বাস্তব সুখ কোথায়?
আজ- ১৩ ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
মানুষ সারাজীবন সুখের খোঁজ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই চায় সুখী হতে। কেউ ভাবে অনেক অর্থ থাকলে সুখী হওয়া যাবে, কেউ ভাবে খ্যাতি, সম্মান কিংবা ক্ষমতা অর্জন করলেই আসবে সুখ। আবার কেউ ভাবে ভালোবাসা কিংবা সাফল্যের ভেতরেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। কিন্তু সত্যিটা হলো—সুখ কোনো বাইরের জিনিসে নয়, বরং লুকিয়ে আছে আমাদের ভেতরে, আমাদের চিন্তায়, আমাদের মনোভাবের মধ্যে।
ছোটবেলায় আমরা যে আনন্দ পেতাম একটি নতুন খেলনা হাতে পেয়ে, আজও সেই একই আনন্দ পেতে পারি জীবনের ছোট ছোট ঘটনাগুলো থেকে। যেমন সকালের রোদে বসে এক কাপ চা খাওয়া, পাখির ডাক শোনা, বৃষ্টির দিনে জানালার পাশে বসে ভেজা বাতাস অনুভব করা, পরিবারের সঙ্গে একসাথে খাওয়াদাওয়া করা, বা বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া। এগুলোই আসলে প্রকৃত সুখের মুহূর্ত। সমস্যা হলো আমরা এই ছোট ছোট সুখগুলোকে গুরুত্ব দিই না। আমরা ভাবি সুখ মানে বড় কিছু পাওয়া, অথচ সত্যিকারের সুখ লুকিয়ে থাকে ছোট ছোট আনন্দের ভেতরে।
সুখ মানে সমস্যাহীন জীবন নয়। পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। একেকজনের সমস্যা একেক রকম। কেউ অর্থ নিয়ে চিন্তিত, কেউ আবার সম্পর্ক নিয়ে, কেউ স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ। কিন্তু সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয়, বরং সমস্যার মাঝেও হাসতে পারার ক্ষমতা। যে মানুষ অভিমান সত্ত্বেও ক্ষমা করতে পারে, কষ্টের মাঝেও হাসি খুঁজে পায়, ব্যর্থতার পরেও চেষ্টা করে যায়—সেই মানুষই সুখী হতে পারে।
আমরা অনেক সময় ভুলে যাই সুখ কেনা যায় না। টাকা-পয়সা, নাম-যশ, ক্ষমতা এগুলো সুখ এনে দিতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু দীর্ঘস্থায়ী সুখ কখনোই নয়। একজন ধনী মানুষ হয়তো বিলাসবহুল বাড়িতে থাকে, দামি গাড়ি চালায়, কিন্তু তার যদি শান্তি না থাকে তবে সে কখনোই সুখী নয়। আবার একজন সাধারণ মানুষ হয়তো সীমিত আয়ে দিন কাটায়, কিন্তু পরিবারের সাথে শান্তিতে সময় কাটাতে পারলেই সে নিজেকে ধনী মনে করে। তাই প্রকৃত সুখ আসে তৃপ্তি থেকে, কৃতজ্ঞতা থেকে।
কৃতজ্ঞতাই হলো সুখের মূল চাবিকাঠি। আমরা যদি শিখি যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে, তবে জীবনের প্রতিটি মুহূর্তই আনন্দময় হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, আজ আপনি যদি সুস্থ থাকেন, যদি পরিবার আপনার পাশে থাকে, তবে সেটিই হলো বড় সুখ। কিন্তু আমরা এগুলোকে তুচ্ছ ভেবে দেখি না, বরং যা নেই তার পেছনে দৌড়াই। ফলে কখনোই সুখী হতে পারি না।
সুখ খুঁজে পাওয়া যায় অন্যকে সুখী করার মধ্যেও। যখন আমরা কারও কষ্ট লাঘব করি, কারও মুখে হাসি ফোটাই, তখন আমাদের মন ভরে যায়। একটা ছোট্ট সাহায্যও অন্যকে যেমন আনন্দ দেয়, তেমনি আমাদের ভেতরে এনে দেয় গভীর তৃপ্তি। সুখ আসলে ভাগাভাগি করার বিষয়। একা সুখী হওয়া সম্ভব নয়। সত্যিকারের সুখ তখনই পূর্ণ হয় যখন তা আশেপাশের মানুষের সঙ্গে ভাগ করা যায়।
সুখ মানে ভেতরের শান্তি। যখন মন পরিষ্কার থাকে, যখন আমরা কারও ক্ষতি করতে চাই না, যখন আমরা অন্যকে ভালোবাসতে পারি, তখনই আমরা প্রকৃত সুখ পাই। বাইরের জগত যতই ব্যস্ত হোক, যদি ভেতরে শান্তি থাকে তবে জীবন সুন্দর হয়ে ওঠে। এই শান্তি আসে সততা, দয়া, ভালোবাসা আর কৃতজ্ঞতা থেকে।
অনেকে ভাবে ভবিষ্যতে সব ঠিক হলে সুখী হবে—চাকরি পেলেই সুখী হব, বাড়ি কিনলেই সুখী হব, বেশি অর্থ হলে সুখী হব। কিন্তু সত্য হলো সুখ ভবিষ্যতে নয়, সুখ বর্তমানেই। আমরা যদি আজকের দিনটিকে উপভোগ করতে শিখি, তবে আজই সুখী হব। ভবিষ্যতের অপেক্ষায় বর্তমানের আনন্দ নষ্ট করলে জীবনে কখনোই সুখ আসবে না।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR



This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community