আত্মবিশ্বাস বিষয়ক কিছু আলোচনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৩ ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আত্মবিশ্বাস বিষয়ে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব করব।




man-1784158_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।


আমি আপনাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন উপদেশ মূলক কথা নিয়ে হাজির হয় আজও তেমন একটি উপদেশ মূলক কথা নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে আত্মবিশ্বাস। চলুন তাহলে শুরু করা যাকঃ

আমরা প্রথমেই জেনে নিই আত্মবিশ্বাস কি?


আত্মবিশ্বাস হচ্ছে নিজের প্রতি বিশ্বাস বা নিজের প্রতি আস্থা। আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আত্মবিশ্বাস থাকলে নিজের প্রতি একটা আস্থা জম্ম নেই এবং এটির মাধ্যমে আমরা যেকোনো কাজের অগ্রসর হতে পারি। আসলে আমরা সকলেই আত্মবিশ্বাস শব্দটির সাথে পরিচিত। তাই আমরা জানি এটা আমাদের জীবনের জন্য এটি কতটা জরুরি। আমাদের জীবন চলার পথে নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে সক্ষম না হলে কোন কিছুই করাই আমাদের জন্য সহজ হবে না।


অন্যভাবে যদি আমি এই আত্মবিশ্বাসের সংজ্ঞা দিয়ে থাকি তবে এটি হচ্ছে যে, আমার দ্বারা এ কাজটি করা সম্ভব বা আমি এই কাজটি করতে পারব আমার এমন মনোভাব নিজের মধ্যে তৈরি করে নেওয়াই হচ্ছে আত্মবিশ্বা। এখনকার সময় তো আত্মবিশ্বাসী হওয়া টা খুবই প্রয়োজন। কারণ এই সময়টাতে প্রায় সব ক্ষেত্রেই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বী রয়েছে আর এসব ক্ষেত্রে নিজেকে সেরাটা প্রকাশ করতে হলে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। এছাড়া আত্মবিশ্বাস এর মাধ্যমে মানুষ নিজে নিজেকে চিনতে সক্ষম হয়। আমাদের প্রত্যেকেরই আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন। একটি জিনিস লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো সমাজে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী মানুষেরা সবসময় উঁচু স্থান অধিকার করে রেখেছে।


notebook-5616034_1920.jpg

ছবি এখান হতে নেওয়া হয়েছে।


এছাড়া আত্মবিশ্বাসী লোকদের মধ্যে ভুলগুলো অন্য মানুষের কাছে খুব কমই দৃশ্যমান হয়। তারা তাদের করা ভুলগুলোকে সবসময় এমন কনফিডেন্সের সাথে তুলে ধরে যা অন্য মানুষরা দেখে বুঝতে পারে না। আসলে এটি হওয়ায় প্রয়োজন কেননা নিজের দুর্বলতা বিষয়টি অন্য জনের কাছে প্রকাশ না করায় মঙ্গলজনক কেননা তারা এসব এই দুর্বল বিষয়টি নিয়ে সবসময় আঘাত করবে।


বড় বড় পদের চাকরীর ইন্টারভিউর ক্ষেত্রে বিচারকরা সবসময় আত্মবিশ্বাসী মানুষদের নির্বাচন করে থাকে। কেননা তারা জানে আত্মবিশ্বাসী বা আত্মনির্ভর মানুষরাই একমাত্র পারে যেকোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে। এছাড়া আত্মবিশ্বাসী লোক যেকোনো কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারে। আত্মবিশ্বাস নিজের মধ্যে সব সময় ধরে রাখতে হবে। কেননা আত্মবিশ্বাস এর মাধ্যমে যে কোন পরিস্থিতির সাথে লড়াই করা খুব সহজ। এছাড়া আত্মবিশ্বাস রেখে নিজের মধ্যে থাকা সর্বোচ্চ চেষ্টা করলে সে চেষ্টা সফল হবে।


তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস বিষয়টি গঠন করা প্রয়োজন। আমাদের মধ্যে আত্মবিশ্বাস বিষয়টি খুবই অভাব। যেকোনো কাজের শুরুতে আমরা খুব সহজে হার মেনে যাই।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

