হেডফোন নিয়ে বিরম্বনা।
আজ - ২২ই, অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
যাইহোক, আমরা যারা এখানে কাজ করি তাদের খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে হেডফোন। কেননা বৃহস্পতিবার রাতের হ্যাংআউট থেকে শুরু করে মাঝেমধ্যে ছোট খাটো মিটিং এবং মিউজিক শোনা সবকিছুই হেডফোন দিয়ে করা হয়। তাই আমার হেডফোন বিহীন এক মুহূর্ত চলা প্রায় অসম্ভব।
কিছুদিন আগে প্রায় মাস খানেক হবে হয়তো। নতুন একটি হেডফোন কিনেছিলাম ভালো দেখে এবং বেশ দাম দিয়ে। তবে ঢাকা থেকে আসার সময় হেডফোনটা ওখানেই রেখে এসেছি ভুলে। কিন্তু হেডফোন ছাড়া তো আমার এক মুহূর্তও চলে না। তাই কি আর করার তাড়াহুড়া করে নন ব্র্যান্ডের স্বল্প মূল্যের একটি হেডফোন কিনে এনেছি আপাতত কয়েকদিন কাজ চালানোর জন্য। হেডফোনটি দেখে ভেবেছিলাম মোটামুটি কিছুদিন চালানো যাবে দুই এক মাস অন্তত ।
কিন্তু দুই এক মাস তো দূরের কথা ভালো করে দুই এক বারও ঠিক মত চালানো যায়নি । হেডফোনটি আনতে না আনতে এক পাশ নষ্ট হয়ে গিয়েছে সাউন্ড আসছে না আর ও পাশে । আরেক পাশে যা আছে সেটাতে খুব একটা ভালো শোনা যাচ্ছে না। কথায় আছে না সস্তার তিন অবস্থা এ হেডফোনটির ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আড়াইশো টাকার হেডফোন আড়াই দিন ও সার্ভিস দেয়নি। আসলে এই হেডফোনটা যে খুব বেশিদিন যাবে সেটা আমি কখনোই আশা করিনি। কেননা আমি জানতাম ওইগুলো খুব বেশিদিন টিকে না। তবে এটি যে এত দ্রুত নষ্ট হয়ে যাবে তা বুঝতে পারিনি। আসলে খুব তাড়াহুড়ার মধ্যে হেডফোনটি নিয়ে নিয়েছি ভ্যান গাড়ি থেকে। কেননা ঐদিন একটি মিটিং ছিল আর হেডফোনের খুবই প্রয়োজন ছিল। আর তাই আলসেমি করে মার্কেটে না গিয়ে ভ্যান গাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। যদিও বাসায় ওয়ারলেস হেডফোন আছে কিন্তু ওই হেডফোনটির ও একটু সমস্যা রয়েছে। হেডফোনটিতে সাউন্ড খুব ভালোভাবে শোনা গেলেও আমার সাউন্ড গুলো অন্যরা ভালোভাবে শুনতে পায়না। তাই এই ওয়ারলেস হেডফোন দিয়ে কাজ চালানো যাচ্ছিল না।
এছাড়াও ওয়ারলেস হেডফোন গুলা আমার কাছে খুব একটা ভালো লাগে না । কেননা এটি কয়েক ঘন্টা চালানোর পর চার্জ শেষ হয়ে যায় আর বারবার চার্জ দিতে হয়। আর চার্জ দেওয়ার বিষয়টি নিয়ে আমার মধ্যে প্রচুর আলসেমি রয়েছে। আমি সাধারণত আমার মোবাইলে লাল দাগ উঠে যাওয়ার পরে চার্জ দেই। তো চিন্তা করেন আমি কতটা আলসেমি চার্জ দেওয়ার বিষয়টি নিয়ে। আর এই চার্জ দেয়ার বিষয়টির করনেই আমি ওয়ারলেস হেডফোন ব্যবহার করতে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করি না।
যাই হোক, আমি সময় চেষ্টা করি মোবাইলের চার্জার, হেডফোন কিংবা ইলেকট্রনিক্স যে কোন জিনিস ভালো দেখে একবারে কেনার। কেননা এই সকল জিনিসগুলো টিকলে টিকলো না টিকলে দুদিনেই নষ্ট হয়ে যায়। ভালো দেখে না নিলে কখনোই বেশি দিন সার্ভিস দেই না। কথায় আছে না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। তাই আমি মনে করি দশ টাকার দশটা জিনিস না কিনে ১০০ টাকাই একটা জিনিস কিনলেই ভালো।
যাই হোক, আমার জীবনে হেডফোন হারানো কিনবা নষ্ট হওয়ার এ বিষয়টি নতুন নয়। আমি আজ পর্যন্ত কতগুলো যে হেডফোন কিনেছি তার কোন হিসাব নেই। আমার জীবনে সব থেকে বেশি হারিয়ে ফেলা জিনিসগুলো মধ্যে একটি হচ্ছে হেডফোন। আমি কোথাও বাড়াতে যাওয়ার সময় যদি হেডফোন এবং চার্জার সঙ্গে নিয়ে যায় তাহলে সেটি ফেরার পথে আমার আর সাথে থাকে না। যেখানে যায় সেখানেই হেডফোন ফেলে রেখে আসি আর তাই নতুন করে বারবার আমাকে হেডফোন কিনতে হয়। হেডফোন নিয়ে সত্যিই আমি বিরক্ত হয়ে পড়েছি।
