সুস্থতা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৬ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |সোমবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সুস্থতা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত এই শিরোনামে আমার কিছু ব্যাক্তিগত মতামত শেয়ার করব।




blood-pressure-monitor-ge93ff1cd7_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

সুস্থতা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত। আমাদের যখন কারো সাথে কথা হয় বা দেখা হয় তখন আমরা প্রথমেই একটা কথা বলে থাকি যে, কেমন আছেন? কি অবস্থা? এই সবকিছু। আর এসব কথা গুলোর বলার মূল কারন হচ্ছে একজন মানুষের সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তার সুস্থতা। তাই আমরা সবকিছুর আগে এ কথাগুলো জিজ্ঞেস করে থাকি। আমি মনে করি সুস্থ থাকলে মানুষের দ্বারা সহজভাবে সবকিছু করা সম্ভব।

কথায় আছে না সুস্থতা সকল সুখের মূল। সুস্থ থাকলে আমাদের সব সুখই সুখ লাগবে। আর অসুস্থ থাকলে ভালো কিছুই খারাপ লাগবে। জীবনের সুস্থ থাকার সব থেকে জরুরি। আসলে সুস্থ থাকলে মানুষ সুস্থতার মুল্য কতটুকু তা উপলব্ধি করতে পারে না। অসুস্থ ব্যক্তির বুঝবে যে সুস্থ থাকার মুল্য কতটুকু। অনেক ধনী একজন লোকের কাছে সবকিছু থাকার পরেও তার কাছে সবকিছু অর্থহীন মনে হতে পারে যখন সে অসুস্থ থাকবে। আর অন্যদিকে একজন দরিদ্র লোকের কোন কিছু না থাকা সত্ত্বেও সে সুখী হতে পারে যদি সে সুস্থ থাকে। আমি মনে করি সুখী হাওয়াটা অনেকটাই নির্ভর করে সুস্থ থাকার ওপর । আমরা সুস্থ থাকতে সুস্থ থাকার কদর কখনোই বুঝতে চেষ্টা করি না। কিন্তু আমরা যখন অসুস্থ হয় তখন আমরা উপলব্ধি করতে পারি যে আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে কত বড় একটি নিয়ামত পেয়েছি।




blood-pressure-g091e5807f_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

সৃষ্টকর্তা আমাদের সবথেকে বড় উপহার হিসেবে আমাদের সুস্থতা দান করেছেন। আমরা এখন যেভাবে সুস্থ-সবল আছি ওই ভাবে যদি আমরা কৃত্তিম ভাবে বেঁচে থাকতে চায় তবে আমাদের কতইনা টাকা-পয়সার ব্যয় করতে হবে। একজন রোগীর প্রতি ঘন্টায় অকৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার জন্য কত টাকা ব্যয় করতে হয়। অথচ আমরা বছরের পর বছর বিনা পয়সায় ফ্রিতে অক্সিজেন গ্রহণ করছি সৃষ্টিকর্তার রহমতে। আমরা যদি ওগুলোকে টাকার অংকে হিসাব করতে চাই তবে ভাবতে পারছেন কত হতে পারে। আমাদের শরীরের কোন অঙ্গ বিকল হলে বেঁচে থাকার জন্য তা কৃত্রিমভাবে লাগাতে কত টাকা ব্যয় করতে হবে। অথচ সৃষ্টিকর্তা আমাদের এমনিতেই ওই সকল অঙ্গ দিয়েছেন। যদিও সৃষ্টিকর্তা আমদের শরীরেরে দেওয়া আসল অঙ্গের সাথে কৃত্রিম অঙ্গের কার্যকারিতা অনেক অংশে কম। আমারা যদি এভাবে আমাদের সুস্থ থাকার বিষয়টি চিন্তা করি তবে আমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না যে সৃষ্টিকর্তা আমাদের কত বড় নেয়ামত দান করেছেন। সুস্থ থাকতে বুঝতে শিখুন সুস্থতার মূল্য কতটুকু। এবং নিজেকে সুস্থ রাখার যথাযথ চেষ্টা করুন।

আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ সুস্থতার বিষয়ে এতো কথা বলছি কেন। আসলে আমি আজ কিছুটা অসুস্থ। ইচ্ছা থাকা সত্বেও কোন কাজেই করতে পারছিনা। খুব বিরক্ত লাগছে। কোনো কিছুই যেন ভালো লাগছে না। খুব স্মরণ করছি সুস্থ থাকার মুহূর্তগুলোকে। এখন শুধু মনের মধ্যে একটা চাওয়া সেটি হচ্ছে সুস্থতা। আথচ সুস্থ থাকার সময় এর এই বিষয়টি নিয়ে তেমন কোন চিন্তা ছিলনা আমাদের। কথায় আছেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। তেমন সুস্থ থাকতে সুস্থতার মুল্যে বুঝিনা। যাইহোক আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। সবাই ভালো থাকবেন সুস্ত থাকবেন এবং শরীরের সুস্থতা বিষয়ক খেয়াল রাখবেন।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

