বিয়ে বাড়ি পর্ব- 2
আজ - ৩ই, চৈত্র , ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
গতকাল রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় চারটা বেজে গিয়েছিলো। কেননা সন্ধ্যার দিকে ছেলে পক্ষের মানুষজনেরা আমাদের বাড়িতে আসে তত্ত্ব নিয়ে। তারা চলে যাওয়ার পর আমরা কয়েকজন যায় ছেলে পক্ষের বাড়িতে হলুদের তত্ত্ব নিয়ে। আর ছেলেদের বাড়ি থেকে আসতে আমাদের প্রায় দশটা বেজে গিয়েছিলো। আর ওখান থেকে আসার পর মূলত আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। তাই অনুষ্ঠান শেষ হতে অনেক লেট হয়ে গিয়েছিল। সকলে বসে আড্ডায় গান বাজনায় কখন যে এতটা রাত হয়ে গিয়েছে তা বুঝতেই পারা যায়নি ।
ছেলে পক্ষের বাড়িতে দেওয়ার জন্য তত্ত্ব সাজানো । সব কিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছি গতকাল।
আজ সকালে ঘুম থেকে উঠেছি আটটা বাজে। এছাড়াও এই কয়েকদিন একদমই ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না গতকালও খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। কেননা অনেক কাজ ছিল। আর আপনারা জানেন একটি বিয়ে বাড়িতে কত ধরনের কাজ হতে পারে। ঘরের দিকটা মেয়েরা সামলালে ও বাইরের দিকটা ছেলেদেরই সামলাতে হয়। এছাড়া ও গতকাল কয়েকটি জিনিস কেনার বাকি ছিল সেগুলো আনতে মার্কেটে যেতে হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার বেশিরভাগ মার্কেটের বন্ধ ছিল। কেননা গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস তাই সরকারি ছুটির দিন ছিল।
তো আজ এই পর্যন্তই সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন। যদিও ব্যস্ততার কারনে বেশি কিছু শেয়ার করতে পারছিনা। খুবই সংক্ষিপ্তভাবে সবকিছু শেয়ার করছি।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বিয়ে মানে অনেক মজা অনেক দায়িত্ব অনেক হৈ-হুল্লোড়,, অনেক বেদনা।সবমিলিয়ে বিয়েতে আপনি অনেক বেশি ব্যস্ত আছে এটা বোঝাই যাচ্ছে বিয়ের আপডেট জানার জন্য অপেক্ষায় থাকলাম।শুভকামনা সবার জন্য♥♥
আসলে বিয়ে মানেই হচ্ছে মজা। তবে যারা দায়িত্বে থাকে বিয়ের বিভিন্ন কাজে তারা একটু ব্যস্ত সময় পার করে। যেমন আপনি ভালোই ব্যস্ত আছেন কাজিনের বিয়ের জন্য। ছেলে পক্ষ্যের বাড়িতে দেওয়ার জন্য তত্ত্ব অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন। এভাবেই বিয়ের আপডেট জানতে চাই। আর আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। 🤟💙💙
ভাইয়া আপনি আপনার কাজিনের বিয়ে উপলক্ষে কয়দিন থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন এটা আমরা সকলেই জানি। আপনি আপনার ব্যস্ততার মাঝেও আপনার কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন এটা দেখে ভালো লাগছে। গায়ে হলুদের তত্ত্বগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। সেইসাথে আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি আপনি অনেক সুন্দর সময় কাটাচ্ছেন। অনেক ভালো সময় কাটান এবং ভালো থাকুন এই প্রত্যাশাই করছি ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💝💝💝💝
কাজিনের বিয়েতে গায়ে হলুদ এর আয়োজন বেশ ভালো ছিল ভাইয়া। বর এর বাড়িতে পাঠানো তত্ত্ব গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে অনেক ফল ও ছিল। কিন্তু সুখের মাঝেও কিছু দুঃখ থেকে যায় সেটা হলো বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে মাকেট বন্ধ থাকায় তেমন কেনা কাটা করতে পারেন নি।অনেক ব্যস্ততার মাঝে ও কাজিনের বিয়ের দৃশ্য গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া,কাজিনের বিয়েতে এত ব্যস্ত।আপনার বিয়ের সময় কি করবেন সেই টা দেখার অপেক্ষায় আছি,🤪🤪।হা হা।যাই হোক খুব সুন্দর করে তও্ব গুলো সাজানো হয়েছে।আসলেই তান বাজনার মাঝে কিভাবে যে সময় কেটে যায়।ভালো ছিলো।ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাদের সাথেই আছেন।
আসলেই ভাইয়া বাড়িতে একটা অনুষ্ঠান বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে হলে খুবই ব্যস্ত থাকতে হয় সবসময়।
অনেকদিন হয়ে গেল আমি কোন বিয়ের দাওয়াত পাইতাছি না।আজকে আপনার পোস্টটি দেখে বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছা করতেছে।
গায়ে হলুদের উপহারসামগ্রী দেখতে খুব সুন্দর দেখাচ্ছে ভাইয়া।
বিশেষ করে ওই পিঠা গুলো দেখে খুব খেতে ইচ্ছা করতেছে। এই পিঠাগুলো খেতে আমি খুব পছন্দ করি। পিঠা গুলো আসলেই খেতে অনেক সুস্বাদু ।
তো সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট উপস্থাপন করার জন্য।
ভাই কাজিনের বিয়ে বলে কথা কষ্ট তো একটু করতেই হবে। অনেক সুন্দর করে বিয়ের তত্ত্ব সাজিয়েছেন আপনারা। পিঠা গুলো দেখে অবাক হলাম। এগুলোও কি পাঠানো হয়েছিল? সুন্দর ভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হোক এই প্রত্যাশা রইল।
বিয়ে বাড়ি মানে আনন্দ আর খাওয়া-দাওয়ার আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি বিয়ে বাড়িতে অনেক আনন্দে আছেন। বিয়ে বাড়িতে আপনার অনেক ব্যস্ততা যাচ্ছে রাতে ঘুমাতে পারছেন না জেনে একটু খারাপ লাগলো তবে বিয়ে বাড়িতে খুব কম হওয়াটা স্বাভাবিক। আপনার তত্ত্বের উপহার সামগ্রী দেখে মনে হচ্ছে বিয়েটা অনেক জমজমাট হবে। বুঝতে পারছি আপনি বিয়ে বাড়িতে অনেক আনন্দের সময় কাটাচ্ছেন।শত ব্যস্ততার মাঝেও আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একেবারেই শেষের ছবির নকশা করা পিঠাগুলো আমার অসম্ভব পছন্দের।তবে সমস্যা হলো চট্টগ্রামে এসব বানানো হয়না।তাই দেখেই লোভ লাগছে।
বেশ মজা করেছেন।
ভাই অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন দেখা যায়। কাল হ্যাং আউট এ ও আপনাকে মিস করেছি অনেক। আশা করি সব ব্যস্ততা কাটিয়ে খুব শিগ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। আর অনেক অনেক মজা করেন বিয়েতে। দোয়া রইলো।