ঈদ বস্ত্র জামদানি ও শিল্প মেলায় ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ২৯ই চৈত্র , ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



1649745436346.jpg

দেখতে দেখতে কিভাবে যেন রোজা দশটা পার হয়ে গেল। যদিও আজ দশম রোজা চলছে তবে ইফতার করলে শেষ হয়ে যাবে দশটা রোজা। যাইহোক ঈদের আর বেশি দেরি নেই। হিসাব করলে ঈদের আর 20 দিন সময় আছে। তাই এখন থেকে একটু একটু করে শপিং করা শুরু করে দিয়েছি পরিবারের সকলের জন্য। যদিও আমারা ছেলেরা আমাদের শপিং চাঁদ রাতে দিন করে থাকি। তবে পরিবারের অন্য সদস্যের শপিং গুলো একটু আগেই করে ফেলা হয় কেননা ঈদ যত কাছে আসবে শপিংমলে মানুষের আনাগোনা ভিড় তত বৃদ্ধি পাবে। তাই আমরা সবসময় চেষ্টা করি পরিবারের সকল সদস্যের শপিংগুলো আগে সেরে ফেলার যাতে ঝামেলা মুক্তভাবে শপিং করা যায়। এছাড়া গত কয়েক বছর আমাদের ঈদ গুলো কেটেছে একটু ভিন্নভাবে অর্থাৎ ঈদ উপলক্ষে আমাদের কোনো শপিং করা হয়নি। তবে এই বছর পরিস্থিতি একদমই স্বাভাবিক। তাই আসা করছি এবারে ঈদটি একটু ভালোভাবে উপভোগ করার।

যাইহোক, গতকাল পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়েছি টুকটাক কিছু শপিং করার জন্য। কিন্তু রাস্তার পাশে গিয়ে দেখলাম একটি মেলা বসেছে, এমন সময় মেলা বসেছে দেখে সত্যিই অবাক হলাম কেননা সাধারণত এ রমজান মাসে কোন মেলা হওয়ার কথা না। যাই হোক পরবর্তীতে বুঝতে পারলাম এটি কিসের মেলা। এটি হচ্ছে, ঈদ বস্ত্র জামদানি ও শিল্প মেলা। এই মেলা নিয়ে আমার আগে কোন ধরনের ছিলনা।

যেহেতু আমরা মেলার পাশদিয়েই আমরা যাচ্ছিলাম তার পরিবারের সকলকে নিয়ে ঘুরে এলাম মেলার ভিতর। মেলাটি তেমন একটি বড় না স্বল্প পরিসরে গড়ে উঠেছে। মেলাটিতে সম্ভবত ১০- ১২ টি স্টল রয়েছে। তবে মানুষের ভিড় ছিল অনেক। এই মেলাটি চাঁদ রাত পর্যন্ত চলবে।

যাইহোক তো চলুন মেলার ভিতরের পরিবেশ টি আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20220411_124606.jpg

এটি হচ্ছে মেলার ভিতরের প্রবেশদ্বার। আর প্রথমেই বলে রাখি মেলাতে ঢুকতে কোন টিকিট এর প্রয়োজন হয় মেলাটি সম্পূর্ণ উন্মুক্ত।

IMG_20220411_124100.jpg

IMG_20220411_124015.jpg

IMG_20220411_123537-01.jpeg

IMG_20220411_124015-01.jpeg

আমার মনে হয় এই মেলায় সবথেকে আকর্ষনীয় এবং সুন্দর স্টল হচ্ছে এটি। পুরো মেলাজুড়ে মাটির জিনিসের একটি মাত্র স্টল রয়েছে। এই স্টলটিতে বেশ আকর্ষণীয় সব মাটির জিনিস পাওয়া যায়। তবে দামে তুলনামূলক অনেক টাই বেশি।

IMG_20220411_123006-01.jpeg


IMG_20220411_123011-01.jpeg

IMG_20220411_123441-01.jpeg

মেলায় চুড়ি থাকবে না তা কি কখনো হয়। মেলার বেশিরভাগ স্টলে এরকম চুরি দেখতে পাওয়া যায়।

IMG_20220411_123453-01.jpeg

বাচ্চাদের জামা কাপড়ের স্টল। বাচ্চাদের জামা কাপড়ের এরকম বেশ কয়েকটি স্টল ছিল।


IMG_20220411_123455-01.jpeg

মেলায় খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল ছিল। দেখেতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20220411_123942.jpg

এগুলো হচ্ছে মাটির দিয়ে বানানো ফল শাকসবজি আকৃতিতে তৈরি ব্যাংক। দেখতে খুবই সুন্দর লাগছিল ইচ্ছে করছিল সবগুলো কিনে নিয়ে যায় ।

IMG_20220411_124604.jpg

মেলায় ঢুকে হাতের বাম পাশে এই স্টলটি । এখানে সব ছেলেদের জিনিস পোওয়া যায়। কয়েকটি পাঞ্জাবি আমার খুব পছন্দ হয়েছিল তবে অতিরিক্ত দামের কারনে নেওয়া হয়নি।

মেলা থেকে আমার তেমন কিছুই কেনা হয়নি। তবে পরিবারের অন্য সদস্যরা টুকটাক অনেক কিছুই কিনেছে সেগুলো আমি আর দেখাচ্ছি না শুধুমাত্র আমি শখ করে যে মাটির একটি কলমদানি কিনেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই কলমদানি টির দাম দিয়েছে ৮০ টাকা। তবে আমি ৬০ টাকা দিয়ে কিনেছি।

IMG_20220412_122832.jpg

IMG_20220412_122651__01.jpg


Device : oneplus 9r
Taken on : Monday 11-4-2022
W3w Location :https://w3w.co/baffle.reactio..

