উপহার।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২৯ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




arts-and-crafts-g821c40d04_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মত আজও চলে এসেছি আপনাদের সামনে ভিন্ন কিছু আলোচনা নিয়ে। আজকের আলোচনাটা একটু ভিন্ন এবং আনন্দের।

যাই হোক চিপস এবং চকলেট খেতে খেতে আজকের লেখালেখি শুরু করছি। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। প্রায় ১১ টার কাছাকাছি বেজে গিয়েছে। এমনিতেই শীতের সকাল গরমের প্যারা নাই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই সকালের ঘুম একটু বেশিই পায়। তবে এত বেলা করে ঘুম থেকে ওঠার বদঅভ্যাসটা গড়ে তুলার অভ্যাস করতে চাইনা। তাই সবসময় চেষ্টা করি সর্বোচ্চ সকাল ৯ টার মধ্যে বিছানা ছেড়ে উঠে পড়ার। তবে আজ এত বেলা করে ঘুম থেকে উঠার মূল কারণ রাতে দেরিতে ঘুমানো। আর কাল রাত দেরিতে ঘুমানোর পেছনে রয়েছে এক মুখ্য কারণ।

রাতের সাড়ে নয়টার কিংবা দশটার দিকে আমি তখন কম্পিউটারে কি জানি কাজ করছিলাম তখন হঠাৎ আঙ্কেলের কল এলো আমার মোবাইলে। নাম্বারটি সেভ করা ছিল আগে থেকেই । নাম্বারটি দেখে প্রথমে বেশ অবাক হয়ে গিয়েছিলাম কেননা আঙ্কেল তো বিদেশে, বাংলাদেশি নাম্বার থেকে কিভাবে ফোন দিচ্ছে। তাড়াহুড়া করে কলটি রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে আংকেল বলে উঠল আরিফ নিচে আসো। আঙ্কেলের এই কথা শুনে যা বুঝায় তা বুঝে গেলাম । এবং দ্রুত নিচে নেমে গেলাম। আঙ্কেল এবং আমারা এক সাথেই থাকি পাশাপাশি বাসা।

যাই হোক, আংকেল দুবাই গিয়েছেন ব্যবসায়ের কাজে তাও আবার মাত্র আড়াই মাস আগে। কথা ছিল, যে কাজে গিয়েছেন সেই কাজ শেষ করে ফিরতে প্রায় চার থেকে পাঁচ মাস লাগবে। তবে গতকাল হঠাৎ করে সবাইকে সারপ্রাইজ দিয়ে আঙ্কেল দেশে ফিরেছেন। সবাই তো আঙ্কেলকে দেখে বেশ অবাক। কাজিনরা তো তাদের আব্বুকে দেখে খুশিতে আত্মহারা। কি করবে না করবে তারা বুঝতেই পারছে না। আব্বু কি এনেছে তাদের জন্য সেটি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে।

আর এভাবেই আঙ্কেলের সাথে রাতে আড্ডা দিতে দিতে ঘুমিয়েছি অনেক দেরিতে।

তো চলুন আঙ্কেল বিদেশ থেকে আমাদের জন্য কি কি উপহার এনেছি তা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আঙ্কেল হঠাৎ করে এসেছে তাই খুব বেশি কিছু আনতে পারেনি তবে উপহার তো উপহার সামান্য হোক কিংবা বেশি ।

IMG_20221115_105012-01.jpeg

IMG_20221115_105155.jpg

এখন যেহেতু শীতের সিজন তাই শীতে সামগ্রী সবথেকে বেশি এনেছেন। লোশন, ক্রিম, শ্যাম্পু আরো অনেক কিছু আছে যা আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে বডি স্প্রে টা। আমার পছন্দের ব্র্যান্ডের বডি স্প্রে টি এনেছে যার কারণে আমি সবথেকে বেশি খুশি হয়েছি।

IMG_20221115_105030-01.jpeg

আমার পছন্দের ফ্লেভারের চিপসটা। অন্য সবকিছুর ভাগ দিলেও এটির ভাগ কাউকে দিবোনা। কাজের ফাঁকে ফাঁকে কম্পিউটারে বসলে তখনই খাওয়া হবে এটি।

IMG_20221115_105022-01.jpeg

IMG_20221115_111220-01.jpeg

বিদেশ থেকে আনা অতিপরিচিত দুটি জিনিস। ট্যাং এবং গুড়া দুধ। ম্যাংগো ফ্লেভার এর ট্যাং টা আমার কাছে খুব পছন্দের। যদি ও এখন শীতকাল তাই খুব একটা খাওয়া হবে না এই ট্যাং। তবে গরমের সময় খেতে বেশ ভালোই লাগবে।

