আসছে বছর আবার হবে।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

আজ - ৩১শে জ্যৈষ্ঠ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




balloon-gb4aec5405_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন কাটছে সকালের দিনকাল। আশা করছি ভালই কাটছে। এই তিন দিনব্যাপী বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হ্যাংআউট গুলো নিশ্চয়ই সকলের উপভোগ করেছেন। আমাদের কমিউনিটির এই বিশেষ একটা দিন বিশেষভাবে উদযাপন না করলে কি চলে! মোটামুটি অনেক আগে থেকেই এই বিশেষ হ্যাংআউট গুলোকে ঘিরে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । কিভাবে হ্যাংআউট গুলো কে প্রাণউজ্জ্বল এবং ব্যতিক্রম ও উপভোগ্য করে তোলা যায় সে জিনিসটাই সব সময় মাথায় রাখা হয়েছে। অবশেষে এতো সব পরিকল্পনার এই সবকিছুর সুন্দর একটি অবসান ঘটলো। বলা যায় খুব সুন্দরভাবে সবকিছু হয়েছে। আমি তো এই তিনটি দিন হ্যাংআউটে বেশ উপভোগ করেছি।

আসলে এই যা কিছু আয়োজন সবকিছু আপনাদের ঘিরেই। একটি স্কুল যেমন ছাত্র-ছাত্রী ছাড়া চলতে পারেনা ঠিক তেমনি আপনাদেরকে ছাড়া আমরা অসম্পূর্ণ। আপনারা আছেন বিদায় কমিউনিটিতে এতটা প্রাণউজ্জ্বল। তাই আমার বিচারে দাদার পরের ক্রেডিট কিন্তু আপনাদের ।

এই তিন দিনে আশা করছি সকলে বেশ আনন্দ এবং সেই সাথে নিজেদের ওয়ালেট গুলোকে ভালোভাবে পূর্ণ করতে পেরেছেন। এত এত এয়ার ড্রপ তারপরে ও যদি নিজেদের ওয়ালেট গুলো পূর্ণ করতে না পারেন তাহলে কারো কোন দোষ নেই, ব্যর্থতা কিন্তু আপনাদেরই। হি হি। তবে আমাদের ইউজাররা এই বিষয়ে কেউ ব্যর্থ নয়, সকলের ওয়ালেটে যা দেখলাম মোটামুটি কিছু না কিছু রয়েছেই।

যাইহোক, আজ ভালোলাগা খারাপ লাগা দুটিই কাজ করছে নিচের ভিতর । ভালোলাগার কাজ করছে কারণ এই তিন দিনব্যাপী আয়োজিত হ্যাংআউটাতে খুব সুন্দর কিছু মুহূর্ত কেটেছে আর খারাপ লাগছে এটি ভেবে যে এ সময় গুলো আর ফিরে কখনোই পাবো না।

আসলে সময়ের সাথে কেউ কখনো পেরে উঠে না। সময় চলতে থাকে সময়ের গতিতে। তাকে কেউ থামিয়ে রাখতে পারে না। ভালো সময় গুলো যেমন কেটে যায় খারাপ সময় গুলো ঠিক তেমন ভাবেই কেটে যায়। শুধু থেকে যায় কাটানো সেই সময়ের স্মৃতিগুলো। আমাদের এই তিন দিনের কাটানো মুহূর্তগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে। যেমনটা আমাদের স্মৃতি হয়ে আছে প্রথম বর্ষপূর্তির সেই সময় গুলোর কথা ।

এ দুইটা বছর কিভাবে যেন কাটিয়ে ফেললাম বাংলা ব্লগের সাথে তা ভাবতেই যেন কেমন লাগছে। এই দুইটা বছর সময়টা দীর্ঘ হলেও আমার কাছে কেন জানি এই সময়টা খুবই অল্প মনে হচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিন এই পরিবারের সাথে যুক্ত হয়েছি এরপর কিভাবে কিভাবে যেন একটি বছরও কাটিয়ে দিয়েছি। এরপর আসলো আরো নতুন একটি বছর আর সে বছর টার ও সমাপ্তি ঘটলো। আর আবার শুরু হলো আমার বাংলা ব্লগের নতুন আরেকটি বছর। আশা করা যায় পরবর্তী বছরটাও এভাবে সকলে মিলে একসাথে কাটাতে পারব।

পরবর্তী বর্ষপূর্তিটা দেখবেন চোখের পলকে চলে এসেছে। কেননা ওই যে বললাম সময় খুব দ্রুত পার হয়ে যাই। আর এভাবে দুই তিন চার পাচঁ করে প্রতিটা বর্ষপূর্তি আমরা সকলে মিলে একসাথে পালন করতে চাই।

যাই হোক আজ এই পর্যন্ত আজ আর বেশি কিছু বলছি না। গরমে অবস্থা কাহিল। সকাল থেকে বাসায় লোডশেডিং আর সে সাথে রয়েছে ভাবসা একটা গরম। এ কয়েকদিন ওয়েদারটা খুব ভালো থাকলেও এই গতকাল থেকে আবার শুরু হয়ে গেছে সেই পরিচিত গরম। সকালে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last year 

প্রিয় আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষে, তিন দিনব্যাপী আয়োজিত হ্যাংআউট গুলো দারুণ ভাবে উপভোগ করেছি ভাই। ব্যক্তিগত ভাবে আমি বেশ এনজয় করেছি কারণ আমি প্রথম বার আপনারদের সাথে বর্ষপূর্তি আয়োজনে সামিল হয়েছি। সামনে আমার বাংলা ব্লগের অনেক বর্ষপূর্তি পালিত হবে এই আশাকরি। সুন্দর এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

দেখতে দেখতে কখন যে দুটি বছর পূর্ণ হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যি ভাইয়া সময় বড় দ্রুত চলে যায়। হয়তো এভাবেই সময় চলে গিয়ে আবারো আমরা নতুন বছরে পদার্পণ করব। এই কয়েকদিন দারুন উপভোগ করেছি। নানান রকমের আয়োজনের মধ্য দিয়ে আমরা বর্ষপূর্তি পালন করেছি। পরের বছরের অপেক্ষায় আবারো রইলাম ভাইয়া।

 last year 

সত্যি ই ভাইয়া দেখতে দেখতে বছর পার হয়ে গেলো। এই তিন দিন খুব সুন্দর সময় কাটিয়েছি আসলে।এই দিনগুলো আর ফিরে আসবে না।হয়তো নতুন, আরো ভালো লাগা দিন আসবে। এই দিন আর আসবে না।এটা সত্যি বলেছেন, এয়ার ড্রপে সবাই কম বেশী পেয়েছে।কিন্তু আফসোস আমি giveaway তে কিছুই পেলাম না। 😂 ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95