সবাই সবার জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১লা আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সবাই সবার জন্য এই শিরোনাম এ আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করব।




connect-316638_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আচ্ছা ভাবুন তো! যদি আপনাকে কোন এক জাইগায় একা অনেক দিনের জন্য থাকতে বলা হয়, যেখানে অন্য কোন মানুষ থাকবে না। তাহলে আপনার কেমন লাগবে, নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। কারণ -
মানুষ সামাজিক জীব। মানুষ কখনো একা একা বসবাস করতে পারে না। সেই আদিকাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে আসছে। মানুষ জানে যে দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা কতটুকু। মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করার ফলে একজনের বিপদে আরেকজনকে খুব সহজেই সাহায্য করতে পারে। তাই আদিম যুগ থেকে এখন পর্যন্ত মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে আসছে। সকলে এক সাথে থাকলে যে কোন বিপদের মোকাবিলা করা অনেক সহজ হয়। আদি যুগ থেকেই এখনো পর্যন্ত মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করার কারণেই কিন্তু এক একটি পরিবারের, একটি সমাজ, এক একটি রাষ্ট্র গঠিত হয়েছে। আর এই দলবদ্ধ হয়ে বসবাস করার মাধ্যমে সমাজের মানুষগুলো দেশের মানুষগুলো একত্রিত হয়ে থাকে। মানুষ চাইলেও কখনো একা একা বসবাস করতে পারবে না। কারণ সকলে সকলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই টপিকটি লেখার সময় আমার একটি ছোটবেলায় পড়া গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। তো চলুন গল্পটি ছোট করে আপনাদের সাথে শেয়ার করি।


গল্পটি হচ্ছে, একজন লোক সে ঠিক করে নেয় যে সেই সকলের কাছ থেকে আলাদা বসবাস করবে অর্থাৎ নির্জন কোন জায়গায় যেখানে কোনো লোকজন থাকবে না সে সম্পন্ন একা থাকবে। তাই নির্জন কোন জঙ্গলে সে নিজের জন্য একটি বাড়ি তৈরি করে ওই খানে থাকতে আরম্ভ করে। বাড়িটিতে কিছুদিন থাকার পর সে খেয়াল করল তার একটি গরু প্রয়োজন যাতে সে গরুর দুধ পান করতে পারে এবং গরুটিকে চাষাবাদের কাজে লাগাতে পারে। তাই সে একটি গরু কিনলো। গরু কিনার পর সে খেয়াল করল গরুটিকে দেখাশোনা করার জন্য একটি লোকের প্রয়োজন। তাই সে গরুটিকে দেখাশুনার জন্য একজন রাখাল নিল। রাখাল নেওয়ার পর সে অনুভব করলো রাখাল ও তার খাওয়া-দাওয়ার রান্নার জন্য একজন লোকের প্রয়োজন। তাই সে ঠিক করলো বিয়ে করবে। বিয়ের পর তার অনেক ছেলে মেয়ে হল। আরে ভেবে সে আবারো একটি পরিবার ও লোকজনের মধ্যে থাকতে শুরু করলো। সে তার কথা রাখতে পারেনি, সে একা একা বসবাস করতে পারেনি।


paper-3309829_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

ঠিক ঐ লোকটির মত আমাদের জীবনে পদে পদে বিভিন্ন লোকের প্রয়োজন হয়। তাই মানুষ কখনো চাইলেও কোন অবস্থাতেই একা বসবাস করতে পারে না। আর এই কথাটি হচ্ছে এই গল্পের মূল সারাংশ। আমি এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে গল্পটিকে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে উল্লেখ্য যে, গল্পটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কে বোঝানোর স্বার্থে।আমরা সবাই সবার জন্য এক শ্রেনীর মানুষের সাথে আরেক শ্রেণীর মানুষের গভীর সম্পর্কে জর্জরিত। কেননা একশ্রেণীর মানুষ টাকা দিয়ে কাজ করায়, আর একশ্রেণীর মানুষ টাকা পেয়ে কাজ করে। তাদের এক এক জনের কাজ একেক পদের। যে উচ্চপদে অবস্থান করে সে তার মেধাশ্রমের মাধ্যমে অন্যের সাহায্য বা উপকার করে। আর যারা নিম্নশ্রেনীর মানুষজন তারা তাদের শারীরিক শ্রমের মাধ্যমে অন্যের উপকার করে থাকে। যদি এই নিম্নশ্রেনীর মানুষ জন অর্থাৎ মেথর বা শ্রমিক তাদের কাজটি না করতো তবে কি হতো ভেবে দেখুন তো ? এসকল কঠিন কঠিন কষ্টের কাজগুলো আমাদেরকে করতে হতো।


