কর্মফল।

in আমার বাংলা ব্লগ8 months ago



man-2562325_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে কিছুটা কম। ওয়েদারটাও বেশ ভালো। বেশ প্রখর রোদ উঠেছে বাহিরে। শীতকালে দুপুরের রোদ গুলো অনেকটা ভালো লাগে। গ্রীষ্মকালে গরমের সময় যেমন বৃষ্টি পড়লে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যায় এবং ভালো লাগে ঠিক তেমনি শীতকালের রোদ ঠান্ডা ভাবটা কাটিয়ে দিয়ে পরিবেশটা বেশ উষ্ণ করে তোলে। সুন্দর ওয়েদার কিন্তু আমাদের মন ভালো রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। অনেক সময় ওয়েদারের উপর আমাদের মন মেজাজ নির্ভর করে। যদি ও ছোটখাটো এই বিষয়গুলো আমাদের জীবনের খুব বেশি গুরুত্ব দেয়না তারপরেও অনেক সময় জীবনে এই ছোট ছোট অনেকগুলো বিষয় গুলো অনেক সময় বড় ভূমিকা পালন করে।

যাইহোক আজকে আমি আপনাদের সাথে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সে বিষয়টি হচ্ছে- জীবনের কর্মফল।

জীবনের একটি গুরুত্বপূর্ণ থিওরি আছে আর সেটি হল - কোন কাজের পিছনে লেগে থাকো। কোন কাজে যদি লেগে থাকা যায় তাহলে কোন না কোন এক সময় সে কাজটিতে সফলতা অর্জন করা যায়। হাল ছেড়ে দেওয়া মানে কাজের ব্যর্থতা মেনে নেওয়া। জীবনের যদি সত্যি সফলতা অর্জনের ইচ্ছা থাকে তাহলে হাল ছাড়া যাবেনা। যে কোন কাজে লেগে থাকো, কর্ম করে যাও দেখবে এক সময় না এক সময় ঠিকই ফল পাবে।

একটি গাছ রোপন করলে এই গাছটিকে নিয়মিত যত্ন করতে হয়, পানি দিতে হয় আর এভাবে গাছটিকে লালন পালন করে বড় করার পরেই কিন্তু ফল পাওয়া যায়। গাছটি রোপনের সঙ্গে সঙ্গেই কিন্তু ফল পাওয়া যায় না। ঠিক একইভাবে জীবনে আগে কর্ম করে যেতে হবে ফল পাওয়ার আশা পরে করতে হবে।

আজকে গাছ রোপন করলাম আর দুদিন পরে আমি গাছ থেকে ফলের আশা করলাম এ বিষয়টা যেমন অবাস্তব। ঠিক তেমনি আমাদের বুঝতে হবে কাজ করার সঙ্গে সঙ্গে কাজের ফল পাওয়াটা ও অবাস্তব। কাজে লেগে থাকার পরেই তো আমরা অর্জন করতে পারব কিংবা কর্মের ফল আমরা পরে ভোগ করব। জীবনে আগে কর্ম করে যেতে হবে। অনেকে ফল পাওয়ার আশায় কর্ম করে কিন্তু যখন কর্মফল পায়না সঙ্গে সঙ্গে তখনই তারা হাল ছেড়ে দেয় আর হার মেনে নেয়। তারা আর জীবনে এগোতে পারে না।

একটি গাছকে ন্যাচারাল পদ্ধতিতে বড় করার পর যখন সে গাছে ফল ধরে তখন সেই ফল যতটা সুস্বাদু স্বাস্থ্যকর হবে আর যে গাছটা খুবই দ্রুত সার দিয়ে দিয়ে বড় করে ফল ফোলানো হবে ওই ফলগুলোর স্বাদ পুষ্টিগুণ একই থাকবে না। আমাদের জীবনের কর্মগুলো এমন আমরা যদি ধীরে ধীরে কর্মের মাধ্যমে নিজেদের যোগ্যতা তৈরি করি তাহলে এক সময় অনেক ভালো একটি প্রতিদান পাবো। আর যদি তা না করে আমরা দিনে দিনে ফল পাওয়ার আশা করি তাহলে সে ফলটা কখনোই ভালো হবে না। জীবনে কিছু অর্জন করতে হলে, জীবনটাকে ডেভলপ করতে হলে আমাদের অবশ্যই সঠিক পদ্ধতিতে সঠিকভাবে কর্ম করে যেতে হবে। দ্রুত কর্মফল এর আশায় অপকর্ম করলে সেই ফল কখনোই ভালো হয় না।

যাইহোক আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন বিষয় ভিন্ন কোন আলোচনায়। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

