চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘোরাঘুরি পর্ব -১

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৪ ই আষাঢ় | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে চট্টগ্রামের বাণিজ্য মেলায় ঘুরাঘুরি কিছু মুহূর্ত শেয়ার করব।




1656392212460.jpg

মাস খানেকের মত হয়ে এল, চট্রগ্রামে বানিজ্য মেলা শুরু হয়েছে। এই মাসের ৩ তারিখে মেলা শুরু হয়েছিল। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটার অবস্থান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর পরেই। অনেকদিন ধরেই যাব যাব বলে আর যাওয়া হচ্ছিল না। ওইদিকে মেলাও প্রায় শেষের দিকে চলে এসেছে। তাই চিন্তা করলাম কালকে বের হই, সকালে কমিউনিটির সকল কাজ শেষ করে রাখলাম যাতে, বিকেলে পুরোটা সময় মেলাই ঘুরতে পারি।

গতকাল বিকেল ৩ টার সময় বের হলাম মেলার উদ্দেশ্যে, চিরাচরিত সে আগের নিয়মেই মেলা এবার ও অনুষ্ঠিত হচ্ছে চট্রগ্রামের বিখ্যাত মাঠ পলোগ্রাউন্ডে, আমার বাসা থেকে পলোগ্রাওন্ড এর দূরত্ব একেবারে নেহাত কম নয়, বেশ ভালই দূরে, লোকাল বাসে যেতে ঘন্টাখানেকের মতো লাগে। এছাড়া যেহেতু ওয়ার্কিং ডে রাস্তায় তাই প্রচন্ড জ্যাম ও ছিল। যাহোক মেলাই পৌঁছাতে পৌঁছাতে ঘন্টা খানেকের মতো সময় লেগে গেল।

গত বছর করোনার কারণে মেলা আনুষ্ঠিত হই নিই। যার কারণে এবার সবাই আগ্রহের সাথে অপেক্ষা করছিল মেলার জন্য। তাই এবার একটু ভীড় হবে এটাই স্বাভাবিক।

মেলার মুখে শুরুতে ঢুকতেই সেই চিরাচরিত নিয়মে অনেক হকারের দেখা পেলাম রাস্তার দুই পাশে। যার মধ্যে ছিল ছোট বাচ্চাদের খেলনা, চটপটির -ফুচকা দোকান এবং অন্যান্য অনেক নাস্তার দোকান।

এরপর হকারের দোকান ফেলে মেলার মেইন গেইট এ গিয়ে দেখি এ এক বিশাল কাজ কারবার।
মেলাই ঢুকার জন্য যে টিকেট কাউন্টার আছে, সেখনে ব্যাপক ভিড়, তবে এখানে আরেকটা বিষয় লক্ষ করলাম টিকেট কাউন্টারে ছেলেদের লাইন গুলোতে বেশি ভিড়, মহিলদের জন্য যে লাইন আছে ওখানে তেমন ভিড় নেই। এতে করে একটা বিষয় সহজে বোঝা গেল যে মেলাই মেয়েদের তুলনায় ছেলেদের আনাগোনাই বেশি। যাইহোক লাইনে ৪-৫ মিনিট অপেক্ষা করে আবশেষে টিকেট পেলাম।

IMG_20220626_173556-01.jpeg

IMG_20220626_174029-01.jpeg

IMG_20220626_174009-01.jpeg

IMG_20220626_174116-01.jpeg

IMG_20220626_174111-01.jpeg

টিকেট নিয়ে মেলার এন্ট্রি গেইট দিয়ে প্রবেশ করলাম, মেলার এন্ট্রি গেইট টা অনেক সুন্দর ভাবে বাঁশ দিয়ে একটা আকৃতি তৈরি করে সাজিয়েছে, যেটা দেখতে বেশ ভাল লাগল। প্রতিবারের ন্যায় এবার ও দেশী বিদেশী অনেক স্টল দেখতে পেয়েছি মেলাই।

দেশের নামকরা শীর্ষ কিছু ব্যান্ড ও এই মেলাই স্টল দিয়েছে, যেমনঃ মার্কস, গাজী গ্রুপ, আর এফ এল ইত্যাদি।

IMG_20220626_174258.jpg

IMG_20220626_174147.jpg

IMG_20220626_174107.jpg

IMG_20220626_175151.jpg

IMG_20220626_174536.jpg

এছাড়াও মেলাই আমাদের চট্রগ্রামের নামকরা কিছু রেস্টুরেন্টে ও তাদের স্টল দিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ কাচ্চি ডাইন, হাজীর কাচ্চি বিরিয়ানি। এই দুটি রেস্টুরেন্ট মুলত চট্রগ্রামে কাচ্চি বিরিয়ানির জন্য বেশ বিখ্যাত।

IMG_20220626_180037.jpg

IMG_20220626_175400.jpg

IMG_20220626_175344.jpg

IMG_20220626_184011.jpg

এছাড়াও মেলাই আরেকটি আকর্ষণীয় ব্যপার হল ছোটদের জন্য পার্ক, মেলার একপাশে বিশাল একটা জায়গা জুড়ে শিশুদের জন্য পার্কের মত করে অনেক সুন্দর ভাবে সাজানো, যেখানে শিশুদের বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে।

