আমি চেয়েছিলাম শুধু তুমি ভালো থাকো — আমার থেকে ও বেশি ভালো ।

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)

আজ- ২৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আমি চেয়েছিলাম শুধু তোমার ভালো থাকা। আমার চাওয়া কখনও কোনো দাবি নয়, বরং একটা শান্ত বার্তা — “তুমি যদি ভালো থাকো, তবেই আমার পৃথিবী ঠিক আছে।” আমি চাইনি তোমার সঙ্গে সবসময় থাকতে বা সবকিছু কন্ট্রোল করতে; আমি শুধু চাইতাম তুমি যেন বাঁচো, হাসো, হয়ত আমার থেকেও একটু বেশি শান্তি-পাও। এই ইচ্ছেটা ছিলো স্বর্থহীন, নিঃশর্ত — তোমার আনন্দ হলে আমারও পরিতৃপ্তি।

ভালো থাকা বলতে আমি কোনো পুরস্কার বা বড় অর্জনের কথা বলছি না। আমি ছোট ছোট জিনিসগুলো বোঝাতে চেয়েছি—প্রতিদিন সকালটা ভালো কাটুক, তুমি যদি কোনো ব্যথা বা দুঃখে পড়ো সে ব্যথা হালকা হয়, তুমি যদি নিজের জন্য সময় রাখো, তুমি যদি নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য সাহস পায়। আমি চেয়েছিলাম তুমি নিজের প্রেমে, নিজের খেয়ালেই থাকতে পারো; আর যদি সেই ভালো থাকা আমার থেকে বেশি হয় — আমি কেমন জানি, তাতে আমারও শান্তি আসে।

এই ইচ্ছার মধ্যে ছিলো কিছু আত্মত্যাগও। আমি ঘনঘন বুঝেছি, কাউকে সত্যিই ভালোবাসা মানে তার সুখকে নিজেরে ছেড়ে দেওয়া। আমি চাইতাম তুমি এমন কোনো জীবন গড়ো যেখানে আমার অংশ থাকবে বা না থাকলেও তুমি বাঁচতে পারবে, ভালো থাকবে, ফুলে উঠবে। এটা ছিলো আমার ভালোবাসার পরিণত)) রূপ — অনিশ্চয়তার মধ্যেও তাকে মুক্ত করে দেওয়া।

কিন্তু বাস্তবে ভালোবাসা সবসময় সহজ হয় না। আমি অনেকবার তোমাকে এই ইচ্ছা বলে দিয়েছি; তুমি হয়তো শুনেছ, হয়তো অনুমানও করেছ। তবুও মাঝে মাঝে মনে হত—তুমি যতটুকু ভালো থাকবে, ততটুকু আমি হারাব। কেননা আমার ভালোবাসা তখনই পুরো মনে হতো যখন তুমি আমার কাছেই ফিরে আসো। তবু অধিকাংশ সময় আমি সেই লোভকে দমিয়ে রাখতে পেরেছি — তোমার শান্তিই আমার জন্য বড় ছিল।

আমি শিখেছি—ভালো থাকা কখনোই একধরনের প্রতিযোগিতা নয়। “তুমি আমার থেকে ভালো থাকবে” — এই কথা প্রতিবার বললে অদ্ভুত মনে হতে পারে, যেন আমি আমার কোনো অধিকার ছেড়ে দিচ্ছি। আসলে আমি অধিকার চাইনি। আমি চাইতাম তুমি এমন একজন হও যার জীবন নিজের পায়ে দাঁড়ায়; আর যদি সেই পথ তোমাকে আমার থেকেও বেশি সুখ দেয়, আমি খুশি হব। কারণ ভালোবাসা মানে কেবল পেতে চাওয়া নয়, দিতে চাওয়া ও মেনে নেওয়ারও নাম।

