আমাদের সবারই দুটি চোখ রয়েছে কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন
আজ - ৩ই, পৌষ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
তবে মনে হচ্ছে না এই ওয়েদারটা বেশিদিন স্থায়ী হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে সামনের দিকে আরেকটু শীত বাড়তে পারে। তবে তা কিছু সময়ের জন্য। দিন দিন পৃথিবীর তাপমাত্রা উষ্ণ হচ্ছে যার ফলে আমাদের মত দেশগুলোতে শীত এবং গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
তবে যাই হোক শীতকালে শীত আর গরমকালে গরম আর এটি স্বাভাবিক বিষয়। তবে আমাদের মধ্যে এই দুটি বিষয় নিয়ে সবসময় অভিযোগ লেগেই থাকে। আমি নিজেও এই অভিযোগ গুলোর সাথে লিপ্ত। আমার কাছে শীতকাল আসলে গরমকাল ভাল লাগে কিন্তু গরমকালে আসলে শীতকালটাকে খুব বেশি মিস করি।
যাইহোক গরমকাল আসতে আর বেশি দেরি নেই হাতেগোনা মাত্র এক থেকে দেড় মাস অথবা তার থেকেও কম সময় আছে। তবে এই শীতকালেও মধ্য দুপুরে বাহিরে বের হলে রোদে, যানজটে মনে হয় না গরমকালের তুলনায় কোন অংশে গরম কম। বাহিরে বের হওয়ার আগে সুয়েটার জ্যাকেট পরে বের হলে ও বাসায় ফেরার সময় এগুলো বোঝা ছাড়া আর কিছুই মনে হয় না। জ্যাকেট সোয়েটার গুলো তখন গরমে গায়ে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া হাতে রাখাটাও একটি ঝামেলার মনে হয়। তাই সকালে কোন কাজে বাহিরে বের হওয়ার সময় কিছুটা ঠান্ডা অনুভব হলো ও আমি সঙ্গে সোয়েটার জ্যাকেট নিয়ে যায় না। কেননা এ বাড়তি ঝামেলা গুলো আবার বয়ে নিয়ে আসছে খুব বিরক্ত লাগে।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাই হোক ইদানিং আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে সন্ধ্যায় একটু বের হওয়া। আসলে অভ্যাস ঠিক নয় বরং আমি চেষ্টা করি সবসময় দিনের যে কোন একটা সময় বাহিরে বের হওয়ার। এতে করে মাইন্ড রিফ্রেশ হয়। যাই হোক প্রতিদিনের ন্যায় গতকাল যখন সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলাম তখন কিছু দূর গিয়ে দেখি কয়েকজন মুরুব্বি একসাথে বসে আড্ডা দিচ্ছি আর তারা বলছে বর্তমান জেনারেশনের অবস্থার কথা।
তাদের মধ্যে একজন বলছে তার নাতনি তো মোবাইল ছাড়া ভাত ও পর্যন্ত খায় না, আবার আরেকজন বলছে গত মাস থেকে তার বাসায় ওয়াইফাই বন্ধ করে দেয়া হয়েছে। কারন তিনি মনে করেন ওয়াইফাই হচ্ছে সকাল নষ্টের মূল। আবার আরেকজন বলছেন ইন্টারনেট ছাড়া কি জীবন চলে নাকি। ইন্টারনেট আছে বলেই তো আমরা এত কিছু জানছি বুঝছি শিখছি। আবার আরেকজন বলছে ওনার স্ত্রী ক্যাটারিং সার্ভিস চালু করেছে অনলাইনে কেক পিজ্জা বিভিন্ন ধরনের শুরু করেছে। এতে বেশ ভালই হয়েছে ঘরে বসে বেশ ভালো একটি টাকা ইনকাম করছে। এলাকার অনেকেই ওনার কাছে কেক নিচ্ছে। যত যাই বলুন না কেন এ জেনারেশনটাই অনেক কিছুই সহজ করে দিয়েছে। এভাবে তারা একেক জন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সামালোচনা করছে।
