একতা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

আজ ২রা ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষা-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




people-3108155_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমিও ভালো আছি। ভালো না থাকলেও আসলে ভালো থাকার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। ভালো থাকাটা আসলে শরীর এবং মন দুটিকেই বোঝাই। তবে এই দুটিকে একসাথে ভালো রাখাটা সব থেকে বড় দায়। তবে এই ভালো থাকার জন্য আসলে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, অনেক সময় সামান্য কিছুতেই আমাদের ভালোলাগা তৈরি হয় আবার ওই একইভাবে সামান্য কিছুতেই আমাদের মনটা খারাপ হয়ে যায় । অন্যদের কথা আসলে জানিনা অন্তত আমার ক্ষেত্রে তো এই বিষয়টা হয়। আমার ক্ষেত্রে দেখা যায় ছোট্ট একটি খুশির কারণে মনটা একেবারে ভালো হয়ে যায় আবার দেখা যায় একটা সামান্য কারনে মনটা বিষন্নতায় ভরে যায়। ছোট ছোট জিনিস যেগুলো আসলে আমার জীবনে খুব বেশি প্রভাব পড়ে আর ওই বিষয়গুলো নিয়ে কিছুটা মন খারাপ হয়।

যাইহোক অন্য সকল কথা বাদ দিয়ে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, চলুন সে বিষয়টি শুরু করি।

"একতাই বল " নিশ্চয়ই এই কথাটির সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। ছাত্র জীবনেও এই একতাই বল ভাব সম্প্রসারণটি একবারের জন্য হলেও পড়েছি প্রত্যেকেই। এবং এটি পরীক্ষায় কমন ও এসেছে অনেক তাই না! বাস্তব জ্ঞানের জন্য হোক কিংবা না হোক অন্তত পরীক্ষায় কমন পাওয়ার আশায় হলেও প্রত্যেককে এই বিষয়টি নইয়ে পড়া হয়েছে। বই-পুস্তকে তো অনেক পড়েছি কিন্তু বাস্তব জীবনে এ বিষয়টির কতটুকু প্রতিফলন ঘটাতে পেরেছি বলেন তো? আমরা জানি এই একতাই বল কতটা শক্ত বাধন। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও কি আমরা এই বাঁধন তৈরি করতে পারি সব ক্ষেত্রে ? আসলে সত্যি বলতে আমরা এই বাধন সবসময় তৈরি করতে পারি না।

একটি লাঠি একা ভাঙ্গাটা যত সহজ দশটি লাঠি একসাথে ভাঙা ততটা সহজ নয়। এটা আমরা প্রত্যেকেই জানি আর এই দশটি লাঠি একত্র করাই হচ্ছে একতা। কিন্তু আমরা এই দশটি লাঠি একসাথে তৈরি করতে আসলেই পারি না। যদি তা আমরা পারতাম তাহলে আমাদের সুন্দর সুন্দর সব সম্পর্ক বা কর্মকাণ্ড এত সহজে ভেঙ্গে পড়তো না।

বর্তমান জেনারেশনে জয়েন্ট ফ্যামিলিটা অনেকটাই বিলুপ্তির পথে। হয়তো বর্তমানে হাতে গোনা কয়েকটি ফ্যামিলিতে এখন জয়েন্ট ফ্যামিলি রয়েছে। তবে একটা সময় ছিল যখন কিনা জয়েন্ট ফ্যামিলি ছাড়া একটি পরিবার কল্পনাই করাই যেত না, বাপ চাচা জ্যাঠা সবাই মিলে একত্রে থাকা হতো এবং তখন আসলে পরিবারগুলো অন্যরকম এক মিল বন্ধনে গড়ে উঠতো । একজনের পাশে অন্যজন থাকতো এবং তাদের ওই বন্ধন টা ভাঙ্গা ছিল বড় দুষ্কর। তবে এখন মানুষ একক পরিবার হয়ে গিয়েছে যার কারনে পরিবারের মধ্যে আর একতা নেই যে যার ব্যক্তি স্বাধীনতা খুঁজে। আর এই একতা না থাকার ফলে পরিবারগুলো ভেঙে যাচ্ছে।

