সড়ক দুর্ঘটনা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৯ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




car-ga28030bde_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদার বেশ ঠান্ডা। সকালে বৃষ্টি হয়েছে মুষলধারে । যার কারণে আজ সকালে বেশ ভালো একটি ঘুম হয়েছে। আর তাই আজ ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়ে গিয়েছে। যদিও আজ সকালে আমার বাহিরে একটু কাজ ছিল তাই ঘুম থেকে উঠার একটু তাড়াতাড়ি কথা ছিল। তবে কি আর করার এমন একটি ঠাণ্ডা পরিবেশে গভীর ঘুম হবে এটাই তো স্বাভাবিক।

যাই হোক, আমার সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনকার একটি কাজ হচ্ছে মোবাইল নিয়ে বসে পড়া। প্রথমে মোবাইলে নিয়ে কিছুক্ষণ এক্সচেঞ্জ সাইডে বিভিন্ন কয়েনের দাম দামগুলো দেখিনিই। আসলে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি বিষয়ক কাজ করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । এরপর discord গিয়ে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে কিনা। এরপর ফেসবুকে কিছুক্ষণ সময় ব্যয় করি।


crash-g8d7cd2996_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

প্রতিদিনকার মত আজও ঠিক এসব কাজগুলো করছিলাম কিন্তু ফেসবুক হঠাৎ করে একটি নিউজ চোখে পড়ল। আর এমন একটি মর্মান্তিক সংবাদ পেয়ে মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে।

চট্টগ্রামের বায়েজিদ লিং রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে । বাবার মোটরসাইকেলে চড়ে মেয়ে কলেজে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মেয়ের মাথা। বাবা সামান্য আহত হলেও ঘটনাস্থলেই নিহত হয় মেয়ে। নিহত সন্তানের বাবা ঘটনাস্থলেই বসে হাউমাউ করে কাঁদছে তার সন্তানের জন্য। কি থেকে কি হয়েছে তা বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গিয়েছে । মেয়ে চট্টগ্রামের নাসিরাবাদ ওমেন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। সন্তানের এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না বাবা। আসলে সত্যি যে এটি মেনে নেওয়া কোন বাবার পক্ষেই সম্ভব নয়।

আমাদের দেশে প্রতিনিয়ত বিভিন্নস্থানে এমন সব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। কিছু ঘটনা হয়ত আমরা বিভিন্ন টিভি নিউজ কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি। আর বেশিরভাগ ঘটনাগুলোই আমাদের অগোচরে থেকে যায়।

মানুষ মরণশীল মানুষের মৃত্যু হবেই এটাই সত্য। তবে এমন হঠাৎ মৃত্যু গুলো মেনে নেওয়া খুবই কষ্টকর। আজকের এই দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কাছে ব্যাপারটি কতটা বেদনাদায়ক হতে পারে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটি জলজ্যান্ত প্রাণ কিভাবে ঝরে গেল।

আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই সড়ক দুর্ঘটনার বেশিই ঘটছে। আসলে বৃষ্টির পানিতে রাস্তাগুলো ভিজে হয়ে যায় যার কারণে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

যাই হোক, সকাল-সকাল এমন একটা ঘটনা শোনার পর থেকে মনটা কিছুটা খারাপ। আসলে এসব মর্মান্তিক ঘটনা গুলো আমাকে খুব ব্যথিত করে।

যাই হোক, সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইল ও ভালোবাসা রইলো। আপনারা সকলে নিরাপদে থাকবেন সচেতন থাকবেন। আল্লাহাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দুর্ঘটনার কথা শুনলেই হৃদয় কেঁদে ওঠে। কারণ দুর্ঘটনায় অনেক প্রিয় জন হারিয়ে যায়। বাবা মেয়ের সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা শুনে সত্যি অনেক খারাপ লেগেছে। সেই মুহূর্তটি মনে করলেই হৃদয়ের মাঝে হা করে উঠছে। না জানি সেই বাবার কতটা কষ্ট হয়েছে। তার মেয়েকে শেষ রক্ষা করতে পারেননি তিনি। দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে এই কামনাই করি সব সময়। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

সন্তানের এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না বাবা। আসলে সত্যি যে এটি মেনে নেওয়া কোন বাবার পক্ষেই সম্ভব নয়।।

আসলে কোন বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব হয় না এমন মৃত্যু তার সন্তানের। আপনার বর্ণনা করা ঘটনাটি পড়ে গা শিহরে উঠলো। মেয়েটির জন্য দোয়া রইল আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।।

 2 years ago 

বর্তমানে সড়ক দুর্ঘটনার পরিমান অনেকটা বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত মর্মান্তিকভাবে মানুষ মৃত্যুবরণ করছে সত্যিই এ সকল দৃশ্য দেখলে বা শুনলে নিজের মধ্যেই অনেকটা ভয় এবং খারাপ লাগা কাজ করে ।গতকাল আমাদের বাড়ির পাশেও মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে সত্যি সেটা হৃদয়ের স্পর্শের সৃষ্টি করেছে এই ধরনের দুর্ঘটনা কোন মা-বাবা মেনে নিতে পারে না ।

 2 years ago 

একজন বাবার সামনে তার সন্তানের মৃত্যু সত্যিই মর্মান্তিক। আসলে এই দুর্ঘটনা গুলোর কারণে কত পরিবার তাদের প্রিয় মানুষগুলোকে হারিয়েছে তার কোন হিসাব নেই। প্রতিদিন বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে। আর আমাদের চারপাশের মানুষগুলোই তাদের প্রিয়জনকে হারাচ্ছে। সত্যি বিষয়টি খুবই বেদনাদায়ক।

 2 years ago 

আসলে সব সময় বৃষ্টির অপেক্ষায় থাকি কিন্তু আমার এখানে তেমন বৃষ্টি হয় না। আপনারও ওখানে বৃষ্টি হয়েছে দিয়ে তবে আবহাওয়া টা ঠান্ডা ছিল এজন্য হয়তো ঘুম ভালো হয়েছে। আর ভাই যে আজকে এই সড়ক দুর্ঘটনার কথা বললেন ভাই এটা পড়ে আসলে খুবই খারাপ লাগলো। আসলে কোন বাবার সামনে যদি সন্তান এভাবে মারা যায় কোন বাবা মেনে নিতে পারে না। ধন্যবাদ আপনাকে এই ঘটনাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি কথা বলতে আমাদের সবারই একদিন মারা যেতে হবে। তবে হঠাৎ একজন চলে যাওয়াটা একদম মেনে নেওয়া যায় না। আজকে আমি এই নিউজটা ফেসবুকে দেখতেছিলাম সকালে। বাপ যেন পাগল হয়ে গেছে মেয়ের জন্য। আসলে দেখে খুব খারাপ লাগলো। বলার কোন ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি। আসলে দুই দিনের দুনিয়ায় মানুষের জীবন এর কোন গ্যারান্টি নাই। উপর আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।

 2 years ago 

এই রোড দিয়েই বেশিরভাগ সময় যাতায়াত করা হয়।ভাবলেই কেমন যেনো খারাপ লাগা কাজ করে।ভিডিওটি দেখেছি,লোকটার আহাজারি অসহ্যনীয়।

 2 years ago 

আমি দেখলাম এই নিউজ টা।আসলে একটা সময় আমরা মানুষরা কত অসহায় হয়ে পরি।যাই হোক মেয়েটার আত্মার মাগফিরাত কমনা করি।আর বাবাকে ধৈর্য্য ধারন করার ক্ষমতা দেক।ধন্যবাদ

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67334.81
ETH 3235.43
USDT 1.00
SBD 2.64