বিকেলের ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ- ১১ই, আশ্বিন , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1664183554256.jpg

কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো। আমি ভালো আছি। আজকের ওয়েদার খুবই বাজে বাহিরে প্রচন্ড রোদ, বৃষ্টির দেখা নেই কয়েকদিন ধরে। লোডশেডিংয়ের মাত্রাটাও আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। গতকাল রাতে তেমন একটি ঘুম হয়নি প্রচন্ড গরম এবং লোডশেডিংয়ে। যার কারণে সকাল থেকে প্রচুর আলসেমি ও একঘেয়েমি লাগছে সকল কাজকর্মে। এছাড়াও এই কয়েকদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটিয়েছি। আর এই ব্যস্ততার কারণ তো আপনার নিশ্চয়ই জানেন। বাংলা উইটনেসড এর সংক্রান্ত বিষয় নিয়ে সত্যিই খুব ব্যস্ত ছিলাম। এমন কি পোস্ট লেখার পেছনে ও খুব বেশি সময় ব্যয় করতে পারেনি। তবে সত্যি বলতে আমাদের সকলের জন্য বড় একটি অর্জন হচ্ছে বাংলা উইটনেস । যাইহোক বাংলা উইটনেস এর সংক্রান্ত কাজগুলো মোটামুটি গোছানো শেষ। তাই ভাবলাম একটু রিফ্রেশমেন্ট এর জন্য বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি।

তাই বিকালের দিকে চিন্তা করলাম আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসা যায় কিনা। দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না বাসার আশেপাশে ঘুরে আসতে চাচ্ছিলাম। আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা নিশ্চয়ই চট্টগ্রাম আগ্রাবাদ জাম্বুরি পার্ক এর কথা শুনেছেন। ওই পার্কটি আমার বাসা থেকে খুবই কাছে। তাই চিন্তা করলাম ওখান থেকে ঘুরে আসা যাক। লোকালে গেলে 5 থেকে 10 মিনিটের মত সময় লাগে। অবশেষে বের হয়ে গেলাম। যেতে যেতে প্রায় সন্ধা ঘনিয়ে এল। গিয়েই দেখি বিশাল এক অবস্থা। পার্কের ভিতরে মানুষ এত গিজগিজ করছে যে ঠিকমতো হাঁটতেই পারছি না । এটার অবশ্য কারণও আছে। আমাদের এখানে আশেপাশে আর এত বড় পার্ক নেই যার কারণে ওখানে সবসময় লোকে-লোকারণ্য থাকে।

যাহোক আজ আমি আপনাদের সাথে পার্কে ঘুরা ঘুরির কিছু ছবি শেয়ার করব। যদিও সন্ধ্যা ঘনিয়ে এসে ছিল যার কারণে ভালোভাবে ছবিগুলো তোলা যায়নি তবুও চেষ্টা করেছি রাতের কিছু ছবি তোলার জন্য। চলুন তাহলে শুরু করা যাক।

বিকালের শেষ সময় তাই পার্কে মানুষের আনাগোনা অনেকটাই বেশি। বেশিরভাগ মানুষই তার প্রিয় বিকাল কাটাতে এখানেই আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এ পার্কে প্রবেশের জন্য কোন টিকিট এর প্রয়োজন হয় না। তাই মানুষের সংখ্যা একটু বেশি থাকে এখানে।

IMG_20220923_180747.jpg



IMG_20220923_180341.jpg

IMG_20220923_180205.jpg

ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তই পার্কের ভিতর বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর পার্কের সৌন্দর্যটা মূলত সন্ধ্যার সময় ফুটে ওঠে বিভিন্ন রংয়ের বাতির আলোকসজ্জায়।

IMG_20220923_180048.jpg



IMG_20220923_183058.jpg

পার্কের ভিতরে রাতের দৃশ্য এটি। পার্কের মাঝে মাঝে বসানো ছোট্ট ওই ল্যাম্প লাইট গুলো জ্বলছে। যা দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগছিল।

IMG_20220923_181424.jpg

IMG_20220923_181013.jpg



IMG_20220923_190452.jpg

পার্কের গেটের বাইরে একজন ফুল বিক্রেতা ভ্যানে করে ফুল গুলো বিক্রি করছিল। যদিও প্রত্যেকটি ফুল খুবই সুন্দর তবে অতিরিক্ত দাম হাওয়ায় কেউ কিনছিল না। ক্রেতারা দেখেশুনে দাম জিজ্ঞেস করে চলে যায়।



IMG_20220923_185706.jpg

পার্কের বাহিরে গেটের পাশেই একটি টং এর দোকানে গরম গরম সিঙ্গারা ভাজি করছিল।আর যেটা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। পার্কে ঘোরাঘুরি করে প্রচন্ড খিদা লেগে গেছিল তাই ওখান থেকে কিছু গরম গরম সিঙ্গারা এবং ঠান্ডা কোক নিই খাওয়ার জন্য । এবং খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যা সাতটার মধ্যে বাসায় ফিরে আসি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

