আজকে আমি সাদামাটা একটি দিন আতিবাহিত করলাম।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২১ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার আজকের সারাদিনের কার্যক্রম শেয়ার করব।



সকাল


সকাল ৯ টার দিকে ঘুম ভাঙলো ভায়ের চিৎকারশুনে। অবশ্য ওর চিৎকার করার যথেষ্ট কারণও রয়েছে। ভোরবেলা উঠে আমি ফ্যান বন্ধ করে দিয়েছিলাম। তাই সে গরমে আর ঘুমাতে পারেনি। ও ভেবেছিলে যে হয়তো কারেন্ট চলে গিয়েছে। কিন্তু পরে যখন বুঝতে পারলো যে আমি ফ্যান বন্ধ করে দিয়েছি। তখন সে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে।


পারে ঘুম থেকে উঠে পরি। এবং ব্রাশ করি। আমার একটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে ব্রাশ মুখে দিয়ে পুরা বাসায় হাঁটাহাঁটি করা। যার কারণে ব্রাশ করতে আমার অনেক সময় লেগে যায়। এরপর নাস্তার জন্য টেবিলে বসলাম কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছিল না। গলাটা ভারি ভারি সর্দি সর্দি ভাব লাগছে। বাসার ছোট থেকে বড় সকলেরি সর্দি। তা আমি কেন বাদ যাবো? তাই আমার ও মনে হয় সর্দি নিয়ে গেল।

IMG_20210905_123434.jpg


যাইহোক নাস্তা না করেই চলে গেলাম রান্নাঘরে নিজের জন্য চা বানাবো বলে।

IMG_20210905_174827.jpg


আগে একটা কথা বলে রাখি আমাদের বাসায় কিন্তু কেউ চা খায় না। এটি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি। শুধুমাত্র যখনই সর্দি-কাশি থাকে তখনই লাল চা খাওয়া হয়। তা না হলে আমাদের বাসায় কখনোই কেউ দুধ চা খাই না। যাইহোক, আজ সকালের নাস্তা রং চা আর খেজুর। আর মনে হয় সুজি ও ছিল।


IMG_20210905_124501.jpg


ছবিঃ টিভি দেখার সময।


নাস্তা করার পর হাতে তেমন কোন কাজ নেই। আসলে আমার প্রত্যেকটা দিনই এভাবে কাটে। যাইহোক এরপর হাতে মোবাইল নিয়ে টিভি দেখতে বসে পড়লাম। আর টিভি দেখার সময় আম্মু কিছু ফল কেটে নিয়ে আসলো গুলো খেলাম।



দুপুর


কিছুক্ষণ পরে দেখি ঘড়িতে ১.৩০ বেজে গেছে। গোসলের সময় হয়ে এসেছে। চিন্তা করতে লাগলাম সে গোসল করবো, না কি করবো না। একবার ভাবলাম করবো না, কারণ সর্দি সর্দি ভাব লাগছে। কিছুক্ষণ পর ভাবলাম, নাহ, করাটা উচিত কেননা কালকেও গোসল করা হয়নি। অনেক কল্পনা জল্পনার পর ভাবলাম যে হালকা গরম পানি দিয়ে গোসল করে নেব। যাইহোক গোসল করে এসে দুপুর ২.৩০ এর দিকে খেতে বসলাম। আজ খেতে বসে দেখছি আমার সব পছন্দের রান্না হয়েছে । অন্য সময় হইলে হয়তো অনেক মজা করে খেতাম। তবে আজকে সর্দি সর্দি ভাব লাগাইয়া কারণে তেমন জিব্বাই কোন স্বাদ নেই।


IMG_20210905_141923.jpg


ছবিঃ আজকের দুপুরের খাওয়ার।


তাই খাবার থেকে উঠে লেবুর খুঁজে গেলাম ফ্রিজের লেবু আছে কিনা সেটা দেখার জন্য। ফ্রিজ খুলে দেখি অনেকগুলোই লেবু আছে। সেখান থেকে একটি লেবু নিয়ে নিলাম। লেবু কাটার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যা বলে বুঝানোর মতো না। আমাদের দেশে অনেক ধরনের লেবু পাওয়া যায়। কিন্তু এই লেবু গুলো কিছুটা ভিন্ন রকম। এগুলোকে বাতাবিলেবু বলা হয়। আর এই লেবু গুলো এক ধরনের মিষ্টি মিষ্টি স্বাদের, গন্ধটা প্রচন্ড তীব্র এবং দেখতেও কিছুটা গোলাকার কমলালেবুর মতো।

IMG_20210905_123943.jpg


যাইহোক পরে লেবু দিয়ে মজা করে খেয়ে ভাত খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করতে মনে হয় তিনটা বেজে গিয়েছিলো।


