এক মিথ্যা ঢাকতে হাজার মিথ্যার জন্ম।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৯ ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে এক মিথ্যা ঢাকতে হাজার মিথ্যার জন্ম এই শিরোনাম এর আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব।




1.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

প্রতিবারের মত আমি আজও আপনাদের সাথে একটি উপদেশ মূলক বাক্য নিয়ে হাজির হয়েছি। আমি মাঝেমধ্যে এমন কিছু উপদেশমূলক বক্তব্য দিয়ে থাকি। তো চলুন আমার আজকের বক্তব্য শুরু করছি।

মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা সত্যের পথে যত দূর যেতে পারবো, কিন্তু মিথ্যা দিয়ে আমরা কখনোই বেশিদূর যেতে পারব না। হ্যাঁ, এটি সঠিক যে সত্যের পথ কখনোই সহজ নয়। সত্যের পথে চলতে গেলে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে। আর এই সব বাধা-বিপত্তি সরিয়ে যদি এগোনো যায় তবে সেটাই সবথেকে বড় পাওয়া। আর মিথ্যার পথ খুবই সহজ হয় , কিন্তু সে পথে বেশি দূরে যেতে পারা যায় না। কোনো-না-কোনো সময় সে পথ শেষ হয়ে যাবে। অন্যদিকে সত্যের পথ প্রথমদিকে কঠিন হলেও পরবর্তীতে সহজ। আমাদের জীবনটাকে যদি আমরা সত্যের পথে চালনা করতে পারি তবে সেটি হবে সুন্দর।

আর অন্যদিকে জীবনকে সহজ করার জন্য মিথ্যার আশ্রয় নিয় তবে সেটাই হবে বোকামি। আমরা সকলেই জানি মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলে। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষ একদিন পার পাবে, দুদিন পর পাবে, কিন্তু কোন না কোন সময় সকলের কাছে তার মিথ্যাটা প্রকাশ ঘটবে। তখন সে যে মিথ্যা দিয়ে তার সন্মান গড়ে তুলেছিল তা এক নিমিষে শেষ হয়ে যাবে।

আর সত্যের আশ্রয় নিয়ে যদি আত্মসম্মান, অত্নমর্যাদা গঠন করা যাই তবে সেটা কখনো ভেঙে পরবে না। আমরা আমাদের ধর্মের চিন্তা ধারা থেকে বুঝতে পারি যে মিথ্যা বলা মহাপাপ। আমরা যারা ধার্মিয় দিক সম্পর্কে খুবই সচেতন, তাদের এই ধর্মীয় দিকটি বিবেচনা করে হলো ও এই মিথ্যার বিষয়টি থেকে দূরে থাকা উচিত। এছাড়া ও আমাদের সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে মিথ্যাবাদী ও মিথ্যাচারী ব্যক্তিরা অন্যতম।


2.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

একটি মিথ্যা ঢাকার জন্য হাজার মিথ্যার জন্ম নেয়। এক মিথ্যা লুকানোর জন্য নতুন করে আরেক মিথ্যার জন্ম হয়। আর এভাবেই জন্ম হয় একের পর এক মিথ্যার। অথচ প্রথমদিকের মিথ্যাটিকে যদি লুকানো না হত তবে নতুন করে এত মিথ্যার জন্ম হতো না। মিথ্যাচার একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি রাষ্ট্রের ধ্বংস করতে যথেষ্ট। মিথ্যাচারের কারণে অনেক সময় সঠিক বিচারের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়।মিথ্যা অনেক সময় এমনভাবে সকলের কাছে প্রকাশ করা হয় যে, কোনটি মিথ্যার আর কোনটি সত্য তা প্রমাণ করাটাও অনেক কষ্টকর হয়ে পরে। আর এর প্রভাবে আনেক মিথ্যা সত্য বলে স্বীকৃতি পায়। আর এসব কিছুর বাহিরে ও আমরা একটি বিষয় মাথায় রাখবো যে, সত্য কখনো চাপা থাকেনা। কোনা না কোন সময় সত্য সকলের কাছে প্রকাশ পাবে। আর এই সত্য প্রকাশের জন্য শুধু সময়ের প্রয়োজন। জীবনকে সঠিক ও সুন্দর ভাবে পরিচালনার জন্য অবশ্যই সত্য সাথে থাকতে হবে, সত্য পথে চলতে হবে।