আত্মবিশ্বাস হলো সফলতার মূল চাবিকাঠি এবং সেল্ফ কনফেরেন্স থাকাটা খুবই জরুরি। যে কোন বিষয়ে আপনাকে সেল্ফ কনফিডেন্স থাকতে হবে, না হলে সফলতার মুখ দেখতে পাওয়া যাবেনা। সেল্ফ কনফিডেন্স আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবন যাপন করার জন্য, কারো সাথে কথা বলা থেকে শুরু করে জীবনের প্রত্যেক টি ধাপে সেল্ফ কনফিডেন্স অনেক কাজে লাগে। আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাই আসলে আমাদের সবারই সেল্ফ কনফিডেন্স টা থাকতে হবে, তা না হলে বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না জীবনে।

কেউ যদি তার জীবনে সফলতা অর্জন করতে চায় এবং সফলতার সর্বোচ্চ শিখরে পদার্পণ করতে চায় তাহলে তাকে অবশ্যই সবার প্রথমে তার নিজের উপর বিশ্বাস করতে হবে। আত্মবিশ্বাস মানুষকে সফল করে তুলে। অনেক শিক্ষনীয় একটা পোস্ট করেছেন ভাই ধন্যবাদ।

আপনার পোস্ট থেকে অনেক কিছুই শিখলাম।আসলেও আমরা সকলেই জানি যে আত্মবিশ্বাস টা খুবই জরুরি।কিন্তু আমরা একটু হোচট খেলেই যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।মনকে শক্ত করার জন্য আমাদের নিজের আত্মবিশ্বাস খুবই জরুরি।পোস্টটিতে খুব সুন্দর ভাবে সেলফ কনফিডেন্স নিয়ে আলোচনা করেছেন।খুব সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন ভাইয়া।আমাদের নিজেদেরকে আত্মবিশ্বাসী হওয়া উচিত ।কিন্তু এখন মানুষের নিজের প্রতি আত্মবিশ্বাস কোথাও যেন হারিয়ে যাচ্ছে।নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে রাখতে পারলে যেকোনো কাজে সফলতা পাওয়া সহজ হয়।ধন্যবাদ ভাইয়া।

আত্নবিশ্বাস সপলতা পাওয়ার প্রথম ধাপ। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই নিজের প্রতি আত্ন বিশ্বাসী হতে হবে। সব সময় সঠিক ভাবে এগিয়ে যেতে হবে। তা না হলে কোনো কাজে সফলতা পাওয়া যাবে না। আপনে অনেক সুন্দর ভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। এটা আমাদের সবার জীবনে থাকা উচিত। শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

আত্মবিশ্বাস ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্যই। আমরা অনেকে এটাই আন্দাজ করতে পারিনা যে শুধুমাত্র এই আত্মবিশ্বাস এর অভাবের কারণেই আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি।এই আত্মবিশ্বাস এর ব্যাপারটা আপনি খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন ভাইয়া।

 3 years ago 

আত্মনির্ভরশীলতা সাফল্যের চাবিকাঠি। আর এই আত্মনির্ভরশীলতার মূল উৎস আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের জন্য মানুষ অনেক কঠিন কাজ সহজেই করতে পারে। খুব ভালো লিখেছেন ভাই।

আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখলাম ভাই।আমাদের প্রত‍্যেকেরই নিজের প্রতি বিশ্বাস থাকা উচিত।তাছাড়া কোনো ভাবেই সামনের দিকে যাওয়া সম্ভব না। মনের বল ই সব কিছু।ধন‍্যবাদ আপনাকে শিক্ষামুলক একটা পোস্ট শেয়ার করার জন‍্য।

 3 years ago 

আত্মবিশ্বাসী হওয়া টা অনেক গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ এর ক্ষেত্রে আসলেই আত্মবিশ্বাস টাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। তবে আত্মবিশ্বাস তখনই কেবল মাত্র অর্জিত হয় যখন কোন বিষয়ে জ্ঞান সুস্পষ্ট থাকে অন্যথায় আত্মবিশ্বাস অর্জিত হতে কষ্ট হয়।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ন কিছু কথা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31