শুধুমাত্র যে একটি পরিবারে ক্ষেত্রে একতা থাকা প্রয়োজন তা কিন্তু না কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও একতা থাকার প্রয়োজন-অপরিসীম। একতা থাকার ফলে নতুন নতুন আইডিয়া নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন আবিষ্কারের সৃষ্টি হয় । প্রত্যেকের মতামতের আলোকে নতুন এক জিনিসের উদ্ভাবন হয়। কর্মক্ষেত্রের কাজের পরিবেশ সুন্দর হয়। এবং প্রত্যেকের মধ্যে একটা মিল মহব্বত সৃষ্টি হয়। যেটা আসলে খুবই প্রয়োজন এবং এটা একতা ছাড়া কখনোই সম্ভব না। আর একতা থাকার ফলে বাহিরে শত্রুদের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতেও সহজ হয়। তাই সব মিলিয়ে একতা হচ্ছে একটি শক্তি । যে শক্তিটি গড়ে তোলা সত্যিই খুব প্রয়োজন।

যাইহোক আজ এ পর্যন্তই জানিনা বিষয়গুলো কতটুকু সুন্দর ভাবে আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি। তবে চেষ্টা করেছি বিষয়গুলোকে আমার মত করে উপস্থাপন করার। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

একতাই বল। আবার বলা যায় একের লাঠি দশের বোঝা। আর এই একতা কথাটি কিন্তু ভাইয়া খুব গভীর। এই কথার মর্ম না বুঝতে পারায় ভেঙ্গে যাচেছ কত যে যৌথ পরিবার সেটা আর বলার নয়। শুধু যৌথ পরিবারের কথা নয় সমাজ সংসার আর সবক্ষেত্রেই এই একতা শব্দটি অনেক অর্থ বহন করে। বেশ সুন্দর করে সাবলিল ভাষায় বিষয়টি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি টপিক্স নিয়ে আলোচনা করার জন্য।

 last year 

ভাইয়া আপনার মত আমারও একই অবস্থা,ছোট ছোট খুশিগুলো মন ভালো করে দেয় আবার ছোট ছোট দুঃখ মনটা অনেক খারাপ করে দেয়।যাইহোক আসি একতার কথায়,একতা মানুষকে সব রকম সমস্যা থেকে বাঁচাতে পারে। কিন্তু বর্তমান সময়ে হিংসাত্বক মনোভাব থাকার কারণে পরিবার বা সমাজে একতা নেই, তেমনি কর্মক্ষেত্রেও নেই।কে কার আগে যাবে,আগেই উন্নতি করবে এমন মনোভাব থাকার কারণে একতা বিলুপ্তির পথে। দারুণ লিখেছেন ভাইয়া,পড়ে খুব ভালো লাগলো।

 last year 

আজকাল ছোট কিছুতেও ভীষণ মন খারাপ হয়ে যায়। আসলে আমরা কেন জানি বদলে যাচ্ছি। তবে ভাইয়া এটা ঠিক বলেছেন যৌথ পরিবারে বেড়ে ওঠার মাঝে আলাদা রকমের ভালোলাগা আছে। আর বর্তমানে যৌথ পরিবার দেখাই যায় না। ভিন্ন ধরনের একটি পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া।

 last year 

একতাই বল এই ভাব সম্প্রসারণটি আসলেই কমবেশি সবাই পড়েছে। তবে বাস্তব জীবনে এই কথাটির প্রয়োগ খুবই কম। মানুষের মধ্যে একতা এখন নাই বললেই চলে। যে যার মতো চলছে। তবে একতা থাকলে সবদিক দিয়েই সুবিধা। যেকোনো কিছুই মোকাবেলা করা যায় খুব সহজে। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44