যাইহোক আগের হেডফোনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে গতকাল আবার মার্কেটে গিয়েছি নতুন একটি হেডফোন আনতে হয়েছে। এবার অবশ্য দেখে শুনে একটু ভালো দেখেই নিয়েছি। এবার দেখা যাক এটা কতদিন থাকে। তবে আমি শিওর যে এ হেডফোনটা ও আমার কাছে বেশিদিন থাকবে না। হয় আমি এই হেডফোনটা হারিয়ে ফেলবো না হয় নষ্ট হয়ে যাবে।
তো এই ছিল আমার হেডফোন নিয়ে বিড়ম্বনা এবং নতুন হেডফোন কেনার অনুভূতি। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। অন্য কোনদিন অন্য কোন বিষয় নিয়ে হাজির হব। আল্লাহাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
সবাই মনে হয় এমন।হেড ফোন আর চার্জার কথা মনে থাকে না,আর না হয় হারিয়ে যায়।ভাইয়া মেয়েদের তো চুলের ব্যন্ড আর ক্লিপ হারিয়ে যায়🤣🤣।যাই হোক ওয়ারলেস হেডফোন গুলো কানে দিলে আমার কান ব্যথা করে😉।আর হ্যা জিনিস যেটা বেশি ভালো, দাম তার একটু বেশি,কম দাম দিয়ে বারবার কেনার চেয়ে বেশি দাম দিয়ে একটা কেনাই বেশ ভালো।সমস্যা হারিয়ে যে যায়।
হ্যাডফোন হারিয়ে ফেলার অভ্যাস আমারও রয়েছে। আমার কাছেও বেশ কয়েকটি হেডফোন রয়েছে, তবে খুব যে দামী তা বলবো না। কিন্তু বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। দশটা কেনার থেকে একটি কেনা ভালো, এই কথার সাথে আমি একমত ভাই। আপনার হেডফোন দীর্ঘ সচল থাকুক দোয়া করে দিলাম। কিন্তু হারিয়ে গেলে কি আর করা 🤓
ভাইয়া আপনি তবুও মোবাইলে লাল দাগ ওঠার পর চার্জ দেন আর আমি তো অফ হওয়া পর্যন্ত অপেক্ষা করি 😅😅। যাইহোক ভাইয়া হেডফোন সত্যি অনেক গুরুত্বপূর্ণ। হেডফোন নষ্ট হলে অনেক ঝামেলায় পড়তে হয়। আপনি যেহেতু ঢাকায় আপনার ব্যবহৃত হেডফোনটি ফেলে এসেছেন তাই বেশ ঝামেলার মধ্যে পড়েছেন। তবে আড়াইশো টাকা দিয়ে কেনা হেডফোনটি মোটামুটি ভালো হওয়ার কথা ছিল। আমিতো গত এক বছর আগে দুশো টাকা দিয়ে একটি হেডফোন নিয়েছিলাম এখনো ভালো আছে। যাইহোক ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক কিছুই জানতে পারলাম। এবারের হেডফোনটি যেন ভাল হয় এই দোয়াই করি।
আমার আবার এটা হয়না।দুনিয়া ভুলে গেলেও হেডফোন আর চার্জার ভুলি না।আবার এই কথা লিখলাম বলে,আমার সাথে এই ঘটনা না ঘটলেই হয়।আমার ও একই মত,ইলেকট্রনিকস জিনিষগুলো দাম দিয়ে কেনাটাই ভালো।তবে আড়াইশো টাকার এই হেডফোন গুলা কিন্তু মার্কেট থেকে কিনলে এতোটাও বাজে হয়না।
হেডফোন না হলে সত্যি অনেক ঝামেলা হয়ে যায়। আমার আবার হেডফোন হারায় না, শুধু প্যাচ লেগে যায়। আমি যতই তাদের আলাদা রাখি না কেন। 😂আমার আবার সব ইলেকট্রনিকস জিনিসগুলো বেশ ভাল থাকে। অবশ্য অন্যকারো হাতে গেলে নষ্ট হওয়ার সম্ভবনা অনেক বেড়ে যায়। আপনি ঢাকায় আপনার হেডফোন ফেলে গিয়ে বেশ ঝামেলায়ই আছেন। একটু বেশি দাম দিয়ে ভাইয়া মার্কেট থেকে নিন।
ইলেকট্রনিক্সের জিনিস এরকমই ভাইয়া।যেটা যায় অনেকদিন যায় আবার যেটা যায়না একদিনেই শেষ।আপনার ২৫০ টাকার হেডফোন আড়াই দিন ও গেলনা।তারপরেও সস্তার তিন অবস্থা ঠিক কথাটি।কিন্তু ২৫০ একেবারেই তো কম না।১-২ মাস তো যেতে পারতো।তারপরেও ইলেকট্রনিক্স এর জিনিস ভালো দেখেই কিনা ভালো ।আপনার কথায় একমত ভাইয়া ১০ টাকা দিয়ে না কিনে ১০০ টাকা দিয়ে কেনায় ভালো।যাইহোক ভালো দেখে কিনেছেন নতুন হেডফোনটি এবার ভালোই সার্ভিস দিবে।আগেই এত শিউর😁,যে টিকবেনা বা হারিয়ে যাবে।হেডফোনের জন্য শুভকামনা রইল যাতে অনেকদিন টিকে যায় আর না হারায়।ধন্যবাদ ভাইয়া।