ফুড ফটোগ্রাফি।
আজ - পহেলা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন । বেশ কয়েকদিন ধরেই প্রচন্ড গরম পড়ছে, আর গতকাল বৃষ্টি হয়ে মনে যেন গরমের পরিমাণটা আরো বাড়িয়ে দিল । যদিও বৃষ্টির পরিমাণটা কম ছিল কিন্তু তাতে মনে হল যেন গরমটা আরো বেড়ে গেল । আর রোজার মধ্যে গরমের কারণে বেশ অস্বস্তি বোধ হচ্ছে। আচ্ছা যা হোক এসব কথা । আজ আপনাদের সাথে একটি নতুন ধরনের পোস্ট শেয়ার করব । এটা আগে সবাই শেয়ার করেছে এ ধরনের পোস্ট , কিন্তু আমার কখনো শেয়ার করা হয়নি । চলুন তাহলে শুরু করা যাক ।
এটি একটি ডিমের পুডিং এর ছবি । মোটামুটি মিষ্টি খাওয়ার মধ্যে ডিমের পুডিং আমার সবচেয়ে বেশি ভালো লাগে । এই ছবিটা আমার বাসায় বানানো পুডিং এর ছবি ।
Device : oneplus 9r
Taken on : 2023
এই ছবিটি হল আনারস দিয়ে পাঁচফোড়ন মাখানো ছবি। গরমকালে খেতে বেশ ভালো লাগে ।
Device : oneplus 9r
Taken on : 2023
এটা আইসক্রিমের ছবি । বেশ কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে বসছিলাম তখন আইসক্রিম টি নিয়েছিলাম ।
Device : oneplus 9r
Taken on : 2022
W3w Location :
Device : oneplus 9r
Taken on : 2022
W3w Location :
Device : oneplus 9r
Taken on : 2023
W3w Location :
Device : oneplus 9r
Taken on : 2023
W3w Location :
Device : oneplus 9r
Taken on : 2023
W3w Location :
সকলকে ধন্যবাদ ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার করা ফুড ফটোগ্রাফি গুলো দেখে খুব খেতে ইচ্ছে করছিল। অসাধারণ হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফি।।আপনার মত আমারও ডিমের পুডিং খেতে খুব ভালো লাগে। এবং আপনার এই ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলেই কয়েক দিন ধরে প্রচন্ড গরম পড়ছে ৷ তবে আমাদের এদিকে দিনের বেলা প্রচন্ড গরম পড়লেও রাতের বেলা বেশ ঠান্ডা লাগে ৷ যাই হোক , আজ আপনি বেশ চমৎকার কিছু ফুড ফটোগ্রাফি করেছেন ৷ আপনার তোলা ফুড ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফুড দেখতে বেশ লোভনীয় এবং অসম্ভব সুন্দর ৷ ধন্যবাদ
ঠিক বলেছেন ভাই, গতকালকে বৃষ্টি হওয়ার পর থেকে গরম আরও বেড়েছে। সামনে তো গরম আরও বাড়বে। তখন রোজা রাখতে কষ্ট হবে কিছুটা। যাইহোক বেশ মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। পুডিং আমারও খুব পছন্দ। তাছাড়া আইসক্রিম তো সবসময়ই ভীষণ পছন্দ। সবমিলিয়ে বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রোজা রেখে এমন লোভনীয় খাবারের ছবি দেয়া কিন্তু ভীষণ টাফ ব্যাপার। সেটা কথা না, আসল কথা হচ্ছে, ইয়ে মানে ভাই, রেস্টুরেন্টে যার সাথে বসে ফুসকা, দই ফুসকা আর আইসক্রিম খাইলেন, জাতি তো তার ছবি দেখতে চায় ভাই 🙊🙊🙊
একদম ঠিক বলছেন ভাইয়া। কালকে বৃষ্টি হওয়াতে সূর্য মামা রেগে একদম লাল এখন।আর তার জন্য ওই গরম বেড়ে গেছে এখন।তাও কিছু করার নেই রোজা তো রাখতেই হবে। যাইহোক ভাইয়া আপনি দেখছি অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। দেখে নিয়ে নিতে ইচ্ছে করছে ইফতারের সময় সাভার করার জন্য হিহি🤭।
ভাইয়া, দিনের বেলায় প্রচন্ড গরম এটা ঠিক, তবে এখনো আমরা রাতের বেলায় গায়ে কম্বল জড়িয়ে ঘুমাই। আর এই গরম ও শীতের মাঝামাঝি সময়টাতে এক পশলা বৃষ্টি হলে মন্দ লাগে না। যাইহোক ভাইয়া, আজ আপনি খুবই লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর সেই খাবার গুলো দেখে ভীষণ লোভ লেগে গেল। বিশেষ করে, আপনার পছন্দের পুডিংটি আমারও বেশ পছন্দের। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
২০২৪ সাল নাকী সবচাইতে উষ্ণতম বছর হবে। এটা ভেবেই তো আমার ভয় করছে। গতকাল রাতে আমাদের দিকেও বৃষ্টি হয়েছিল। তার দরুন আজ গরমটা কিছুটা কম ছিল। খাবারের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল ভাই। দেখে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে ভাই আমাদের সঙ্গে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।
আসলেই ভাই, কিছুদিন ধরে গরমটা বেশি অনুভূত হচ্ছে। রোজা রেখে বাহিরে যেতেও ভালো লাগছে না। যাক, মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। পাঁচফোড়নের আনারসের মাখানোটা আমার বেশি ভালো লাগে। এখনকার সময়ের জন্য পারফেক্ট
আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছিল আর আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি। ঘরে থাকার কারণে গরমটা খুব একটা লাগছে না। কিন্তু অন্যান্য বার এই সময় খুব গরম পরে। যাইহোক এই রোজার মধ্যে কিন্তু এরকম খাবারের রেসিপি শেয়ার করা ঠিক না। লোভ লেগে যায়। রোজা হালকা হয়ে যায়। সবগুলো খাবার খুবই লোভনীয় ছিল।