বৃষ্টির দিনের গল্প।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১৭ই আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে "বৃষ্টির দিনের গল্প" শেয়ার করব।



rain-4733481_1920.jpg

ছবি এখান হতে নেওয়া হয়েছে।

বৃষ্টির দিনের গল্প

মোহাম্মদ আরিফ


সকাল থেকে মেঘের গুরুগুরু ডাক, আকাশটা মেঘে আচ্ছন্ন। চারিদিকে ভিজে ভিজে ভাব। গাছগুলোকে দেখে মনে হয় যেনো নতুনরূপে সেজে উঠেছে। গাছের পাতাগুলো আরো সবুজ সবুজ হয়ে উঠেছে। অন্য সময় গাছের পাতাগুলো ধূসর হয়ে থাকে, কেনই বা থাকবে না চারিদিকে যে ধুলিবালি।

বৃষ্টির দিনটি তো অন্য সকল দিনের থেকে একটু ভিন্ন রকম। এই সময়টাতে যেন সারাদিন শুয়ে বসে থাকতে ইচ্ছা করে। কোন কাজে মন বসে না। অলস অলস ভাব। আলস্য যেন ঘিরে থাকে সারাদিন। রাস্তাঘাটে তেমন লোকজনের দেখা নেই। সবাই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকে। যাদের একান্ত প্রয়োজন তারাই শুধু বের হয়।

যারা চাকুরীজীবি তাদের অনেক সমস্যার সমুখিন হতে হয় কেননা তখন তাদের যাতায়াত এ অনেক সমস্যা দেখা দেয় রাস্তা উপরে পানি, গর্ত এছাড়া ও ঠিকমত গাড়ি ঘোড়া পাওয়া যায় না।এছাড়াও যারা ডে লেবার আছে তাদেরতো এক করুণ অবস্থ। কারণ তারাতো দিনে এনে দিনে খাই। যখন তারা বৃষ্টির জন্য বাইরে যেতে পারে না তখন তাদের আয়-রোজগারও হয়না।

এই তো গেল কষ্টের কথা, এবার সুখের কথাই আসা যাক।বৃষ্টির দিনে কিছু হোক বা না হোক খিচুড়িটা আবশ্যক। আমাদের বাঙ্গালীদের প্রিয় খাবার। তাই আমার কাছে বৃষ্টির দিনটি খুবই প্রিয়।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

ভাই খালি সমস্যা না একবার তো আমি নিজেও পরে গিয়েছিলাম এবং অফিসে না গিয়ে বাড়ীতে ফেরত এসেছিলাম তখন।
ভালো লিখেছেন।

 3 years ago 

আমার স্বামীর জীবন একদম ঝামেলা পূর্ণ হয়ে গিয়েছে। ও একদম প্রতিদিন ভিজে অফিসে যায় এবং অফিস থেকে ফেরে একদম ভিজে। সব মিলে ওর জন্য খুবই কষ্টকর হয়ে গিয়েছে।ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া বৃষ্টির দিন সম্পর্কে আপনি ভালো লিখেছেন।বৃষ্টির দিনে জমা জলে বাবুলগুলি দেখতে আমার বেশ লাগে।

বৃষ্টির দিনের গল্প অনেক সুন্দর লিখেছেন।

 3 years ago 

গল্পটি ভালো ছিল ধন্যবাদ ভাগ করার জন্য ♨️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 60745.98
ETH 2342.23
USDT 1.00
SBD 2.52