ব্রেড টোস্ট তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ22 days ago (edited)

আজ - ৯ই আশ্বিন |১৪৩১ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000040053.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। ব্রেড টোস্ট যেটা আমাদের সকলের খুবই প্রিয় এবং পরিচিত একটি নাস্তা। আগে দেখা যেত প্রায় সময় টিফিন কিংবা বিকেলের নাস্তায় এটি খাওয়া হত। আমার বেশ ভালই লাগে ব্রেড টোস্ট খেতে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটি বানাতেও খুব সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটি খুব সহজে তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের করা এই ব্রেড টোস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচ কুচি ।
  • লবণ।
  • তেল।
  • ব্রেড ।
  • ডিম।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিব।

1000040033.jpg

এরপর প্রয়োজন মত ব্রেড নিয়ে নিয়েছি।

1000040034.jpg

ধাপ-২ঃ


এরপর ডিম ভেঙে নিব এবং ডিমের মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ ও স্বাদ মতো নুন দিয়ে দিব।

1000040035.jpg

1000040036.jpg

ধাপ-৩ঃ


এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মেশিয়ে নিব।

1000040037.jpg

ধাপ-৪ঃ


এরপর ফ্রাই প্যানে তেল গরম করতে দিবো তেল গরম হয়ে গেলে ব্রেডগুলো ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব।

1000040038.jpg

1000040041.jpg

ধাপ-৫ঃ


এপাশ-ওপাশ করে ব্রেডগুলোকে ভেজে নিব।

1000040043.jpg

ধাপ-৬ঃ


দুইপাশ ভাজা হয়ে গেলে তখন এটিকে নামিয়ে নিব।

1000040047.jpg

ধাপ-৭ঃ


গরম গরম আপনার পছন্দ মত যে কোন সস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার ব্রেড টোস্ট।

1000040052.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 22 days ago 

বাহ্! দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। এই রেসিপিটা একেবারে অল্প সময়ে তৈরি করা যায়। তাছাড়া বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। এমন রেসিপি আমিও মাঝেমধ্যে বিকেলে তৈরি করে খেয়ে থাকি। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো বিকেল বেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা কিন্তু আমার মজা লাগে খেতে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি। মাঝেমধ্যে এরকম মজাদার রেসিপি তৈরি করে আমাদেরকে দাওয়াত দিলেই তো পারেন।

 22 days ago 

খুব সহজে সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলেছেন দেখছি। মাঝেমধ্যে বাজার থেকে টোস বিস্কুট নিয়ে এসে ডিম দিয়ে এভাবে মনের মত রেসিপি তৈরি করে খেতে ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার লোভন একটি রেসিপি উপস্থাপন করতে দেখে।

 22 days ago 

ব্রেড টোস্ট তৈরি করে খেতে ভীষণ মজা লাগে। আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। ব্রেড টোস্ট তৈরির রেসিপি দেখে ভালো লাগলো। অনেক সুন্দর করে পরিবেশন করেছেন। নাস্তা হিসেবে পারফেক্ট একটি রেসিপি।

 22 days ago 

ভাইয়া আপনি তো দেখছি আমার অনেক ফেভারিট একটা নাস্তা তৈরি করেছেন। যেটা দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। ব্লেড টোস্ট আমি অনেকবার তৈরি করেছি। আর আমার কাছে খেতেও অনেক ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে এটা একেবারে পারফেক্ট। এরকম নাস্তাগুলো কে না পছন্দ করে। আমি তো খুব পছন্দ করি। এত মজাদার ভাবে এটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখেই ইচ্ছে করছে খেয়ে ফেলতে।

 22 days ago 

মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি দেখে। যে কোন মুহূর্তে নাস্তায় এ জাতীয় রেসিপি গুলো ঝটপট তৈরি করে খেতে ভালো লাগে। এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 21 days ago 

ব্রেড টোস্ট তৈরির রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। ব্রেড টোস্ট রেসিপি আমার অনেক পছন্দের। তবে আপনি অল্প সময়ের মাঝে অল্প উপকরণ দিয়ে খুব সহজে রেসিপি তৈরি করেছেন। লোভনীয় রেসিপি আমাদের মাঝে এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

 21 days ago 

ওয়াও ভাইয়া আপনি লোভনীয় একটি নাস্তার রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 21 days ago 

আসলে এই খাবারটি কিন্তু আমাদের বাড়িতে একদম একটা কমন খাবার। কেননা বিকালে যদি কোন কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই ধরনের খাবার তৈরি করা হয়। যদিও এই খাবারটি তৈরি করতে খুব কম সময় লাগে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। ঠিক আপনি খুব সুন্দর ভাবে এই খাবারের রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.19
ETH 2613.30
USDT 1.00
SBD 2.67