IMG_20220626_175615.jpg

IMG_20220626_175554.jpg

IMG_20220626_175819.jpg

IMG_20220626_175533.jpg

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাই ঘুরাঘুরি প্রথম পর্ব, এই পর্যায়ে শেষ করছি। ২য় পর্বে মেলা থেকে কি কি কেনাকাটা করলাম আর খাওয়া-দাওয়া করলাম এই নিয়ে থাকবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে অনেক সুন্দর একটি মুহূর্তের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

সম্প্রতি আমার এখানেও বাণিজ্য মেলা শেষ হয়ে গেল। মাঝে মাঝে মেলায় ঘুরতে গেলে খুব ভালোই লাগে। তবে এইবার দুই বছর পর মেলার আয়োজন হওয়াতে সবাই একটু বেশি উচ্ছ্বসিত ছিল। আপনার ওখানকার মতো আমাদের এখানে মেলার পরিধি অত বিশাল নয়। মেলায় এন্ট্রি নেওয়ার জন্য সাজানো বাঁশের গেটটি আমার কাছে অসাধারণ লেগেছে। আরে স্টলগুলোও দেখে খুব ভালো মনে হচ্ছে। এখন শুধু অপেক্ষা আপনি মেলায় কি কি কিনেন আর খাওয়া-দাওয়া করেন।

 2 years ago 

২য় পর্বে মেলা থেকে কি কি কেনাকাটা করলাম আর খাওয়া-দাওয়া করলাম এই নিয়ে থাকবে।

বাণিজ্য মেলায় কাটানোর প্রথম পর্বের মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো। আশা করছি দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের মাঝে শেয়ার করবেন। বাণিজ্য মেলায় প্রবেশের গেট আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছে। বাঁশের তৈরি এই গেটের মাঝে ভিন্নতা আছে। দেখতে অনেক ভালো লাগছে। এছাড়াও বিভিন্ন রকমের খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনার আয়োজন দেখে অনেক ভালো লাগলো। কিছুদিন আগে আমার শহরেও বাণিজ্য মেলা হয়েছে। আপনার শহরের বাণিজ্য মেলায় ঘোরাঘুরির মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য। সেইসাথে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ❤️❤️

 2 years ago 

আমাদের এদিকেও বাণিজ্য মেলা হচ্ছে আর গতকাল মায়েদুল ভাইয়ের ওখানকার মেলা নিয়েও একটা পোস্ট দেখেছি।
সত্যি বলছি,এই দুই মেলার থেকেই হাজারগুণ ভালো আর দৃষ্টিনন্দন ডেকোরেশন ছিল আপনার এই মেলায়।রাজকীয় একটা ভাব ছিল।
ফটোগ্রাফি গুলোও ছিল চোখ ধাধালো।দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম

 2 years ago 

ঢাকার বাণিজ্য মেলা থেকে চট্টগ্রামের বাণিজ্য মেলা ডেকোরেশন টা এবার বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। এবার আমাদের ঢাকার বাণিজ্য মেলায় ডেকোরেশন আমার কাছে ভালো লাগেনি। মেলার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। নিশ্চয়ই খুব সুন্দর সময় পার করেছেন। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া। মেলার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

একটা বিষয় সহজে বোঝা গেল যে মেলাই মেয়েদের তুলনায় ছেলেদের আনাগোনাই বেশি।

ভালো লজিকতো ভাই। তবে আমার মনে হয়, মেয়েরা সন্ধ্যার দিকে আসবে। তাই তখন ভিড় ছিলো না। হাহাহা, আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছিলো আমিও মনে হয় বানিজ্য মেলায় ঢুকে গেছি। আপনার ফটোগ্রাফি গুলো পারফেক্ট ছিলো।

মেলায় শিশুদের বিনোদনের জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো। আর আমার বেশি ভালো লেগেছে মেলায় এন্টি গেইট। এটা সত্যি অনেক আকর্ষনীয় ছিলো। ভাই দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

এটা সব মেলায় ঢুকার টিকিট কাউন্টারের চিরাচরিত নিয়ম। মেয়েদের লাইন ফাঁকা আর ছেলেদের লাইনে অনেক ভিড়। এর কারণ মেয়েরা কম আসে তা না কিন্তু। মেয়েদের সাথে যে ছেলেরা আসে তারাই লাইনে দাঁড়ায়। আমি চট্টগ্রাম থাকতে একবার এই বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আপনার পোস্টটি পরে পুরনো স্মৃতি মনে পরে গেল ভাইয়া।

 2 years ago 

বেশ কয়ক বছর আগে ঢাকার বানিজ্য মেলায় গিয়েছিলাম। ঢাকাতে থেকেও সময়ের অভাবে প্রতিবার যাওয়া হয়ে উঠে না। আপনাদের চট্টগ্রামে বানিজ্য মেলার সুন্দর কিছু ছবি ও মেলায় যাওয়ার গল্প শুনলাম আপনার থেকে। মেলায় বাশের তৈরী গেটটি সত্যিই দেখার মতো ছিল। অনেক ধরনের স্টল ও শিশুদের খেলার নানান রকমের জিনিস দেখত পেলাম। ভাল লাগছে। বাসায় বসে বানিজ্য মেলায় ঘুরে আসতে পারলাম আপনার মাধ্যমে। ২য় পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63747.71
ETH 2543.33
USDT 1.00
SBD 2.66