হ্যাংআউট এর আগের দিনের প্রস্তুতি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৫ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ | বুধবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে হ্যাংআউট এর আগের দিনের প্রস্তুতি বিষয়ে কিছু কথা শেয়ার করব।




laptop-g8b2ff2545_1920.jpg
ছবিঃ এখান হতে নেওয়া হয়েছে।

আজ বুধবার, অন্যান্য দিনগুলো থেকে আজকের দিনটা আমার কাছে কিছুটা অন্যরকম।

আজ সকালে কিছুটা দেরিতে ঘুম থেকে উঠেছি। কেননা কাল রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর আমি একদমই রাত জাগতে পারিনা। যদিও ব্যাপারটা হাস্যকর তবে এটাই সত্যি। কেননা ছোটবেলা থেকেই আমার আব্বুর কড়া আদেশ যে, যা কিছুই হোক না কেন রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যদিও সব সময়, সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে উঠে না। তবে চেষ্টা করি রাতে তাড়াতাড়ি করে ঘুমানোর। আমার আবার রাতে ভালোভাবে ঘুম না হলে সমস্যা দেখা দেয়।

যাইহোক আজ সকালে ঘুম থেকে উঠে মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, তাই গরম গরম চা খেয়ে কাজে বসে পড়লাম। আর আমার সকালের দিকে একদমই মাথায় ছিলনা যে আজ বুধবার। আর যখন জানতে পারলাম তখনই আগামীকাল হ্যাংআউটের প্রস্তুতি নিতে বসে পড়লাম। কাল বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মত কাল ও আমাদের হ্যাংআউট অনুষ্ঠিত হবে। তাই হ্যাংআউটের যাবতীয় কাজ গুলো হ্যাংআউট এর আগের দিন কিছুটা এগিয়ে রাখি। যাতে গতকাল কাজের চাপটা কিছুটা কম থাকে। যেমন সকালের দিকে বসে Heroism এর ডেলিগেশন আপডেট পোস্ট তৈরী করি, রাতের বেলা সকলে একসাথে বসে অ্যাক্টিভ লিস্ট তৈরি করে ফেলি। এবং আমি আমার ইউজারদের এক্টিভিটিস গুলো পর্যবেক্ষণ করি।



icons-g8f01d2f13_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমি মনে করি, সকল ইউজারই এই হ্যাংআউট এর জন্য অনেক বেশি আগ্রহী এবং উচ্ছ্বাসিত। আমিও এর ব্যতিক্রম নয়। আমিও অপেক্ষা থাকি কখন বৃহস্পতিবার আসবে কখন হ্যাংআউট শুরু হবে। এবং আমরা এক হ্যাংআউট শেষে পরবর্তী হ্যাংআউটের জন্য সপ্তাহব্যাপী প্রস্তুতি গ্রহণ করতে থাকি। কিন্তু কাঙ্খিত দিনটি কখন যে এসে আবার চলে যায় তা বুঝে উঠা বড় দায়। মাঝে মাঝে মনে হয় এই তো কিছুদিন আগেই তো বৃহস্পতিবারে হ্যাংআউট টি হল। এখন আবার আরেকটি হাংআউট এর প্রস্তুতি।

যদিও এটি কোন বিরক্তিকর কোনো ব্যাপার নয়। বরং আনন্দের একটি ব্যাপার। কেন না সপ্তাহে একটিমাত্র দিনে আমরা সকলে একত্রিত হই। হ্যাংআউটে কিভাবে কিভাবে যেনো সময়টি চলে যায় টেরই পাওয়া যায় না। আমি মনে করি আমাদের হ্যাংআউটে আনন্দ-বিনোদন থেকে শুরু করে শিক্ষণীয় সব কিছুই রয়েছে। এবং দিন দিন আমাদের হ্যাংআউটে ইউজারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেটি আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়।

এইতো এই ছিল আমার আজকের দিন মানে হ্যাংআউট এর আগের দিনের সব পরিকল্পনা এবং কাজের গল্প।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া, খুবই খুবই দক্ষতা এবং পরিশ্রমের সাথে আপনার কাজগুলো আপনি সম্পন্ন করেন। প্রতিবার আপনি দক্ষতার সাথে প্রতিটা ইউজারের অ্যাক্টিভ লিষ্ট প্রকাশ করেন।আপনার অ্যাক্টিভ লিষ্ট উপস্থাপন শুনার জন্য অধির আগ্রহ নিয়ে আমরা প্রতিটা ইউজার অপেক্ষা করি।
ভাইয়া, বৃহস্পতিবার মানে আমাদের ❤আমার বাংলা ব্লগের❤প্রতিটা ইউজারের মিলন মেলা। বৃহস্পতিবার দিনটির জন্য আমরা প্রতিটা ইউজার অপেক্ষা করি খুবই উপভোগ করি প্রতিটা মুহূর্ত।প্রত্যেকের কথা শুনতে খুবই ভালো লাগে।