ঈদ উপলক্ষে আমরা কি কি শপিং করেছি এবং করব তা সবকিছু আপনার সাথে শেয়ার করব। পরবর্তী অন্য কোন ব্লগে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বাহ ভালোই দেখছি শপিং করা শুরু করে দিলেন।
আমাদেরও তাহলে শুরু করে দিতে হবে। তবে যত দেরি করা যায় কাপড়ের দাম কিন্তু ততোই কম পাওয়া যায়। হাহা😁 বড়রা বলে। যাইহোক আমার শপিং কিন্তু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।

তবে আপনার শপিং এর ফটোগ্রাফি চাই কিন্তু। ধন্যবাদ ভাই।

 2 years ago 

দেরিতে কিনলেই যে দাম কম পাওয়া যাবে এই ব্যাপারটির সাথে আমি মোটেও একমত না কেননা কাপড়ের দাম কখনো কমে না বরং আরো বাড়ে।

চেষ্টা করব শপিংয়ের ফটোগ্রাফি গুলো শেয়ার করার।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন?জামদানি ও শিল্প মেলায় খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে মেলায় আপনি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং অনেক কিছু উপভোগ করেছেন। মেলা থেকে আপনি মাটির একটি কলমদানি কিনেছেন দেখে খুব ভালো লাগলো। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন দেখতে দেখতে দশ টি রোজা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। রোজা যত পার হচ্ছে ঈদ তত ঘনিয়ে আসছে। ঈদের শপিং করা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তাই আগে থেকেই যদি ঈদের শপিং করা হয় তাহলে ঝামেলা কমে যায়। আপনি মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। আপনার কেনা কলমদানিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কাটানো মুহূর্ত অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

জামদানি ও শিল্প মেলায় অনেক কিছু উঠেছে ভাইয়া। দেখে খুব খুব খুবই ভালো লাগছে। ইচ্ছে করছে সবগুলো আমি নিয়ে আসি। মাটির তৈরি জিনিসপত্রগুলো বেশি সুন্দর ছিল। ফুলদানি, পার্স, জামা কাপড় সব কিছু অনেক অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন মেলায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মেলার বেশিরভাগটা জুড়েই মেয়েদের জিনিসপত্র।

 2 years ago 

যদিও আমারা ছেলেরা আমাদের শপিং চাঁদ রাতে দিন করে থাকি। তবে পরিবারের অন্য সদস্যের শপিং গুলো একটু আগেই করে ফেলা হয় কেননা ঈদ যত কাছে আসবে শপিংমলে মানুষের আনাগোনা ভিড় তত বৃদ্ধি পাবে।

ভাইয়া এই কথাটি কিন্তু আপনি একদম ঠিক বলেছেন আমরা ছেলেরা সাধারণত চাঁদরাতে নিজেদের জন্য কেনাকাটা করি। তবে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা গুলো একটু আগে থেকেই করে ফেলার চেষ্টা করি। কারণ তাদেরকে নিয়ে শপিংয়ে গেলে সারাদিন যে কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারিনা। আর দিন যত ঘনিয়ে আসছে শপিংমলে মানুষের ভিড় তত বেড়ে যাচ্ছে। আপনি মেলায় অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং সুন্দর একটি কলমদানি কিনেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️

 2 years ago 

আসলেই সেদিন মনে হল প্রথম রোজা করলাম এখনই মনে হচ্ছে দশটা পার হয়ে গেল। আসলে সময় দ্রুত চলে যায়। আপনি আগে থেকে কেনাকাটা করছেন বেশ ভালো লাগলো কারণ বেশি দিন হয়ে গেলে সবকিছু ভালো পাওয়া যায় না। মেলার ভিতর তো সূর্যমুখী ফুলের স্ট্যান্ড টি দেখতে আমার চমৎকার লাগছে। তথাপি দারুন দারুন জিনিস দেখলাম পেলাম অসাধারণ। চুড়িগুলো দেখতে তো অনেক ভালো লাগছে 😍😍

 2 years ago 

বেশ দারুন তো এই মেলাটি ।রমজান মাসে এত সুন্দর একটি মেলা বসেছে দেখে আমার তো যেতে ইচ্ছে করতেছে ভাইয়া ।আর আপনাদের সবার শপিং দেখার অপেক্ষায় রইলাম ।এটা অবশ্য ঠিক প্রথমদিকে লোকজনের ভিড় শপিংমলে একটু কমই থাকে ‌।যাই হোক খুব ভালো লাগলো আজকের পোস্ট।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 2 years ago 

এসব মেলায় ঘুরতে গেলে আসলেই অনেক ভালো লাগে এবং অনেক কিছু কিনতে ইচ্ছে করে। আর আজকে আপনি এই মেলা থেকে চমৎকার একটি কলমদানি কিনেছেন, যেটা দেখতেও আমার কাছে বেশ ভালো লাগছে। আর আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার ভিতরেও এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমার অনেক পছন্দের। আমি যদি মেলায় যেতাম হয়তোবা সেগুলো আমি কিনে আনতাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74