একজন শিশুর মৌলিক যে শিক্ষা গুলো রয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই সত্যের সাথে চলা, সত্য কথা বলা এ বিষয়গুলো থাকতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কারণ তারা ছোটবেলা থেকেই যেটা শিখে বড় হবে ভবিষ্যতে সেটাই করবে। একটি শিশুকে সত্যের পথে থাকার জন্য বা সৎপথে চলার জন্য তার পরিবারকে সচেতন থাকতে হবে, তাকে সেভাবে গঠে তুলতে হবে। আর এইভাবে একটি পরিবার থেকে সমাজ, সমাজ থকে একটি দেশ সত্যের পথে পরিচালিত হবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। এবিষয়টি পৃথিবীর সকল জনমানবের প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সবার বেঁচে থাকার চাবিকাঠি বলতে পারি। বাস্তবিক অর্থে জীবন চলার পথে অপরিসীম।

অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন ভাই।আপনার পোস্ট থেকে আমাদের সকলের ঐ শিক্ষা গ্রহণ করা উচিত।সত্যিই মিথ্যার জন্য একজন মানুষের জীবন নিভে যাচ্ছে আবার অন্য কেউ মারত্মক ভুল করেও বেছে যাচ্ছে। আমি মনে করি মিথ্যা পরিহার করতে পারলেই সমাজ, রাষ্ট তথা বিশ্ব পাল্টে যেত।আল্লাহ আমাদের সকলকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখুন।

শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

সত‍্যের মৃত্যু নেই। ক্ষণিকের জন্য মিথ্যা জয়ী হলেও সত্য একদিন ঠিকই প্রকাশ পাই। বতর্মানে সত‍্যের পথে চলার মানুষ কম। খুব ভালো লিখেছেন ভাই।

 3 years ago 

বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের সমাজের একটি সাধারণ সমস্যা। মিথ্যা দিয়ে যেমন বেশি দূর যাওয়া যায় না তেমনি সত্য ছাড়া আমরা চলতে পারব না। আর টাইটেল কি সত্যিই অসাধারণ। আমাদের অবশ্যই এই পোস্ট থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত।
যেটি আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর করব

অনেক ভালো লিখেছেন ভাই।এই কথাগুলো বাস্তব-

হ্যাঁ, এটি সঠিক যে সত্যের পথ কখনোই সহজ নয়। সত্যের পথে চলতে গেলে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে। আর এই সব বাধা-বিপত্তি সরিয়ে যদি এগোনো যায় তবে সেটাই সবথেকে বড় পাওয়া।

আসলেই একটি মিথ্যা হাজারটা মিথ্যার জন্ম দেয়।তাই এগুলো চিন্তা করে আমাদের মিথ্যা থেকে দূরে থাকা উচিত।

 3 years ago 

আমাদের মাঝে মজা ছলে মিথ্যা বলার প্রবণতাটা অনেক বেশি।কিন্ত্য এই ছোট মিথ্যা বলতে বলতে একটা সময় সত্য কথা বলার অভ্যাসটায় হারিয়ে ফেলে। একটা মিথ্যা কে ঢাকতে আরেক টা মিথ্যা এইভাবেই চলে জীবন। অন্যকে ঠকানোর পাশাপাশি সব থেকে বেশি ঠকছে সে নিজেই। আর নিজেকে ঠকানোর মতো আহাম্মক আর নাই।
ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব ভালোই লিখেছেন বাস্তব নিয়ে ভাই ।

আর অন্যদিকে জীবনকে সহজ করার জন্য মিথ্যার আশ্রয় নিয় তবে সেটাই হবে বোকামি। আমরা সকলেই জানি মিথ্যা মানুষকে ধ্বংস করে।

যেনেও বাচালের মতো সেই কাজটাই করি ভাই। মিথ্যার করণে আজকে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি আগুনের ধোঁয়ায়। সুন্দর উপদেশ বাণী ভাইয়া।

 3 years ago 

ভাইয়া একদম খাঁটি একটা কথা বলেছেন তা হলো সত্যের আশ্রয় নিয়ে আত্মসম্মান গঠন করলে ওইটা কখনোই কেও ভাঙ্গতে পারবেনা। আসলে এই ব্যাপারটা অনেকেই বুঝেনা। আজকের আপনার এই কনসেপ্টটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই যেনো মিথ্যা থেকে দূরে থাকতে পারি এই দোয়াই করি।

 3 years ago 

আজকে আপনি আপনার পোস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন। এই কথাটি ১০০% প্রমাণিত যে একটি মিথ্যা ঢাকতে হাজার মিথ্যার জন্ম হয়। তাই এই কথা টা স্মরণ রেখে আমাদের উচিত এই মিথ্যা থেকে দূরে থাকা। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66982.11
ETH 2591.90
USDT 1.00
SBD 2.67