কর্মফলের আশায় কর্ম করে গেলে সেটাই কখনো সফলতা পাওয়া যায়না।আমাদের যেকোনো কাজে লেগে থাকতে হবে।তাহলেই এক সময় আমরা কাঙ্খিত ফলটি পাব।কিন্তু আমরা বেশিরভাগই আগে ধৈর্য্য হারা হয়ে পড়ি।গাছের উদাহরণ টি অনেক ভালো লাগলো।আসলেই প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া গাছের ফল আর সার দিয়ে গাছকে বড় করে সেই গাছের ফল দুইটার মধ্যে পার্থক্য আছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

লেখাটি খুবই অর্থবহ।

 8 months ago 

খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন ৷ আসলেই জীবনে সফল হতে চাইলে পরিশ্রম করতে হবে ৷ লেগে থাকতে হবে , হাল ছাড়া যাবে না কোনো ভাবেই ৷ হাল ছেড়ে দেওয়া মানেই ব্যর্থতা মেনে নেওয়া ৷ গাছের উদাহরণ দিয়ে তা আপনি খুবই সুন্দর ভাবে বুঝিয়েছেন ৷ আপনার প্রত্যেকটা কথা আমার ভীষণ ভালো লেগেছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য ৷ আর হ্যাঁ আজকের ওয়েদারটা আসলেই উষ্ণ ৷ তেমন শীত নেই আজ...৷

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমাদের এ ধারে অনেক শীত ভাইয়া।সুন্দর ওয়েদার আমাদের মনকে ভালো রাখতে বড় ভূমিকা পালন করে আপনি ঠিক কথা বলেছেন। অনেক সুন্দর ভাবে আপনি গাছ রোপন করার মাধ্যমে উদাহরণ দিয়েছেন আমাদের প্রতিটা কাজের প্রতি ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হলে আমরা সঠিক সুফল পাব। দিনে দিনে কখনো ফল পাওয়ার আশা করলে আমরা ফল পাবো না তাই, আমাদের কিছু অর্জন করতে হলে জীবনটাকে ডেভলপ করতে হবে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এক লাফে গাছের উপরে উঠা আমার মনে হয় সবচেয়ে বড় বোকামি! যারা ভাবে একদিন কাজ করলেই পরদিন এর ফল পেয়ে যাবে তাহলে সেটা পুরোপুরি ভুল! আমাদের উচিত কা করে যাওয়া এবং নিজেকে ডেভলপ করা। একটা সময় ঠিকই এর প্রতিদান আল্লাহ তায়ালা দিবেন 🌼

 8 months ago 

কর্মফল নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন ভাইয়া। আপনার লেখাগুলো খুব ভালো লাগলো।এটা ঠিক মানুষ তার কর্মফল দ্বারাই একদিন সফলতা অর্জন করে।তাই কোন কাজ এক লাফে যেমন করা ঠিক নয়।তেমনি হাল ছেড়ে দেওয়া ও ঠিক নয়।ধৈর্য ধরে কাজ করতে হবে।প্রতিটি কথাই খুব ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

অনেক মূল্যবান কথাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ভালো লাগলো পড়ে। আপনি ঠিক বলছেন একটি গাছ রোপন করলাম তা যত্ন করে বড় করতে হবে। বড় হওয়ার পরে যে ফল দেবে সে ফলগুলো খুবই সুমিষ্ট হয়। আর খুব তাড়াতাড়ি যখন বড় করার জন্য আমরা সার প্রয়োগ করি। হয় তো গাছ এক পর্যায়ে যেয়ে অনেক বড় হয়ে যাবে কিন্তু ফল দেবে না। যদিও ফল দেবে কিন্তু তার স্বাদ পাওয়া যাবে না। তাই সঠিক সময়ে সঠিক প্রচেষ্টাই আমাদেরকে সময়কে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে সফলতা আনা দরকার।

 8 months ago 

আমি একটা জিনিস সবসময়ই বিশ্বাস করি, সেটা হচ্ছে ভালো কোনো জিনিস শর্টকাট উপায়ে অর্জন করা যায় না। ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আসলে কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায়। ভালো কর্মের ফল অবশ্যই সুমিষ্ট হয়। সুতরাং কোনো কাজে ব্যর্থ হলে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে, মোটকথা লেগে থাকতে হবে। তাহলে সফলতা অবশ্যই অর্জন করা সম্ভব। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কর্মফল এমন এক জিনিস, যেমন কর্ম করা হবে, তেমন ফলই পেতেই হবে। এখন কর্ম ভালো করবে না খারাপ, সেটা ব্যক্তির নিজস্ব চয়েজ। তবে অপকর্ম করলে সেটার ফল কখনো ভালো হয় না, সেটা নিজের এবং নিজের পরিবারের উপরও খারাপ ফল এনে দেয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65