোগুলোর পিছনে ছোট ছোট কিছু গল্প রয়েছে। ফটোগুলো দেখলে সেই সকল গল্প গুলো মনে করিয়ে দেয়। তবে ফটোগুলো মোবাইলের রাখলে গ্যালারি থেকে কোন এক সময় চলে যাই । কিন্তু এই ব্লগচেইনে রেখে দিলে তা থেকে যায় সব সময়ের জন্য। এবং ফটোগুলোর দেখলে পেছনের সেই গল্পগুলো মনে করিয়ে দেয়।

যাই হোক, কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম বেড়াতে অল্প কিছু সময়ের জন্য। আর তখন ওই সকল ফটোগ্রাফি গুলো করা হয়েছে। পরবর্তীতে গ্রাম বাংলা আরো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার সাথে শেয়ার করব।


IMG_20230125_131013-01.jpeg



Device : oneplus 9r
Taken on : jan 2023

শীতের দুপুরে আকাশের এই ফটোগ্রাফিটি করা হয়েছে। বেশ অনেকদিন পর এরকম মেঘ বিহীন স্বচ্ছ নীল আকাশ চোখে পড়লো তাই ভাবলাম এর একটি ফটোগ্রাফি করি। বেশ সুন্দর লাগছিল ওই সময় আকাশটি দেখতে।


IMG_20230126_160441-01.jpeg



Device : oneplus 9r
Taken on : jan 2023

এগুলো সাধারণত বনজ উদ্ভিদ। মাঠে-ঘাটে বন জঙ্গলে প্রায় জায়গায় এই সকল উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়। বিশেষ করে গ্রামগঞ্জে এই সকল উদ্ভিদগুলো প্রায়শই দেখা যায়। অনেক দিন পর এই উদ্ভিদগুলো আমার চোখে পড়ায় ভাবলাম এর একটি ফটোগ্রাফি করি। যদিও এই উদ্ভিদের সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে যতটুক সম্ভব এটা একটি ঔষধি উদ্ভিদ।




Device : oneplus 9r
Taken on : jan 2023

এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। খুবই পরিচিত উদ্ভিদ প্রায় জায়গায় এটি দেখতে পাওয়া যায়। এই উদ্ভিদটি ঔষধি গুণে গুণান্বিত। এবং খুবই উপকারী। বিশেষ করে কোথাও কেটে গেলে এই পাতার রস ক্ষতস্থানে দিলে তা রক্ত বন্ধ করতে সাহায্য করে। এবং দ্রুত ক্ষত শুকিয়ে যায়।




Device : oneplus 9r
Taken on : jan 2023

ছোট্ট মরিচের চারা এটি। সবেমাত্র রোপন করা হয়েছে। খুব একটা ডালপালা নেই তবে এই শীতের সিজন শেষ হওয়ার আগেই নতুন নতুন মরিচ ধরবে গাছে এটি আশা করা যায়।


IMG_20230126_125836-01-01.jpeg



Device : oneplus 9r
Taken on : jan 2023

এটি হচ্ছে বড়ই এবং আঙ্গুর মাখা। ভিন্নধর্মী এই মাখাটি দেখতে যতই না লোভনীয় লাগছে খেতে তার থেকে লোভনীয় ছিল । প্রচন্ড টক আঙ্গুর যা খেতে চাচ্ছিল না কেউ এবং বড়ই ছিল যা খাওয়ার অযোগ্য। তাই জিনিসগুলো ফেলে না দিয়ে এগুলোর মাথা তৈরি করা হয়েছে।


IMG_20230122_075507-01.jpeg



Device : oneplus 9r
Taken on : jan 2023

শিম গাছের ফুল এটি। শিম ফুল গুলো দেখতে আমার অসম্ভব ভালো লাগে। শিম গাছের ফুল সাধারণত দুই ধরনের হয় হয়। তবে সাদা শিম গাছের ফুলগুলোই দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।


IMG_20230130_200858-01.jpeg


শীতকাল মানেই বিয়ের সিজন। চারিদিকে এই সময়টাতে বিয়ে-শাদী ধুম পড়ে যায়। এলাকার রাস্তা এবং বিল্ডিং গুলো এ নিয়ে বেশ কয়েকবার সাজানো হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমাদের বাসার দুই বিল্ডিং পরে একটি বিয়েতে এই ফটোগ্রাফিটি করা হয়েছে আমার রুমের বারান্দা থেকে।