ওদের এই কথাগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি দাঁড়িয়ে শুনছিলাম। তবে প্রতিউত্তর না দিয়ে আমি পাশ কাটিয়ে চলে গেলাম। তাদের এই আলোচনা সমালোচনাগুলো থেকে আমার এক ভিন্ন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। আমি শুধু ভাবছিলাম একটি বিষয় নিয়ে অন্যদের মধ্যে চিন্তাধারা দৃষ্টিভঙ্গি কতইনা বৈষম্য। আসলে এইটাই স্বাভাবিক। আমাদের প্রত্যেকেরই ধ্যান-ধারণা চিন্তাভাবনা ব্যক্তিত্ব মানুষ ভেদে আলাদা এবং ভিন্ন।
সর্বশেষ একটাই কথা বলব, আমাদের সবারই দুটি চোখ রয়েছে। কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বর্তমান জেনারেশনকে নিয়ে এক একজনের চিন্তাভাবনা একেক রকমের। কারো কাছে বর্তমান জেনারেশন জীবনের চলার পথ সহজ করে দিয়েছে। আবার কারো কাছে বর্তমান জেনারেশনের চালচরণ একেবারেই ভালো না। আসলে সব কিছু মিলেই হয়তো আমাদের এই সমাজ। পিছু লোক কিছু কথা বলবেই। যাইহোক ভাইয়া আমাদের এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। একেবারে কুয়াশায় ঢাকা সারাদিন। গরম এবং শীত সব কিছু নিয়েই আমাদের জীবন। সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে।
ভাইয়া আপনি ঠিক বলেছেন আমাদের দুটো চোখ সবারই আছে কিন্তু দৃষ্টিভঙ্গী ভিন্ন। এক জনের চিন্তার সাথে অন্যজনের চিন্তার কোন মিল নেই। খুব সুন্দর লিখেছেন পড়ে ভাল লাগলো। গরম আবার ঠান্ডা এই নিয়েই আছি। লেপ গায়ে জড়িয়ে নিলেও ফ্যান ছাড়তে হচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনি ঠিক বলেছেন ভাইয়া ইদানিং রাতেও গরম লাগছে। কম্বল শরীরে রাখতে পারছি না আবার ফেলেও দিতে পারছি না। সকালে ব্লেজার পড়ে অফিসে আসবো কিনা কফিউজে পড়ে যায়। যায় হোক তবে শীত আর বেশি দিন নাই। আর শেষে খুব সুন্দর একটি কথা বলেছেন,আমাদের সবারই দুটি চোখ,দুটি কান,দুটি হাত,দুটি পা থাকলেও সবার দৃষ্টিভঙ্গি ভিন্ন। ধন্যবাদ ভাইয়া।
অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন ভাইয়া।ভাইয়া আমাদের এখানে তো সত্যিই বাঘ পালিয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা পড়ছে এদিকে।যাইহোক এক একজনের ধ্যান -ধারণা একেক রকম।আসলে মস্তিষ্কই আলাদা চিন্তা করে শেখায় বোধহয় সবার ক্ষেত্রে।ধন্যবাদ ভাইয়া।
আসলেই শীতকাল আসলে গরমকাল ভালো লাগে আর গরমকাল আসলে শীতকাল ভালো লাগে।শীতকালের এই দুপুরে এই একটা সমস্যা আসলেই সকালে জ্যাকেট পরে বের হলে দুপুরে হাতে নিয়ে বের হওয়া লাগে।যাই হোক আসলে সব জিনিসের ভালো ও খারাপ দিক আছে।ইন্টারনেট নেট ছোয়ায় আমাদের জীবন ব্যবস্থা সহজ হয়েছে ঠিক কিন্তু এর খারাপ দিকও অনেক।আসলে যে, যে ভাবে কাজে লাগায়। ভালো লাগলো।ধন্যবাদ