বিকেল


খেয়ে দেয়ে রেস্ট নিলাম। এরপর বিকেল চারটার দিকে উঠে কিছুক্ষণ বারান্দায় বসে ছিলাম। আসলে বিকেলের দিকে ফ্রেন্ডের সাথে বাহিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে যাওয়া হয়নি। কেননা শরীরের এই অবস্থার মধ্যে অর্থাৎ সর্দি -কাশির মধ্যে বাহিরে না যাওয়াটাই উত্তম। এখন অবশ্য ঘরে ঘরে সর্দি কাশি এসব। সিজন পরিবর্তনের সময়টাতে সকলের এই ধরনের সমস্যা দেখা যায়।


IMG_20210904_123256.jpg


ছবিঃ আজকের বিকেলের নাস্তা ।


আজ বাসায় বিকালের নাস্তা হিসেবে নুডুলস রান্না হয়েছে। আজকের নুডুলসটা এতো মজা হয়েছে যে মনে হয় যেন রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে। আর হে আজকের নুডুলস রান্নার রেসিপিটা আমি রেডি করে রেখেছি সময় করে যেকোনো একদিন আপনাদের সাথে এটি শেয়ার করব। বিকেলের নাস্তা শেষে আমি পোষ্টের লেখার কাজে বসে পড়ি। কারন আমি রাত ৮ টার মধ্যে এই পোস্টেটি পাবলিস্ট করবো।


এই ছিল আমার আজকের সাদামাটা একটি দিনের গল্প।আসা করছি আপনাদের ভালো লেগেছে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

বাহ! দেখেতো বোঝাই যাছে আজকের সারাদিন বেশ মজায় ছিলেন, আর বিকালে মজার খাবার খেয়ে বেশ আনন্দিত। আমারো নুডুলস অনেক পছন্দের, বাড়িতে এণে রাখি অনেক করে। সন্ধার টাইম এ খেয়ে নিই প্রতিদিণ।

 3 years ago 

আপনার আজকের অতিবাহিত দিন সম্পর্কে জেনে ভালো লাগলো।তবে এখন গরমের জন্য ও গলায় সর্দি জমতে পারে।কিন্তু আমি অবাক হয়েছি ভাইয়া যে, এই গরমে আপনি কাল গোসল করেন নি।নুডুলসটি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ তোমার দিনগুলো অবশ্যই খুব আনন্দময় হবে আমার বন্ধু, আমি তোমার পোস্টটি সত্যিই পছন্দ করি শেয়ার করার জন্য ধন্যবাদ
🥰

আপনার কাটানো দিনটি আমার কাছে বনভোজনের মতো লাগছে ভাই।সাদামাঠা দিন হলেও আপনার উপস্থাপনা আমার মন কেড়েছে।আর খাবারের ছবি গুলোর কথা বলতে গেলে জিভের রস মাটিতে পরে যাবে।

অনেক সুন্দর একটা দিনলিপি ছিল ভাই।অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঋতু পরিবর্তন হওয়ার কারণে মনে হয় এখন প্রায় জায়গায় মানুষের সর্দি কাশি হচ্ছে মনে হয় আপনারও তাই হয়েছে। যাই হোক বর্তমান সিচুয়েশন অনুসারে আপনার খুব সাবধানে থাকা উচিত এবং আজকের দিনের মতো এমন ভালো ভালো খাবার খাওয়া উচিত।

 3 years ago 

আপনার ছোট ভাইয়ের রাগ করাটা স্বাভাবিক। এইরকম পরিস্থিতি যে কেউ রাগান্বিত হবে। তবে ভাই আপনার বাড়ির যেহুতু সবার ঠান্ডা জ্বর আছে। আপনি বেশি সমস্যা হলে করোনা পরীক্ষা টা করে নিয়েন। আশাকরি আপনি খুব দ্রুত সুস্থ্য হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

আপনার অতিবাহিত দিনটি পরে আমার সাথে মিল খুঁজে পেলাম। আমি খুবই অসুস্থ এবং গলায় প্রচন্ড ব্যাথা সর্দি কাশি আছে।

 3 years ago 

খুবই চমৎকার সময় পার করেছেন ভাইয়া। আশা করি,সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই❤️

বাহ ভাই বাহ শুধু খাবার খাবার একদিনে এত খাবার খেলে তো খুব দ্রুত মোটা হয়ে যাবেন। দিনটা সাধারন ছিলনা দিনটা ছিল খাবার ময়।

 3 years ago 

ভাই সর্দি, কাশি, তাই একটু খওয়া দাওয়া করে, এনার্জি পাওয়ার চেষ্টা করছি।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন।খাবারের ছবি গুলি ভালো ছিলো।বেশি বেশি ভিটামিন সি খেলে সর্দি কাশিতে উপকার পাবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63149.00
ETH 3156.91
USDT 1.00
SBD 3.85