Device : oneplus 9r
Taken on : jan 2023

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার মতন আমিও ভাই। যেটাই ভালো লাগে সেটাই আমি ফটোগ্রাফি করে রাখি। আলাদা একটা টান কাজ করে ফটোগ্রাফির উপর। আমি ছবি তুলতে উপভোগ করি অনেক । এই ধরনের কাজ গুলো আমার কাছে বেশি ভালো লাগে। আপনার তোলা ছবি সব গুলোই দারুন সুন্দর হয়েছে। চমৎকার ছবি তুলেছেন আপনি ভাই।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া ব্লকচেইনে কিছু পোস্ট করলে সেটা আজীবন থাকবে! ঠিক বছর পরে যখন খুজেঁ পোস্টগুলো দেখবো তখন অন্যরকম এক ভালো লাগা হয়তো কাজ করবে! ফটোগুলোর পিছনের গল্পগুলো হয়তো মনে পড়বে! যাক, গ্রামের পরিবেশটা এই টাইমে অনেক সুন্দর! না শীত না গরম ভাব!

 2 years ago 

ভাইয়া এত ‍সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি কেন এতদিন আপনার কাছে রেখে দিলেন। ফটোাগ্রাফি গুলো দেখে তো আমার অনেক লোভ লাগছে। বেশ সুন্দর সুন্দর জীবন্ত কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া এখানে ছবি রাখলে ছবিগুলো হারানোর কোন ভয় থাকে না তবে ফোনের ভিতরে ছবি রেখে দিলে একদিন না একদিন হারিয়ে যায়। আর ফেসবুকে ইদানিং ছবি আপলোড দেওয়া হয় না এই ব্লগে জয়েন করার পরে। ছবি তোলা আমারও এখন শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে কোথাও গেলে আগে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ি। শীতের দুপুরের নীল আকাশের ছবিটা আসলেই অনেক সুন্দর লাগছে। মরিচের চারাটি মরুভূমির ময়দানের লাগিয়ে রেখেছেন একটু পানি দিয়েন তা না হলে কিন্তু মরিচা আর ধরবে না। মরিচ আর আঙ্গুর তো জীবনে এভাবে মাখিয়ে খাইনি আমার তো দেখে জিভে পানি চলে এসেছে। এ ধরনের খাবার দেখলেই খেতে মন চায়। ভালোই লাগলো ভাইয়া আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি আর ফটোগ্রাফি কখনো সময় ঠিক করে করা হয় না যেখানেই যাই এলোমেলোভাবেই ফটোগ্রাফি করা হয়। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া সাথে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

যদিও এই উদ্ভিদের সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে যতটুক সম্ভব এটা একটি ঔষধি উদ্ভিদ।

গ্রাম অঞ্চলে এই উদ্ভিদটি বিভিন্ন খানে দেখতে পাওয়া যায়। আমাদের গ্রাম্য ভাষায় ঢেঁকি শাক নামে পরিচিত। যখন এই গাছের নরম নরম অংশ বের হয় তখন সেগুলো শাক হিসেবে সবাই খেয়ে থাকে। এইসব শাক খেতে ভীষণ ভালো লাগে। সত্যি ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই তো সবাই নিজের পছন্দের ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করে। বড়ই এবং আঙ্গুর একসাথে কখনো মাখানো হয়নি। মনে হচ্ছে টক বড়ই এবং টক আঙ্গুর একসাথে মাখানোর ফলে খেতে বেশ ভালোই হয়েছে।

 2 years ago 

ভাইয়া বরই আর আঙুরের মাখা দেখে আমার জিভে জল চলে এলো। আর এই সময়টা বিয়ের সিজন।মরিচ গাছটা খুব সুন্দর। শিম ফুল খুব ভাল লাগে দেখতে আমার।সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ৷ আপনি গ্রামে বেড়াতে গ্রামের বেশ কিছু উদ্ভিদ ও নানা রকম প্রকৃতির ছবি তুলেছেন ৷ সবমিলে অনেক ভালো লাগলো ভাই ৷

 2 years ago 

আসলে প্রতিটি ছবির একটি গল্প থাকে ৷ আপনার তোলা ছবি গুলোর মাঝেও একটা আছে ৷ সেই ছবি গুলো ব্লগচেইনে স্মৃতি করে রেখে দিলেন জেনে ভালো লাগলো ৷ প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ৷ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অসাধারণ। আপনার ঔষধি উদ্ভিদকে আমাদের এদিকে ঢেঁকি শাক বলে থাকে। এইটি গ্রাম অঞ্চলে প্রচুর দেখা যায়। ভাইয়া আঙ্গুর মাখা কখনো খাওয়া হয় নি। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60308.44
ETH 2640.77
USDT 1.00
SBD 2.54