বিশেষ দুইটি দিন আজ।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২১ই, ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




bible-g9c1e9ae5c_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছে সকলে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুইটি বিশেষ দিন নিশ্চয়ই সকলের জানা আছে সেটি। আজ হচ্ছে মুসলিম সমাজে পবিত্র শবে বরাত। মুসলিম সমাজে এই রাতটি খুবই বরকতময় এবং তাৎপর্যপূর্ণ। সারারাত জেগে ইবাদত করা হয় সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি লাভের আশায় । ছোটবেলায় আসলে এই দিনটি পালন করা হতো ঠিক অন্যভাবে। এই দিনে হালুয়া, চালের রুটি অবশ্যই রান্না করা হতো আর প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে তা দেওয়া হতো। কাজিনদের মাঝে কম্পিটিশন চলতে কে কত রাত পর্যন্ত জেগে থেকে ইবাদত করতে পারে। এগুলা অবশ্য খুবই ছোট বেলার কথা এরপরে যখন একটু বড় হয় তখন তো মসজিদে চলে যাওয়া হত এবং ভোর রাতে বাসায় ফেরা হতো। যাইহোক সময়গুলা আসলে তখন খুব সুন্দর ছিল।

যাইহোক, আপনাদের তো শুরুতেই বলেছিলাম আজ দুটি বিশেষ দিনের কথা একটি তো বললাম আর অন্যটি হচ্ছে - স্বাধীন দেশ অর্জনের অনুপ্রেরণাকারী সেই ঐতিহাসিক সাতই মার্চ এর ভাষণের দিন আজ। আজ থেকে প্রায় বাহান্ন বছর আগে বর্তমানে সোহরাওয়ার্দীউদ্যান এর অনুষ্ঠিত এক সম্মেলনে সে বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত সেই ভাষণের মধ্যে দিয়ে তিনি বাঙালিকে স্বাধীনতার অর্জনের অনুপ্রেরণা জুগিয়েছেন। বাংলাদেশসহ পুরো পৃথিবীর ইতিহাসে মার্চের এই ভাষণটি সম্মানীয় একটি স্থান অধিকার করে রয়েছে। ৭ই মার্চ এর এই ভাষণটিকে ইউনেস্কো "ডকুমেন্টারি হেরিটেজ" অর্থাৎ বিশ্বপ্রামাণ্য ইতিহাস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও বেশ অনেকগুলো ভাষায় এই ভাষণটিকে সংরক্ষিত করা হয়েছে।

যাইহোক আমাদের বাসার পাশে দুইটা স্কুল রয়েছে। জানালায় দাঁড়ালে মোটামুটি স্কুলগুলো দেখতে পাওয়া যায়। তাই আজ সকালে ঘুম থেকে উঠেই শুনতে পেলাম সেই মার্চের সে ভাষণের রেকর্ডটি। আসলে স্কুলে ওই রেকর্ডটি বাজানো হচ্ছিল। মাইকের অস্পষ্ট আওয়াজগুলোতে খুব ভালোভাবে কথাগুলো শুনতে না পেলেও মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে কি বলা হচ্ছে। যেহেতু ছোটবেলা থেকেই এ সকল বিষয়গুলোর সাথে অবগত তাই অনুধাবন করা যাচ্ছে খুব সহজেই।

আসলে আমি মনে করি আমাদের দেশ যতই খারাপ হোক না যতই দুর্নীতির বিরাজমান হোক না কেন স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আমাদের উচিত দেশপ্রেমী হওয়া। যত যাই হোক এইদেশ অর্জনের জন্য আমাদের বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে।

এখনকার জেনারেশনে বাচ্চাদের মধ্যে এই সকল ইতিহাস এবং ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। কেননা তারা এখন ধীরে ধীরে বাঙালি সে ঐতিহাসিক ঐতিহ্য এবং সংস্কৃতি থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। কথায় আছে আজকে প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাই আজকের প্রজন্ম যদি এই সকল ইতিহাস সম্পর্কে অবগত থাকে তাহলে তাদের পরবর্তী প্রজন্ম ও এসব বিষয়গুলো সম্পর্কে অবগত থাকবে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধীরে ধীরে এই সকল ইতিহাস সংস্কৃতি গুলো আবর্তিত হতে থাকবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last year 

আসলেই আগে তো হলুয়া বানানোর ধুম পরে যেত।প্রতিবেশীদের বাসায় নানা রকমের হালুয়া দিয়া আসা হতো,আবার প্রতিবেশীরাও পাঠাতো।সারারাত কে কত রাকাত নামাজ পড়েছে,তাই হিসাব হত পরের দিন সকালে।আগের দিনগুলোর আর এখনকার দিনগুলো অনেক পার্থক্য। আরেকটা বিশেষ দিন হচ্ছে ৭ ই মার্চের ভাষন।আসলে ছোটবেলা থেকে ভাষন শুনতে শুনতে একেবারে মুখস্থ হয়ে গিয়েছে তাই অস্পষ্ট হলেও বুঝা যায়। ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

আজকের দিনে দুইটি বিশেষ দিন পড়েছে।একটি সবে বরাত,মুসলমানের জন্য এটি একটি বরকতময় এবং তাৎপর্যপূর্ণ দিন।অন্যদিকে ৭ই মার্চের ভাষণ,এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল।আপনি এটা ঠিকই বলেছেন আগে এই দিনে রুটি হালুয়া তৈরির ধুম পড়ে যেতো,সারারাত জেগে ইবাদত।কিন্তু এখনও এটার প্রচলন আছে তবে সেই অনুভূতি আর নেই।কারণ এগুলো খুব ছোট বয়সের কথা।এখনকার প্রজন্মের বাচ্চাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত করা অত্যন্ত জরুরি,আপনার কথায় একমত ভাইয়া।কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

জী ভাই একেবারে ঠিক বলেছেন আজ আমাদের জন্য ছিল দুইটি বিশেষ দিন। এর মধ্যে একটা ছিল জাতীয় দিবস এবং অন‍্যটি ধর্মীয়। এছাড়াও আজ কিন্তু আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের দোল উৎসব।

ছোটবেলা আমিও আমার বন্ধুদের সঙ্গে এইভাবে পাল্লা দিতাম কে কত বেশি সালাত আদায় করতে পারে। আহ কী দিন ছিল অনেক মিস করি ভাই।।

 last year 

ভাইয়া ভাল আছেন আশাকরি। আপনার অনুচ্ছেদটি পড়ে খুব ভাল লাগলো। আজ দুটি বিশেষ দিন। একটি হলো শবে-বরাত।আর অন্য টি হলো ৭ ই মার্চের ভাষন।এই ভাষনে স্বাধীনতার বীজ নিহিত ছিল।খুব তাৎপর্যপূর্ন দুটি দিনের গুরুত্ব তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকের এই দুটি বিশেষ দিন নিয়ে আপনি খুব দারুণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ‌‌। হ্যাঁ শবে বরাতে তো প্রত্যেক বাড়িতে বাড়িতেই হালুয়া রুটি বানানো হয়েই থাকে। যাইহোক ৭ই মার্চের কথা আমার ঠিক মনে ছিল না তবে আপনার পোষ্টের মাধ্যমে মনে পড়ে গেল সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জী ভাইয়া আজকে সব মুসলিমরা পবিত্র শবে বরাত পালন করবে। আগে শবে বরাতের সময় বিভিন্ন মসজিদে যেতাম। এখন ব্যস্ততার জন্য আর তেমন ভাবে ঘুরাফেরাও হয় না। ঠিক ভাবে ইবাদতও হয় না। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67692.69
ETH 3797.88
USDT 1.00
SBD 3.51