IMG_20221114_221358.jpg

খেয়েদেয়ে অবশিষ্টের এই চকলেট গুলোই ছিল। শুরুর দিকে চকলেটের ছবিগুলো তুলতে একদমই ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে হঠাৎ মনে পড়লো ছবি তোলার কথা। যাইহোক বিদেশি চকলেট সবসময় প্রিয় আমার। বিদেশ থেকে কেউ যদি কখনো কোনো কিছু আনার কথা জিজ্ঞেস করে তাহলে আমি শুধু বলি চকলেটের কথা। কেননা চকলেট আমার সব থেকে বেশি প্রিয়।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কিছুদিন আগে আমার এক চাচ্চু আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে ছিল। হঠাৎ করে তিনি ফ্রান্স থেকে এসে আমাদের সামনে দাঁড়িয়ে। আমরা তো আসলে বুঝতেই পারছিলাম না যে উনি কে! এতটাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। ইভেন তখন আমি ওনার সামনে দাঁড়িয়ে চাচ্চুকে ফোন দিচ্ছিলাম। চাচ্চু খিলখিল করে হেসে দিয়েছিল। যাইহোক আপনার আঙ্কেল আপনাকে একই ভাবে সারপ্রাইজ দিয়েছে এটি আসলেই বেশ মজার ব্যাপার। অনেক গিফট পেয়েছেন বেশ ভালো লাগলো।

 2 years ago 

সবগুলো উপহার সুন্দর লেগেছে।সবচেয়ে ভালো লেগেছে লোশনটি। এই লোশনের গন্ধ টা আমার কাছে এত ভালো লাগে কি বলবো।কাছাকাছি হলে আপনার উপহারে ভাগ বসাইতাম।🙏

 2 years ago 

আমার ও এই লোশনটির ঘ্রাণ খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনি যে তাহলে ভালো মতো সারপ্রাইজড হয়েছেন যে বিদেশ থাকা লোকটি আমার ফোনে ফোন করছে কিভাবে হা হা হা।
ভাইয়া চকলেট গুলো কি একাই খাবেন নাকি আমাদেরকে একটু ভাগ দিবেন 😁
চকলেটগুলো যেহেতু বাদ ছিল তাই দু-একটা থাকলে আমার জন্য পাঠিয়ে দিয়েন।

 2 years ago 

হঠাৎ করে যদি কেউ বিদেশ থেকে চলে আসে তাহলে সত্যি অনেক ভালো লাগে। আপনার আংকেল যেহেতু হঠাৎ করে চলে এসেছেন তাই আপনারা সবাই হয়তো অবাক হয়েছেন। উনার দেওয়া উপহার সামগ্রীগুলো দেখে ভালই লাগলো। আসলে উপহার যাই হোক না কেন তিনি আপনাকে ভালোবেসে দিয়েছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ এর সাথে মিশে আছে আপনার প্রতি উনার ভালোবাসা। তবে আপনার পছন্দের পারফিউম, চিপস, চকলেট এগুলো পেয়ে আপনি যে বেশ খুশি এটা বুঝতেই পারছি ভাইয়া। সেই খুশিতে আমাদেরও কিছু চকলেট পাঠিয়ে দেন ভাইয়া। 😋😋

 2 years ago 

অও,দারুণ সব উপহার এনেছেন আপনার আঙ্কেল বিদেশ থেকে আপনাদের জন্য।চিপস এবং চকলেট খেতে আমার ও খুবই ভালো লাগে।নিচের চকলেট দেখেই তো খেতে মন চাইছে এখনি।যদিও সামনের মাসে আমিও খেতে পারবো বিদেশী চকলেট।আর এটার আনন্দ ভিন্ন ধরনের।উপহার মানেই উপহার ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া একা একা খাচ্ছেন তো নির্ঘাত পেটে অসুখ হবে 😂।আঙ্কেলদের জিনিস একা একা খেতে হয় না, যারা একা একা খায় তারা কখনো ও বিয়ে করতে পারে না😂😂।আমার কাছে ও এই বডি স্পে এর গন্ধটা বেশ ভালো লাগে।আর চিপস এর কথা না বা বললাম।ধন্যবাদ

 2 years ago 

আপনাদের সাথে ভাগাভাগি করে খাওয়ার সেই সুযোগ তো আর নেই তাই কি আর করার একাই খেতে হচ্ছে।

 2 years ago 

আসলে যারা বিদেশে থাকে তারা যখন দেশে আসে তখন খুবই ভালো লাগে। আপনার আঙ্কেলের হঠাৎ করে দেশে এসেছে তখন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক গিফট নিয়ে এসেছে আপনার জন্য। গিফট গুলো দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনি উপহার পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। বিশেষ করে পারফিউম দেখে অনেক ভালো লাগলো। পারফিউমের ঘ্রাণ অনেক ভালো হবে নিশ্চয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপহার পাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

বাহ্ অনেক জিনিস এনেছেন তো আপনার কাকা আপনার জন্য। তবে কিছু জিনিস কমন হলেও তখদের গায়ে লেখাটা আরবী ভাষায়। এই যেমন লেইস টা। আর দুবাইয়ের চকলেট নাকি খুব সুস্বাদু হয়। আমার এক পরিচিত দাদা চাকরী সূত্রে দুবাইতে থাকতো। আপনার তো তাইলে বেশ আনন্দ হচ্ছে। আর অ্যাডিডাস এর বডি স্প্রের স্মেলটা কেমন জানআবেন। মানে অ্যাকোয়া নাকি মাস্কি।

 2 years ago 

কাছের মানুষ যখন সারপ্রাইজ দেয় সত্যিই অনেক ভাল লাগে। আপনার আংকেল তো ভাল ভাল গিফট দিয়েছে। উপহারগুলো ভাল লাগলো। শেয়ার করে দেখানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66