**

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আমাদের জন্য বড় একটি প্রাপ্তি বাংলা উইটনেস। আপনি কয়েকদিন ধরে ব্যস্ত আছেন এটা নিয়ে। এখন কাজ প্রায় শেষ জেনে ভালো লাগছে। চট্রগামের জাম্বুরি পার্কের নাম আমি আজ প্রথম শুনলাম। ভিতরে অনেক সুন্দর পার্কের। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরে সৌন্দর্যটা আরও বেড়ে যায়।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

কিছুদিন দেখেছিলাম লোডশেডিং এর হাত থেকে বেঁচে গিয়েছি। কিন্তু এখন আবার কয়েকদিন থেকেই দেখছি লোডশেডিং একটু বেশি হচ্ছে।
যাই হোক বাংলা উইটনেস এর কাজ‌ সম্পর্কে অবগত নই তবে হাফিজ ভাইয়ার পোস্ট দেখে ভোট দিয়েছিলাম। হ্যাংআউট এ শুনেছি কিন্তু বিষয়টি সম্পর্কে আমি ক্লিয়ার নই। যাই হোক পার্কে খুব ভালো সময় কাটিয়েছেন। বিশেষ করে সিঙ্গারা দেখে আমিও লোভ সামলাতে পারছি না।

 2 years ago 

কয়েকদিন থেকেই বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। তাইতো গরমের মাত্রা বেড়ে গেছে। আর গরম বেড়ে গেলেই লোডশেডিং বেড়ে যায়। যাই হোক ভাইয়া নিজের মানসিক প্রশান্তির জন্য এবং রিফ্রেশমেন্ট এর জন্য মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বেশ ভালো লাগে। আগ্রাবাদ জাম্বুরি পার্কটি সত্যি অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আর গরম গরম সিঙ্গারা ভাজার ব্যাপারটি সত্যি ভালো লেগেছে। কারণ এরকম জায়গায় গিয়ে কোন কিছু না খেলে ভালো লাগে না।

 2 years ago 

ভাইয়া ঠিক বলেছেন আজ প্রচুর রোদ গরম বলতে গেলে একঘেইমি আর অলসতা লাগছে ৷ তবে আপনি বিকেল বেলা আপনার চট্রগ্রাম জাম্বুরি পার্ক নামটি বেশ জনপ্রিয় নাম৷ সেখানে গিয়ে বেশ চমৎকার একটি সময় পার করেছেন ৷ সন্ধা বেলা বেশ মনোরম পরিবেশ ৷ পার্কে তো অনেক মানুষ ঘুরতে আসছে ৷
ভালো লাগলো ভাই আপনার করা ফটোগ্রাফি গুলো ৷
অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলেই বাংলা.উইটনেস আমাদের গর্বের ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।এত বড় প্লাটফর্মে আমারা এতদুর এগিয়েছি এজন্য গর্ব হয়।দাদা এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ।আর জায়গা টা বেশ সুন্দর।প্রত্যেকটি শহরেই এরকম একটি করে পার্ক থাকা অত্যন্ত প্রয়োজন।এতে মানুষ একটু হলেও হাফ ছাড়ার মত পরিবেশ পায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর জায়গাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

জাম্বুরী পার্ক আসলে অনেক সুন্দর হয়েছে। আগে তো গাছগুলো একটু ছোট ছিল এখন বড় হয়ে পার্কের সৌন্দর্য আরো বেড়ে গেছে। শুক্রবার দিন বেশি মানুষ থাকে। সন্ধ্যা হলে লাইটিং করে কৃত্রিম উপায়ের নিচ থেকে পানি উঠে ঐটা বেশি সুন্দর লাগে আমার। এখন ও আছে কিনা জানি না। অনেক মাস হল যাওয়া হয় না। আপনি মনের রিফ্রেশমেন্ট গেছেন। সবকিছু মিলিয়ে সুন্দর মুহুর্ত উপভোগ করছেন।

 2 years ago 

কোথায় গিয়েছেন তা বুঝতে পেরেছি আমি।🤪🤪আসলেই উইটনেস নিয়ে অনেক করেছেন আপনি,তার জন্যে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমাদের দিকেও বেশ গরম পড়ছে তবে লোডশেডিং এখন হয়না বললেই চলে। পার্কে দেখছি বেশ অনেক মানুষ। রাতে পার্কটা যেন আরও সুন্দর লাগছে। এবং শেষ পর্যায়ে তেলে ভাজা সিঙ্গারা। চমৎকার হয়েছে পোস্ট টা ভাই।। রাতে টিকমতো ঘুম না হলে পুরো দিনটাই খারাপ যায়।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74