ধন্যবাদ ভাইয়া, হ্যাংআউটে আগের দিনের প্রস্তুতি সম্বন্ধে আপনি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে। শেয়ার করেছেন

ইনশাআল্লাহ কাল হ্যাং আঊটে দেখা হবে ইনশাআল্লাহ।

ভাইয়া আপনাদের আসলে অনেক কস্ট করতে হয় এই একটিভ লিস্টা বানানো, প্রতি সপ্তাহে হিরোইজম আপডেট দেয়া।

আপনি অনেক পরিশ্রমি একজন মানুষ আরিফ ভাই।

শুভকামনা রইলো ভাইয়া।💓💓💓💓

 3 years ago 

ইনশাআল্লাহ। হ্যাং আঊটে থাকবেন নিশ্চয়ই।

হুম ভাইয়া বৃহস্পতিবার মানে আলাদা একটি ভালো দিন , ইনশাআল্লাহ থাকবো 💓

 3 years ago 

আসলেই হ্যাংগ আউটের আগের দিন সবার ই অনেক বেশি উত্তেজনা কাজ করে। কারণ এই হ্যাংগ আইটের এর দিনেই সুপার একটিভ লিস্ট এবং অ্যাক্টিভ লিস্ট ঘোষণা করা হয়। যার জন্য প্রত্যেকটি ইউজারই পুরো একটি সপ্তাহ ধরে অপেক্ষা করে এবং কাজ করে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ইউজাররা অধীর আগ্রহে এ দিনটির জন্য অপেক্ষা করতে থাকে ।
ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

হাস্যকর কেন হবে ভাই?কথাতেই তো আছে,
আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইছ,মেক্স এ ম্যান হেলদি,ওয়েলদি এন্ড ওয়াইশ🥰
হোক, নিজের উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন এবং পাশাপাশি নিজের খেয়ালও রাখুন।ধন্যবাদ ❣️

প্রতিটা সপ্তাহের উওেজনা পূর্ণ একটি দিন হল বৃহস্পতিবার। সবাই এই দিনে খুব মজা করে ও শিক্ষামূলক জিনিস সম্পর্কে ধারনা পায়। সব চেয়ে টান টান উত্তেজনা বিরাজ করে সুপার একটিভ ঘোষনা নিয়ে।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সাপ্তাহিক হ্যাংআউটে জন্য আপনার প্রস্তুতি সত্যিই অসাধারণ। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাইয়া,হ্যাংআউট এর অপেক্ষায় র‍য়েছি৷ কখন যে সবাই মিলে একসাথে আড্ডা দিবো, কখন সবার সাথে সময় কাটাতে পারবো সেটার অপেক্ষা এতোদিন। অবশেষে চলে এলো আজকের দিন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রস্তুতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

সত্যিই সপ্তাহে এই একটি দিনের জন্য অধীর আগ্রহে বসে থাকি।খুবই ভালো কাটে দিনটি সবার মাঝে।আপনার দক্ষতা ও স্বচ্ছ কাজ দেখে আমি সত্যিই অনেক অনুপ্রেরণা ও উৎসাহ পাই।তবে আমি যেহেতু গ্রামে থাকি তাই অন্যান্য দিনগুলোতে সকাল সকাল ঘুমিয়ে পড়ি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন সপ্তাহে একটি মাত্র দিনেই আমরা সকলে একত্রিত হয়।

হ্যাংগ আউটের আগের দিনের অপেক্ষাটা আমার ভালোই লাগে ।সবাই খুব বেশি কাজ করে ।সবাই চায় নিজের সেরাটা দিতে কারণ ,এর পরের দিন ই সুপার একটিভ লিস্ট প্রকাশ এবং একটিভ লিস্ট ও ।আপনাদের কাজ বেশি থাকে এটা বুঝি ভাই ।অনেক কষ্ট করেন আমাদের জন্য আপনারা ।

 3 years ago 

প্রতিটি হাংআউটের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকি ভাইয়া। সপ্তাহের প্রতিদিন আমরা আমাদের ব্যস্ততার মধ্য দিয়ে পার করি কিন্তু প্রতি বৃহস্পতিবার মনের মধ্যে অনেক ভালোলাগা কাজ করে কারণ এই দিনটিতে আমরা সবার সাথে একসাথে হয়ে হ্যাংআউটে অংশগ্রহণ করি। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। তাই অপেক্ষায় রয়েছি কখন সেই মুহূর্ত আসবে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 62853.43
ETH 3013.11
USDT 1.00
SBD 2.50