ঈদুল আযহা নিয়ে আমার কিছু কথা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ৪ঠা শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে ঈদুল আযহা বিষয়ে কিছু কথা শেয়ার করব।




IMG_20210719_152740.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আর মাত্র কিছুদিন। আসলে আমি ঈদুল আযহার কথা বলছি। আমদের ইসলাম ধর্মের দ্বিতীয় ঈদ এটি। ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পরে ঈদুল আযহা। অর্থাৎ আরবির জিলকদ মাসের ১০ তারিখে। আমরা ছোটবেলায় পড়েছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। কিন্তু এই করোনা ভাইরাসের সময় সেটি আর নেই। গতবছর তো খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে ঈদটি পালন করেছিলাম তখন ভেবেছিলাম হয়তো পরের বছর সব ঠিক হয়ে যাবে। আগের মত পৃথিবীটা সুন্দর ও বিশুদ্ধ থাকবে। কিন্তু সেটা আর হলো কই বলুন। অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। এ ভাইরাসের কারণে কত মানুষের প্রাণ গেল। কত মানুষের চাকরিহারা হয়েছে, কত মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে কারণ তারা যে আর পারছে না। শহরে এসেছে আয় রোজগারের জন্য ছেলে মেয়ে মানুষ করার জন্য কিন্তু এ পরিস্থিতির কারণে কোনটায় হয়ে উঠছে না। তাই তারা তাদের শহর ছেড়ে গ্রামগুলোতে চলে যাচ্ছে।যাইহোক এসব কথা ভেবে আর লাভ নেই। যখন যা হবে তখন তা দেখা যাবে।

কোরবানির ঈদের মূল আকর্ষণ হচ্ছে গরু। হাটে গিয়ে যে যার পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গরু নিয়ে আসে কুরবানীর উদ্দেশ্যে। আগে আমি কম করে হলেও দু তিনবার করে গরুর হাটে যেতাম। হাটের পরিস্থিতি দেখে আসতাম। আমাদের চট্টগ্রামে সবথেকে বড় হাট বসে সাগরিকা তে। বিশাল বড় মাঠে এই হাট বসে। কোরবানির সময়টিতে বিশাল এক কাজ কারবার। এবার অবশ্য একবারের জন্য ও এখনো হাটে যাওয়া হয়ে ওঠেনি জানিনা হাটগুলোর কি অবস্থা। গরু কিনা এখনো হয়নি আশা করছি আজ বা কাল এরমধ্যে গরু কিনা হয়ে যাবে। আমাদের সব সময় দেরি করে গরু কিনা হয়। তাড়াতাড়ি করে গরু কিনলে গরু পরিচালন করাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়।। তাই চেষ্টা করি দেরিতে করে গরু কিনার।

এই কোরবানিকে ঘিরে কিন্তু অনেক মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আয়-রোজগার হয়ে থাকে। কসাই যারা তারা অন্য সময় গুলোতে স্বল্প আয় হলেও কোরবান কে ঘিরে তাদের একটা বেশ ভালোই রোজগার হয়। এ ছাড়া ও এই সময়ে এদেশে ব্যাপকভাবে চামড়া প্রক্রিয়াজাত শুরু হয়। এই চামড়া প্রক্রিয়াজাত কিংবা রপ্তানির ক্ষেত্রে দেশের অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা রাখে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

এটা ঠিক এই উৎসবটিকে কেন্দ্র করে অনেকের রুজি রুজগারের পথ সৃষ্টি হয়েছে কিন্তু করোনা পরিস্থিতি তাদের সেই সুযোগটি অনেকাংশে নষ্ট করে দিয়েছে।

 3 years ago 

ঈদের শুভেচ্ছা রইল ভাইয়া। ভালো লিখেছেন ।

আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63277.26
ETH 2570.12
USDT 1.00
SBD 2.82