আরিফ ভাই আপনি ঠিক বলেছেন সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত, সুস্থ থাকতে হলে শরীরের দিকে খেয়াল করতে হবে একটা কথা আছে স্বাস্থ্য সকল সুখের মূল।

 3 years ago 

সুস্থতা যে কত বড় একটি নিয়ামত তা অসুস্থ না হলে বোঝার উপায় নেই। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো চাহিদা দ্বারা পূর্ণ, কিন্তু একমাত্র যারা কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের একমাত্র চাহিদাই হচ্ছে সুস্থতা লাভ করা। সব সময় ব্যাপারটি বুঝতে না পারলেও অসুস্থ হলে ভালোভাবে বুঝতে পারি সুস্থতা আল্লাহর কত বড় একটি নিয়ামত। সকল মানুষকে আল্লাহ সুস্থতার সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক এই দোয়াই করি। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

 3 years ago 

জি ভাই ঠিক বলছেন সুস্থতা সৃষ্টিকর্তা একটি অনেক বড় নিয়ামত। সুস্থ শরীরের সকল কাজ করতে ভালো লাগে আর শরীর একটু অসুস্থ হলেই আশেপাশের কোন কিছুই ভালো লাগেনা।

আল্লাহ আপনার সুস্থতা দান করুক ।

 3 years ago 

অনেক ধনী একজন লোকের কাছে সবকিছু থাকার পরেও তার কাছে সবকিছু অর্থহীন মনে হতে পারে যখন সে অসুস্থ থাকবে।

এই লাইনটি পড়ে একটা কাহিনী মনে পরলো ভাইয়া। গত বার করোনায় একজন শিল্পপতি মারা গেলো।তার ১০ টা আইসিউ বানানোর ক্ষমতা ছিলো কিন্তু সে আইসিউ এর অভাবেই মারা গেলো।

আসলেই সুস্থতা আমাদের জন্য আল্লাহর দেয়া বড় একটা নেয়ামত। আমরা সুস্থ থাকতে বুঝিনা কতটা ভালো আছি আমরা, একটু অসুস্থ হইলেই বোঝা যায় আসলে আগে কতটা ভালো ছিলাম অথচ আমরা সৃষ্টিকর্তার নেয়ামত স্মরন রাখিনা, দিনে দিনে পাপি হচ্ছি। আল্লাহ সবাই কে বোঝার তৌফিক দান করুন,আমিন। আপনার সুন্দর পোষ্টটি পরে অনেক কিছুই নতুন করে জানতে পারলাম খুবই ভালো লেগেছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া ঠিক বলেছেন,সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত।আমরা যারা সুস্থ আছি অসুস্থ তার মর্ম বোঝে না।আর যারা অসুস্থ আছে তারাই বুঝতে পারে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত । ভাইয়া পৃথিবীতে জন্মের পরেত থেকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত অক্সিজেন আমরা নিচ্ছি সুস্থভাবে।যখন অসুস্থ হয়ে হসপিটালে যাব তখন বোঝা যাবে অক্সিজেনের মূল্যটা কত বেশি।আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত হাজার নেয়ামত দিয়েছে তার মধ্যে সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। ভাইয়া,আপনার সুস্থতা দান করুক দোয়া করি 🙏আপনি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ।ধন্যবাদ শুভকামনা রইল

 3 years ago 

সুস্থতা জীবনের সকল সুখের মূল। একটি সুস্থ জীবন আমাদের সকলেরই কাম্য। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোন কাজে মন বসেনা। সুস্থ্যজীবন সৃষ্টিকর্তার অশেষ দান। আমরা তখনই সুস্থ জীবনের ভালো দিকগুলো উপলব্ধি করতে পারি যখন আমরা নিজের ভিতর অসুস্থতা বোধ করি। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন মনে হয় কখন সুস্থ জীবন ফিরে পাবো। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনি তাড়াতাড়ি সুস্থ হন এবং সুস্থ জীবনযাপন করুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

ভাই প্রথমে আপনার সুস্থোতা কামোনা করি আল্লহর কাছে ।আর আবশ্যই সত্য যে সুস্থোতা হচ্ছে সব কিছুর মূল।সুস্থ্ থাকলে জীবন মন সব ভালো থাকে ।নিজে সুস্থ তো জগত মধুময় লাগে না হলে বিষ মনে হয় ।ধন্যবাদ ভাই সুন্দর টপিক শেয়ার করার জন্য।

 3 years ago 

সুস্থতা কি জিনিস সেটা শুধুমাত্র অসুস্থ হওয়ার পরেই বুঝা যায়। মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যিনি আমাদের সুস্থ রেখেছেন।এটা যে কত বড় নেয়ামত সেটা একজন অসুস্থ মানুষ বুঝে। আল্লাহ সকলকে সুস্থ রাখুন।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। কথাটি চিরন্তন সত্য । আমরা যখন সুস্থ থাকি তখন আমরা সুস্থতার মর্ম বুঝি না। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা সুস্থতার মর্ম বুঝতে পারি। আল্লাহতালার কাছে দোয়া করি ,আল্লাহ তা'আলা যেন আপনাকে সুস্থতা দান করেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 66507.45
ETH 3328.17
USDT 1.00
SBD 2.69