পানি ছাড়া একদিন কেমন হবে ভাবুন তো!

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২২ই শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে বিশ্বের পানির সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করব।



কিছুদিন আগে একটি প্রতিবেদন দেখতে পেলাম। প্রতিবেদনটির বিষয়বস্তু হচ্ছে পানি সংক্রান্ত। প্রতিবেদনটি পড়ে সত্যি আমার কাছে অবাক লেগেছে।কেননা এর আগে আমি কখনও অবগত ছিলাম না যে বিশ্বের এতটা বিশুদ্ধ পানির সংকটাপন্ন। বিষয়বস্তুর যদি সাধারণ একটি বিষয় তবে এটিকে একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারব বিশুদ্ধ পানির মূল্য কতটুকু। তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পানি।


Screenshot_20210806_163551.jpg

পানির অপর নাম জীবন সেটা আমরা সকলেই জানি। পৃথিবীর মোট ২/৩ অংশ হচ্ছে পানি। কিন্তু এই সকল পানি আমাদের পান করার উপযোগী নয়। অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর মোট পানির ৭৫ শতাংশই হচ্ছে আমাদের পানাহারের উপযোগী নয়। কেননা এই সকল পানি হচ্ছে সমুদ্র কিংবা নদীর পানি যা লবনাক্ত। আর বাকি ২৫% পানির মধ্যে ২২% পানি হচ্ছে বরফ অবস্থায় রয়েছে। আর বাকি ৩% মূলত আমাদের পানযোগ্য। আর এই ৩% পানি আমাদের বিশ্বের সকল জনসংখ্যার জন্য যথেষ্ট নয়। আর এত স্বল্প পানির মধ্যে ও কতইনা পানি বিনা কারণে অপচয় করি। একেতো আমাদের বিশ্বের বিশুদ্ধ পানির সঙ্কট তার ওপরে পানির এত অপচয়।এভাবে কিছু যুগ চলতে থাকলে হয়ত পানির ব্যাপক সংকট দেখা দিবে পৃথিবীতে। এখনো যে বিশ্বের পানির সংকট দেখা দিচ্ছে না তা নয়। কিছুদিন আগেই তো দীর্ঘদিন অনাবৃষ্টি থাকার কারণে ইন্ডিয়ার এক প্রদেশ বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছিল।

আর আমরা যারা শহরের বাসিন্দা তারা সকলেই অবগত বিশুদ্ধ পানি পাওয়াটা কতটা কষ্টকর। বছর কয়েক আগে আমাদের চট্টগ্রামের হালিশহরে বাসিন্দারা জন্ডিসে আক্রান্ত হয়েছিল শুধুমাত্র বিশুদ্ধ পানির অভাবে। ওয়াসার পানির লাইনগুলোতে লিকেজ থাকার কারণে এতে জোয়ারের পানি ঢুকে পানি গুলকে দূষিত করে ফেলেছিল। আর সে পানি গুলো খেয়ে সকলেই জন্ডিসে আক্রান্ত হয়েছিল।

যাই হোক, আমরা সকলের যদি পানি অপচয় বিষয়টি একটু সচেতন হয়। তবে ভবিষ্যতে পানি সংকট কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59880.83
ETH 2301.55
USDT 1.00
SBD 2.50