বিয়ে বাড়ি ( কাজিনের বিয়ে)।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৩০ই অগ্রাহায়ণ ১৪২৮ , বঙ্গাব্দ | বুধবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




wedding-gd69817c83_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আপনারা যারা আমার গতকালকের পোস্টটি পড়েছেন তারা নিশ্চয়ই জানেন। এই একদিনের মধ্যে আমার কাজিনের বিয়ে হবে। আর বিয়েটা আমাদের বাসা থেকেই হচ্ছে। যদিও বিয়েটা একদমই সীমিত পরিসরে হচ্ছে এখানে শুধুমাত্র আমাদের খুব কাছের আত্মীয়রাই এটেন্ড করবে। এছাড়াও এই বিয়েটা অন্যান্য বিয়ে থেকে কিছুটা ভিন্ন ধরনের হচ্ছে। সাধারণ বিয়ে গুলোর ক্ষেত্রে আমরা দেখি ছেলে পক্ষের লোকেরা ক্লাবে কিংবা মেয়ে পক্ষের বাড়িতে যাই এবং বিয়ের অনুষ্ঠান শেষে ছেলেপক্ষরা বউকে নিজ বাড়িতে নিয়ে আসে। কিন্তু আমাদের এই বিয়ের ক্ষেত্রে নিয়মটা কিছুটা ভিন্ন রকম। কেননা আমরা প্রথমে মেয়েপক্ষের বাড়িতে যাব এবং ওখানে থাকবো তারপরে বিয়ের অনুষ্ঠানে এটেন্ড করব। অর্থাৎ বিয়ের আগে ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ একই বাড়িতে থাকবে। আর এমনটি করার মূল কারণ হচ্ছে দূরত্ব। অর্থাৎ আমাদের বাড়ি থেকে মেয়ে পক্ষের বাড়ি অনেক দূরে। গাড়িতে করে গেলে প্রায় ৮থেকে ৯ ঘণ্টা জার্নি।

আমাদের বাসা থেকে ৩৩৫ কিলোমিটার পাড়ি দিতে হবে টাঙ্গাইল পৌঁছাতে। মানে মেয়েপক্ষের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। তো বুঝতেই পারছেন এতদুর জার্নি করে আসার পর বিয়ের অনুষ্ঠানে এটেন্ড করার টা অনেকটাই কষ্ট কর। তাই আমরা এমন একটি পরিকল্পনা নিয়েছে। যেখানে আমি আগেই বলেছিলাম একদিন মেয়েদের বাড়িতে থাকব তারপরের দিন বিয়ের অনুষ্ঠান করব। এবং পরের দিন বউকে নিয়ে আমরা ব্যাক করব। অবশ্য আমরা একবার চেয়েছিলাম আমাদের এখান থেকে বিয়েটা হোক তবে তাদের এদিকে তেমন কোনো আত্মীয়-স্বজন নেই । তাই সেটি আর করা হলো না। আমাদেরকে যেতে হচ্ছে তাদের বাড়িতে। যদি আমাদের কোন আত্মীয়-স্বজন টাঙ্গাইলে থাকতো তাহলে আমরা তাদের বাসায় উঠতাম। কিন্তু ওখানে আমাদের কোন আত্মীয়-স্বজন নেই। তাই এখান থেকে গিয়ে মেয়ে পক্ষের বাড়িতে উঠতে হচ্ছে। যাই হোক একদিকে মজাই হবে জীবনে প্রথমবারের মত আমরা সকলে টাঙ্গাইলে যাওয়া হবে।


wedding-rings-gd533cfdee_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

এইতো গেলে বিয়েকে ঘিরে সব পরিকল্পনা। এবার আপনাদেরকে বর-কনের সাথে পরিচয় করিয়ে দেই। বর আমার কাজিন সেটা তো আগে বললাম। তার যার সাথে বিয়ে হচ্ছে সে আমাদের পূর্ব পরিচিত। তাদের দুইজনের ৮ বছরের সম্পর্ক। আর এই সম্পর্ক অবশেষে বিয়ের মাধ্যমে পরিপূর্ণ হবে। এই বিয়েটা নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। কিন্তু অবেশেষে দুই পরিবারের সম্মতিক্রমে বিয়েটা হচ্ছে। এবং এতে আমরা সকলে বেশ খুশি।