তাই বলছি আমরা সকলেই সকলের জন্য। একটা প্রবাদ আছে যে, সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে। আমি এ প্রবাদটি মনেপ্রাণে বিশ্বাস করি। আমাদের সকলের একটি কথা ভুলে গেলে চলবে না। একজনের সাহায্য ছাড়া অন্য জন কখনোই কোনো কাজ সম্পন্ন করতে পারে না। সকলে মিলে কোন কাজ করলে সেটি সবসময় সুন্দর হয়। তাই এখানে আমার বক্তব্য হল আমাদের যেহেতু সকলেরই সাহায্য-সহযোগিতা সবসময় প্রয়োজন তাই সকালের সাথে ভাল ব্যবহার ভালো করা, ভালো সম্পর্ক গড়ে তোলা উচিৎ।

তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাই মিলেমিশে সবার বিপদে-আপদে পাশে দাঁড়াবেন।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

পৃথিবীর সূচনালগ্ন থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করছে।প্রকৃতি ও পরিবেশকে নিয়ন্ত্রণে বা বসে আনার জন্য মানুষকে তার নিজস্ব প্রয়োজনে দলবদ্ধ হয়ে চলতে হয়।আমরা কখনই একা চলতে পারি না।আমাদের নৃত্য প্রয়োজনীয় জিনিসের জন্য অন্য কারোর প্রয়োজন হবেই।

আপনার উপস্থাপনা চমৎকার হয়েছে।আপনার পোস্টের মাধ্যমে আরো ভালোভাবে জানতে পারলাম দলবদ্ধ হয়ে বসবাসের প্রয়োজনীয়তা।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমরা সবাই সবার জন্যে, আমরা যদি সবাই সবার জন্যে হয়ে যাই তাহলে এই পৃথিবী কতোই না সুন্দর হতো। থাকতো না কোন মারামারি হানাহানি, চারিদিকে সুখের শান্তি বিরাজ করতো। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। এতো সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

মানুষ একা চলতে পারেনা । আর সেই জন্য সমাজের সৃষ্টি। আবার এরিষ্টটলের মতে যে সমাজে বসবাস করেনা সে পশু না হয় দেবতা। অর্থাৎ সমাজে মানুষ দল বদ্ধভাবে বসবাস করে। দলের সংজ্ঞা হলো কোনো উদ্দেশ্য সামনে রেখে সবাই এক সাথে চলা একে অপর কে সাহায্য করা।
আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ভাইয়া খুব মূল্যবান এবং অর্থবহ একটি পোস্ট লিখেছেন।আমরা সবাই ই সবার জন্য এটা আমরা ভুলেই যাই।আমরা ভুলে যাই যে আমরা যাদের ঘৃণা করছি তাদের ছাড়া আমরা এক কদম ও চলতে পারবোনা।এইযে যেমন যারা মেথর তাদের ছাড়া আমাদের জীবন এ চলা কিন্তু একদম অসম্ভব। আপনি এতো সুন্দর ভাবে সব কিছু লিখেছেন যে পড়েই শান্তি লাগলো।অনেক ধন্যবাদ ভাইয়া।

যতদিন আমরা সবাই সমাজ বদ্ধ ভাবে চলতে পারবো ততদিন আমরা বিপদকে উপেক্ষা করতে পারবো।যখনই আমরা দল থেকে ছিটকে যাবো তখনও বিপদ এসে ঘাড়ে উঠবে।

দলবদ্ধ হয়ে বসবাস করার মাধ্যমে সমাজের মানুষগুলো দেশের মানুষগুলো একত্রিত হয়ে থাকে।

আমরা প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল সেটা মানতে হবে।
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।এটা শিক্ষণীয় পোস্ট ছিল।অনেক ধন্যবাদ ভাই।শুভ কামনা রইলো অভিরাম।

মানুষ সামাজিক জীব। তাই সমাজ বদ্ধ ভাবে ছাড়া কখনও চলা সম্ভব না। একা একা চলা যায় না। অন্যের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যায়। আজকের পোষ্টে আপনে অনেক সুন্দর ভাবে "সবাই সবার জন্য" বিষয়টা তুলে ধরেছেন। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামান রইল ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন মানুষ কখনো একা বাস করতে পারে না । আপনি আপনার প্রত্যেকটি কথায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কথাগুলো আসলে অনেক মূল্যবান সুন্দর পোস্টটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

মানুষ কখুনোই একা কথাও থাকতে পারবে না।কারন মানুষ সামাজিক জিব। সুন্দর একটি বিষয় সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পৃথিবীতে কেউ একা একা বাঁচতে পারে না। একে অপরের উপর সব সময় নির্ভরশীল হতে হয়।"সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে"এই কথাটি একদম সত্যি। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক অনেক মূল্যবান কিছু কথা বলেছেন আজকে আপনি আপনার এই পোস্টের মাধ্যমে। প্রতিটা মানুষ একজন আরেকজনের উপর নির্ভরশীল। একটা মানুষ কখনোই একাকিত্ব ভাবে জীবন যাপন করতে পারে না। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63316.74
ETH 2581.53
USDT 1.00
SBD 2.79