আইসক্রিমের কাঠির সাহায্যে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৬ ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কীভাবে আইসক্রিমের কাঠির সাহায্যে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা যাই তা শেয়ার করব।

এই ওয়ালমেটটি অনেক আগে থেকে বানানো শুরু করেছিলাম কিন্তু সময়ের সল্পতার কারনে শেষ করে উঠতে পারিনি। যাইহোক অবশেষে আজ এটি বানানো শেষ করেছি। আর হ্যাঁ ABB এর মানে হচ্ছে Amar Bangla Blog সংক্ষিপ্ত আকারে লিখেছি। যেহেতু অনেক আগে থেকেই একটু একটু করে বানিয়েছি তাই এখানে কিছু কিছু ধাপের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক এটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।





ছবিঃ আইসক্রিমের কাঠির সাহায্যে ওয়ালমেট।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • আইসক্রিমের কাঠি।
  • গ্লু গান।
  • গ্লিটার পেপার।
  • সুতা।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • আমি প্রথমে কাঠি গুলোকে লম্বা করে সাজিয়ে নিয়েছি।

ধাপ- ২ঃ


  • এরপর গ্লু গান দিয়ে সাজিয়ে রাখা কাঠি গুলোকে অন্য কাঠি দিয়ে জুড়ে দিব। নিচের ছবির মতো করে।

IMG_20210914_180608.jpg

ধাপ- ৩ঃ


  • এরপর গ্লু গান দিয়ে সুতা জুড়ে দিব যাতে দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।

IMG_20210914_180618.jpg

ধাপ- ৪ঃ


  • লাল রঙের কাগজ কে গোল করে কেটে নিব।

IMG_20210917_134522.jpg

ধাপ- ৫ঃ


  • কেটে নেওয়া গোল কাগজটিতে দাগ এঁকে নিব।

IMG_20210917_141252.jpg

ধাপ- ৬ঃ


  • এঁকে নেওয়া কাগজটিকে কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG_20210917_141505.jpg

ধাপ- ৭ঃ


  • কাগজটি কাটা হয়ে গেলে, পেচিয়ে পেচিয়ে ফুল তৈরী করে নিব।

IMG_20210917_141727.jpg

ধাপ- ৮ঃ


  • তৈরী করা ফুলটির মধ্যে পুতি বসিয়ে দিব, সুন্দর এর জন্য। এবং কিছু পাতা বানিয়ে নিব। যদিও আমি পাতার তৈরীর সময় ছবি তুলতে ভুলে গিয়েছিলাম।

ধাপ- ৯ঃ


  • এর পর আমি আমার মন মতো করে ফুল গুলোকে সাজিয়ে নিয়েছি।

IMG_20210919_204847.jpg

ধাপ- ১০ঃ


  • গ্লিটার পেপার দিয়ে আমি A B B অক্ষর বানিয়ে নিয়েছি। এবং এই অক্ষরগুলো কে কাঠি গুলোর সাথে লাগিয়ে দিব।

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল একটি সুন্দর ওয়ালমেট।

সকলকে ধন্যবাদ।

IMG_20210921_115807.jpg

IMG_20210921_115802.jpg

IMG_20210921_115650.jpg

IMG_20210921_115644.jpg

IMG_20210921_115639.jpg

IMG_20210920_114012_BURST001_COVER.jpg

IMG_20210920_113954.jpg

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি ক্রাফট। অনেক ভালো লাগলো আপনার তৈরি করা এই ওয়ালমেট। খুব সুন্দর হয়েছে।

সত্যি আপনার আইডিয়া অনেক সুন্দর আপনি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।আপনারা জন্য শুভকামনা রইল।

ছোট বেলায় যত গুলো আইস্ক্রিম খেয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখলে আইস্ক্রিমের কাঠি দিয়ে একটি ঘর বানানো যেত।
আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আসলেই ভাই সত্যি মুগ্ধ হলাম আমরা এই অপ্রয়োজনীয় জিনিস গুলো ফেলে দিয়ে এবং আপনি এগুলো দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করবেন ।কখনোই ভাবছিলাম না। সত্যিই অনেক সুন্দর ছিল
।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে পরিবেশন করেছেন যা দেখার মত ছিল।

 3 years ago 

আইসক্রিমের কাঠির সাহায্যে ওয়ালমেট দেখতে অনেক সুন্দর লাগছে। আমার অনেক পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরী করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনি আইসক্রিমের কাঠি দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন ধাপে ধাপে ফটোগুলা উঠিয়েছেন এবং সুন্দর করে বর্ণনা করেছেন বিশেষ করে আপনার ওয়ালমেটের লাল ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগছে আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ভাইয়া আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি আপনার ওয়ালম্যাট দেখে আমার খুব ভালো লাগলো। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ।ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। ফুলগুলো খুব সুন্দর করে তৈরি করেছেন ।আইসক্রিমের কাঠি দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়, আমি চিন্তাই করিনি ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ সুন্দর হয়েছে ভাই ।এখন থেকে আইসক্রীম খেয়ে কাঠি ফেলে দিবোনা জমিয়ে এমন ওয়াল মেট বানাবো ।ধন্যবাদ ভাই।

 3 years ago 

এত সুন্দর ওয়ালমেট তাও আবার আইসক্রিমের কাঠি দিয়ে। এখন মনে হচ্ছে আইসক্রিম খাওয়া বাড়িয়ে দিতে হবে কাঠি সংগ্রহ করার জন্য। অনেক সুন্দর হয়েছে ভাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68586.22
ETH 3911.83
USDT 1.00
SBD 3.63