আমার তোলা কিছু ফটোগ্রাফি ।
আজ - ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
Device : oneplus 9r
Taken on : 2024
এটি হয়েছে ধুন্দুল গাছের ফুল। মেঘাচ্ছন্ন আকাশের নিচে হলুদ রঙের এই ফুলটি দারুন ভাবে মন কেড়ে নেয়।
যদিও শীত আসতে এখনো দেরি আছে তারপরও দারুন সুন্দর বড়ই গাছের ফুল ধরেছে। আর বৃষ্টির পানিতে ফুল গুলো যেন আরো সতেজ হয়ে উঠেছে।
Device : oneplus 9r
Taken on : 2024
ছাদের মেঝেতে নয়নতারা ফুল দিয়ে একটু ফটোগ্রাফি করার চেষ্টা। ফটোগ্রাফিটি কেমন হয়েছে তা আপনারা জানাবেন কিন্তু।
Device : oneplus 9r
Taken on : 2024
ছাদের মধ্যে ছোট্ট টবে লাগানো পেঁপে গাছটিতে দারুন সুন্দর পেঁপে ধরেছে।
Device : oneplus 9r
Taken on : 2024
Device : oneplus 9r
Taken on : 2024
আপনারা কি কখনো খেয়াল করেছেন পেপে ফুলের ও একটি সুবাস রয়েছে? ঐদিন পেঁপে ফুলের এই ফটোগ্রাফি করতে গিয়ে বিষয়টি খেয়াল করেছিলাম।
খামখেয়ালি মধ্যে দিয়ে ফটোগ্রাফিটি করা। এখানে ছোট ফুল গুলো কে ছিড়ে পানিতে এনে ভিজিয়ে রেখেছি যাতে ফুলগুলো তাজা থাকে।
Device : oneplus 9r
Taken on : 2024
সকলকে ধন্যবাদ ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
কুল গাছে এখন ফুল হওয়ার সময় এটা আমার স্মরণে ছিল না। অনেক ভালো লাগলো আপনার ধারণাম করা এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো। মনের মধ্যে আনন্দ থাকলে ভালো লাগা ভালোবাসা থাকলে খামখেয়ালিতে ফুল ছেড়া হয়ে যায়।
আসলেই টানা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া একেবারে শীতল হয়ে গিয়েছে। ভারী বর্ষণের কারণে যাতে কোথাও কোনো ক্ষতি না হয়,সেই কামনা করছি। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। পেঁপে ফুলের সুবাস আমি কখনো পাইনি। ছাঁদের মেঝেতে থাকা নয়নতারা ফুলগুলো দেখতে আসলেই দারুণ লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি আর পেঁপে ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।
আসলে ভাই আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। বিশেষ করে আমার ছাদের উপরে সেই নয়নতারা ফুলের ফটোগ্রাফিটা অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও আপনি প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখানে আমাদের কিছু করার নেই বললেই চলে। প্রকৃতির এমন অবস্থা চলতেই থাকবে। কখনও গরম আবার কখনও এইরকম টানা বৃষ্টি। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ভাই। ছোট ছোট অবজেক্ট কে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
বাহ ভাইয়া দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল।প্রথম এবং শেষ ফটোগ্রাফি দুইটি বেশি ভালো লেগেছে।নয়নতারা ফুলের ফটোগ্রাফি টিও সুন্দর ছিল,ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ভাইয়া এর আগেও আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি দেখেছি।আপনি কিন্তু চমৎকার ফটোগ্রাফি করেন। প্রতিটি ফটোগ্রাফির ক্যাপচার দারুন হয়েছে। মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।পেঁপে ফুল যদিও দেখেছি।তবে এর যে সুন্দর ঘ্রান আছে তা কখনো সুযোগ হয়নি ঘ্রান নেয়ার সামনে থেকে।
সত্যিই অসাধারণ। ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে কুলের ফুল দেখতে খুব ভালো লাগলো। আর এই সময়ই এই ফুলগুলো হয়ে থাকে। তাছাড়া পেঁপে দেখে দেখে ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।