তুমি হয়তো ভাবো—এই ইচ্ছা যদি একতরফা হয়? যদি তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও? আমি নিজেও সেই ভয় পোষণ করেছি। এমনও হয়েছিলো, যখন তুমি তোমার ভালো থাকা খুঁজে নিয়েছো, কিন্তু আমার সাথে যেন তাহলে দূরত্ব বেড়েছে। তখন কষ্টটা চাপা ছিলো, কারণ আমি চাইনি তোমার স্বাধীনতাকে বাঁধি দিয়ে রাখি। তবু এই ধরনের মুহূর্তগুলো আমাকে শেখিয়েছে — ভালো থাকা কখনোই সম্পূর্ণভাবে কেবল এক জিনিস নয়; এটি সম্পর্কের ভেতরেও পুনরাবৃত্তি করে নতুন প্রশ্নপত্র ফেলে—কীভাবে যুগলভাবে সমন্বয় করবো?

আমি চেয়েছিলাম তুমি বেশি ভালো থাকো—এটাই আমার সবচেয়ে পরিষ্কার ইচ্ছা। আর এই ইচ্ছা যখন বাস্তবে রূপ পায়, তখন অনেক নিরাশাও আছে, অনেক প্রশান্তিও আছে। আমি বুঝতে পেরেছি যে ‘বেশি ভালো থাকা’ বলতে বড় কিছুর দরকার নেই; সেটা হতে পারে শান্ত নীরবতা, নিজের কাজকে ভালোভাবে করা, নিজের খেয়াল রাখা, নিজের স্বপ্নকে অনুসরণ করা — সব মিলিয়ে একটা পুরো জীবনের তুলনায় একটু বেশি মধুরতা।

আজও আমি তোমার ভালো থাকার জন্য চাই। আমি চাই তুমি দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোতে সুখ খুঁজো — একটি শান্ত ভোর, কফির নরম গ্লাস, কোনো পুরনো গান শুনে হাসি, বা নিজের কোনো স্বপ্নে একপলক গভীর নিঃশ্বাস। আমি চাই তুমি এমন মানুষ হও যে নিজেকে মূল্য দিতে জানো, নিজের সীমা চিনতে পারো, নিজের প্রতি সদয় হও। আর যদি তোমার এই সুন্দর জীবন আমার থেকেও একটু বেশি থাকে, আমি একেবারেই খামার খুশি হব।

শেষে বলি—আমি চাইনি তুমি আমার মত হয়ে যাও, আমি চাইনি তুমি আমার কৃতিত্বের অনুকরণ করো। বরং আমি চাই তুমি নিজের শ্রেষ্ঠ রূপে বিকশিত হও। আমার ভালোবাসার মর্মটুকু ঠিক এখানে — তোমার স্বাধীনতা, তোমার স্বপ্ন, তোমার শান্তি। তুমি যদি আমার থেকে ভালো থেকো, তাহলে বোঝো — তোমার ভালো থাকা আমার ভালোবাসাকে পূর্ণ করে।

তাই আমি বারবার বলি—আমি চেয়েছি শুধু তুমি ভালো থাকো; আর যদি সেটা সম্ভব হয় আমার থেকে ও বেশি — আমি তাও নিতে রাজি। কারণ তোমার সুখই আমার শান্তি, আর তোমার ভালোই আমার ভালো।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

খুব ভালো লাগলো পোস্টটি পড়ে, যাকে ভালোবাসি তার থেকে দূরে থাকলেও সব সময় চাই মানুষটা যেন ভালো থাকে। তার ভালো থাকায় যেন তাকে ভালোবাসার তৃপ্তি এনে দেয়।

মনের দরজা খুলে খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি,,প্রিয় মানুষটিকে ভালো রাখার আকাঙ্ক্ষা,, আপনি যে তাকে নিজের থেকেও বেশি ভালবেসেছেন তা প্রত্যেকটা লাইনে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে,,,। জীবনটা বড্ড কঠিন কখনো কাছে পেয়ে না পাওয়ার আকাঙ্ক্ষা নিজেকে বড্ড একা করে দেয়।। ভাল থাকবেন খুব সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112946.96
ETH 4184.12
USDT 1.00
SBD 0.86