প্রকৃতি সান্নিধ্যে কিছুক্ষণ ।

in আমার বাংলা ব্লগ2 days ago

আজ- ৩০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।



কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন । প্রকৃতির মধ্যে রোদ বৃষ্টির খেলা চলছে প্রতিনিয়ত । সত্যি বলতে বেশ ভালো লাগে এ ধরনের আবহাওয়া। কিন্তু মনে হয় না বেশি দিন আর এ এই ধরণের আবহাওয়া থাকবে । শ্রাবণ মাস শুরু হতে চলছে , বেশ ভালোই বৃষ্টি নামবে মনে হচ্ছে ।

আর এই রোদ বৃষ্টি মেঘের খেলায় , গতকালকে আমি গিয়েছিলাম প্রকৃতির আরেকটু সান্নিধ্য পেতে । আপনারা তো মোটামুটি সবাই জানেন যে চট্টগ্রাম হচ্ছে পাহাড় আর সাগরের নগরী। আমার বাসা থেকে ২০ মিনিটের দূরত্বে । নতুন একটি পর্যটন এলাকা হয়েছে । এটি তৈরির ইতিহাস বেশ মজাদার। একসময় এখানে সেনাবাহিনীর ফায়ারিং ক্যাম্প হতো। সত্যি বলতে জায়গাটা আসলে দারুন । এটার এক পাশে সাগর আর মাছের চাষ করে । আরেক পাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম বাইপাস রোড । এখানে গেলে অসাধারণ একটি সুন্দর ভিউ পাওয়া যায় । যদি কেউ সাগর পছন্দ করে তবে এখানে বসে নিরিবিলি সে সারাদিন কাটিয়ে দিতে পারবে । আজকে আপনাদের সাথে ওখানের কিছু ফটোগ্রাফি শেয়ার করব । চলন তাহলে শুরু করা যাক :

এই ছবি টি একটি নারিকেল গাছের ছবি। অসাধারণ লাগতেছিলো।

1000040809.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

আকাশে অনেক মেঘ ভেসে বেড়াচ্ছে ।

1000040806.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

উপর আকাশের নিচে একটি ছোট খাল । অসাধারণ লাগতেছিল ভিউ গুলো।

1000040807.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

1000040803.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

1000040811.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

1000040732.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

1000040699.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

1000040680.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 days ago 

প্রকৃতি এত সুন্দর যে তার ছবিগুলো যে কোন অ্যাঙ্গেল থেকে তুললেই খুব সুন্দর দেখায়। আপনার প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে। নীল আকাশের মাঝখানে সবুজ সবুজ গাছ এবং ওই যে ছবিটা জলের ওপর লম্বা লম্বা ঘাস রয়েছে ফটো খুব সুন্দর দেখাচ্ছে। ল্যান্ডস্কেপ তোলার একটি সাধারণ নিয়মই হল অর্ধেকটা আকাশ থাকবে অর্ধেকটা জমি থাকবে। আপনার ছবিতে সেই জিনিসটা স্পষ্ট হওয়ার কারণে ছবিগুলো খুব প্রপার হয়েছে। আর আলুর কাজটাও খুব সুন্দর এসেছে।

চট্টগ্রাম দেখবার ইচ্ছে আমার অনেক দিনেরই, আপনার ছবি দেখে ইচ্ছেটা আরো বেড়ে গেল।

 2 days ago 

আসলেই এই মেঘ এই বৃষ্টি দেখে বেশ ভালোই লাগছে।আজ আষাঢ়ের শেষ কাল শ্রাবনের শুরু।যাই হোক ছবিগুলো দেখেই মনে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 2 days ago 

আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে ভাইয়া রোদ এবং বৃষ্টির এই ওয়েদারটা। এরকম ওয়েদার সবসময় থাকলে অনেক বেশি ভালো লাগতো। যাইহোক আপনি দেখছি আজ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এত সুন্দর একটা ভিউ সরাসরি উপভোগ করতে পারলে আরো বেশি ভালো লাগতো। এইরকম সুন্দর জায়গা গুলো আমি অনেক বেশি পছন্দ করি। নিশ্চয়ই আপনি অনেক ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন জায়গাটাতে গিয়ে। আর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছিলেন যেগুলো তো দেখতেই পাচ্ছি।

 2 days ago 

প্রকৃতির সান্নিধ্যে ঘুরাঘুরি করতে কার কাছে না ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি এরকম সময় কাটাতে। আর যদি এরকম সুন্দর জায়গা হয় তাহলে তো কোনো কথা নেই। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি জায়গাটা অনেক সুন্দর। এরকম পরিবেশে গেলে ভালো সময় তো অবশ্যই কাটবে। আপনি যেমন সুন্দর সময় কাটিয়েছেন, তেমনি সুন্দর ফটোগ্রাফি করেছেন বিষয়টা খুব ভালো লাগলো। এই জায়গাটা দেখেই মুগ্ধ হয়েছি, আর ইচ্ছে করতে চলে যেতে।

 2 days ago 

প্রকৃতির সান্নিধ্যে থাকতে কার না ভালো লাগে।আমি তো ভীষণ প্রকৃতি প্রেমী।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনি প্রকৃতির মাঝে যে চমৎকার সময় কাটিয়েছেন তা বলতে পারি আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেই।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি ও অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনারা খুবই লাকি ভাই,কারণ আপনারা যখন তখন পাহাড় এবং সমুদ্র দেখতে পারেন। যাইহোক প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। জায়গাটা আসলেই খুব সুন্দর ভাই। এমন জায়গায় গেলে সময় কিভাবে কেটে যাবে,সেটা টেরই পাওয়া যাবে না। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 days ago 

চট্টগ্রামের সৌন্দর্য সবদিক থেকে অসাধারণ। চট্টগ্রাম বলতেই আমাদের মাথায় আসে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্যসেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। এই চট্টগ্রামের পাহাড় এবং সাগরের সৌন্দর্য অপরিসীম। আমি চট্টগ্রামের কিছুটা অংশ দেখে এসেছি, তবে সবটা ঘোরার ভীষণ ইচ্ছে আছে। আপনার প্রত্যেকটি ছবি অসাধারণ। জল মাটি সবুজ আকাশ মিলেমিশে যেন একাকার হয়ে গেছে প্রতিটি ছবিতে। এত সবুজের সমারোহ যেন দৃষ্টিকে টেনে রাখে চুম্বকের মত। অসাধারণ।

 yesterday 

সত্যি ভাই জায়গাটা বেশ সুন্দর। সুন্দর রাস্তা পাশেই এইরকম চমৎকার একটা জলরাশি। প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য তো এমন জায়গাই দরকার। আপনার ফটোগ্রাফি গুলো দেখে জায়গাটা বেশ ভালো লেগেছে। শ্রাবণ মাসেও কী আর সেইরকম বৃষ্টি হবে ভাই যেটা আশা করছেন??

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63749.66
ETH 3419.02
USDT 1.00
SBD 2.48