DIY Event এ আমার আংশগ্রহন ( কাগজের তৈরি ফুল )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ৩০ ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ DIY Event এর পঞ্চম দিন। আর এই পঞ্চম দিনে আমি আমার তৃতীয় প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আজ যে ফুলটি নিয়ে হাজির হয়েছি সেটি বানাতে খুবই সহজ। কিন্তু দেখতে অনেক বেশী সুন্দর। আমার কাগজ দিয়ে নানা রকমের ফুল বানাতে ভালো লাগে। আর এই ফুল গুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘর সাজানো যায়। আমরা চাইলে টাকা দিয়ে দোকান থেকে অনেক সুন্দর সুন্দর ফুল কিনে নিয়ে আসতে পারি। কিন্তু কিনে আনা ফুল আর নিজের হাতে বানানো ফুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিজ হাতে বানানো ফুল গুলোতে যে আনন্দ, যে ভালো লাগা তা কিনে আনা ফুল গুলোর মধ্যে পাওয়া যাবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমি কিভাবে এই ফুলটি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি।


প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ




IMG_20210914_113344.jpg
ছবিঃ কাগজের তৈরি ফুল ।

ধাপ- ১ঃ


  • প্রথমে লাল, হলুদ, নীল রঙের কাগজ লম্বা করে কেটে নেব। এরপর কাগজটির মধ্যে একটি বৃত্ত অঙ্কন করে নেব।

ধাপ- ২ঃ


  • এরপর অঙ্কন করা বৃত্তটিকে কাঁচির সাহায্যে কেটে নেব।

ধাপ- ৩ঃ


  • কেটে নেওয়া বৃত্তটির মাঝ বরাবর ২ ভাগ করে কেটে নেব।

ধাপ- ৪ঃ


  • বৃত্তটির অর্ধেক অংশ নিয়ে ছবির মতো করে তৈরি করে নেব।

IMG_20210914_114940.jpg

IMG_20210913_121428.jpg

IMG_20210913_121406.jpg

IMG_20210913_121449.jpg

ধাপ- ৫ঃ


  • এর পর সবুজ রঙের কাগজ দিয়ে পাতা তৈরি করে নিব।

IMG_20210912_173912.jpg

ধাপ- ৬ঃ


  • টিয়া রঙের কাগজকে মুড়িয়ে মুড়িয়ে ফুলের জন্য ডাটা তৈরি করে নেব।

IMG_20210912_173942.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর ডাটার সাথে পূর্বের তৈরি করে রাখা কাগজগুলো ডাটার সাথে আঠা দিয়ে জোড়া দিব। ঠিক নিচের ছবির মত করে।

IMG_20210913_235925.jpg

ধাপ- ৮ঃ


  • একে একে সবগুলো কাগজ ডাটার সাথে লাগিয়ে দিব।

IMG_20210913_122114.jpg

IMG_20210913_122900.jpg

ধাপ- ৯ঃ


  • সর্বশেষ পূর্বে তৈরি করে রাখা পাতাগুলো ডাটার সাথে লাগিয়ে দিব।

IMG_20210913_123639.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেলে আমার আজকের ফুলটি। ফুলটি দেখতে সুন্দর কিন্তু তৈরি করাটা খুবই সহজ তাই না? আশা করি আপনাদের সকলের কাছে ফুলটি ভালো লেগেছে।

IMG_20210913_123635.jpg

IMG_20210913_235847.jpg

IMG_20210913_124454.jpg

সকলকে ধন্যবাদ।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

সত্যি ভাই নিজের তৈরি যেকোন জিনিসের যেন সৌন্দর্য বেশি হয়। কাগজের ফুলটা খুবই সুন্দর করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা।।

খুব সুন্দর হয়েছে কাগজের তৈরি ফুল।সবগুলো কালার অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।অনেক শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

খুব সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে ভাইয়া কাগজের তৈরি ফুলটি।এটি একদম রজনীগন্ধা ফুলের মতো আঙ্গিক হয়েছে শুধু রঙেরই তফাৎ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

ভাই খুব চমৎকার হয়েছে আজকের বিষয়টি এবং দূর হতে অনেক সুন্দর লাগছে। পড়ার টেবিল কিংবা ড্রয়িং রুমের টেবিল সাজাতে বেশ কার্যকর হবে এটি। ধন্যবাদ।

বাহ ভাই বাহ আপনার কারুকাজের তুলনাই হয়না । আপনি খুব চমৎকারভাবে DIY তৈরি করেন ,আমি লক্ষ করতেছি। তার সাথে বিবরণ গুলো অনেক সুন্দর হয়।

আপনার কাগজের ফুল অনেক সুন্দর হয়েছে ভাই। আমিও কালকে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

অসাধারন হয়েছে ভাই ফুল গুলি ।দেখে ভালোই লাগলো ।

 3 years ago 

এতো সুন্দর লাগছে কি বলব মনে হচ্ছে বাস্তব অসাধারণ ক্রিয়েটিভিটি

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর ভাবে কাগজের তৈরি ফুল বানিয়েছেন, এটি দেখতে সত্যিকারের ফুলের মতো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুব সুন্দর লাগছে ফুল গুলো দেখতে। বিশেষ করে নীল আর হলুদের মাঝে লাল থাকায় সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।

 3 years ago 

অসাধারন ভাবে চিত্র গুলো উপস্থাপন করেছেন ভাইয়া।আমি নতুন একটা কাগজের তৈরি ফুল বানানো শিখলাম।অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 60930.84
ETH 2666.09
USDT 1.00
SBD 2.44