এটাই ছিল আমার আজকের আলোচনা। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাছি হাতে একদমই সময় ছিল না। রাত ৯ টার পর বাসায় ফিরেছি । এখন অনেক কাজ বাকি রয়ে গেছে। বিয়ের শপিং থেকে শুরু করে নতুন বইয়ের জন্য গিফট কেনা সবকিছু এখনো করে ওঠা হয়নি। আসলে এই বিয়েকে ঘিরে আমি কিছুদিন খুবই ব্যস্ত থাকব।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দোয়া করি বিয়েটার যেনো একদম সবকিছু ঠিকঠাক ভাবে হয় এবং শেষ পর্যন্ত যেনো আপনারা হাসিখুশি থাকতে পারেন। অবশ্যই আপডেট দিতে থাকবেন কিন্তু।

 3 years ago 

দীর্ঘ আট বছর সম্পর্কের পর একটি মিষ্টি প্রেমের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। ভালোবাসা থাকলে দূরত্ব কোন ব্যাপার নয়। যাইহোক আমার মনে হচ্ছে আপনারা বিয়েতে অনেক ইনজয় করবেন কারণ দুই পক্ষের লোকজন একই বাড়িতে থাকবে। খুবই আনন্দ হবে বিয়েতে। ভালোভাবে দুজনের সম্পর্ক পূর্ণতাপাক এবং সুখে শান্তিতে সারা জীবন কাটুক এই কামনাই করি। তাদের জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

দীর্ঘ আট বছরের প্রেম সার্থক হোক আর দুটি পরিবারের মিলন সন্ধি হোক এবং আর কোন ঝামেলা যেন না হয় সেই কামনাই করছি 💖
সবথেকে বড় বিষয় দুই পরিবার আর আপনারা সবাই সুখে আর আনন্দে থাকুন দোয়া রইল 🥀

 3 years ago 

প্রথমে দোয়া ও শুভেচ্ছা জানাই আপনার কাজিনকে ,যে নতুন জীবনে পা দিল যাতে সুন্দর ভাবে এই জীবনটা অতিবাহিত করতে পারে ।তাদের সম্পর্ক টা মেনে নিয়ে বিয়েটা হয়েছে এটা সত্যি তাদের কপাল ।এমন অনেক আছে যে মেয়ের ফ্যামিলি মানতে চায়না ।তখন জীবন কষ্টের হয় খুব ।যাই হক খুব সুন্দর সময় গুলো কাটিয়েছেন ধন্যবাদ ভাই ।

 3 years ago 

বিয়ে বাড়ি মানেই অনেক মজা ও আনন্দ। আর যদি হয় কাজিনের বিয়ে তাহলে আরো বেশি মজা হয়। তবে যেহেতু ছেলে পক্ষ ও মেয়ে পক্ষ একই বাড়িতে অবস্থান করে বিয়ে হবে তাই মজা একটু বেশি হবে। দূরে কোথাও ঘুরতে যাওয়া হবে সাথে কাজিনের বিয়ের মজা উপভোগ করাও হবে। আপনার কাজিন যেন তার ভালোবাসার মানুষকে পেয়ে সুখে থাকে এবং তাদের ভবিষ্যৎ অনেক ভালো হয় এই কামনাই করি ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

বিয়ে মানে আনন্দের বিষয়।তবে এটি একটু ব্যতিক্রম বিয়ে।যাইহোক বিয়ের কার্য ভালোভাবে সম্পন্ন হোক সেই সেটাই কাম্য।আনন্দে কাটান,বিয়ের পরের মুহূর্তের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের সম্পর্কে আবদ্ধ হচ্ছে, জেনে খুবই ভালো লাগলো। নতুন দম্পতির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। দোয়া করি, বিয়েটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সবাই যেন খুব সুন্দর ভাবে আনন্দের সাথে দিনগুলো কাটাতে পারেন। ভাইয়া অনেক অনেক শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের সদস্যদের জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74