ব্যস্ত থাকাটা আমাদের জীবনে কেন প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২১ই ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ব্যস্ততা কেন আমাদের জীবনে প্রয়োজন এবং এর প্রসঙ্গে বিখ্যাত ব্যক্তিদের উক্তি শেয়ার করব।




office-g9c7d8fa7f_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমরা যারা বিভিন্ন পেশার সাথে জড়িত তারা খুব ভালোভাবে এই ব্যস্ততা শব্দটির সাথে পরিচিত। আমরা মাঝে মাঝে খুব বিরক্ত হয় যখন আমরা ব্যস্ততার মধ্যে থাকি। অনেক সময় মনে করি ব্যস্ততা আমাদের জীবনের অপ্রয়োজনীয় একটি বিষয়। আমরা মনে করি ব্যস্ততা আমাদের শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। আসলে ব্যাপারটা কিন্তু সেটি নয় ব্যস্ত থাকাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেননা একজন মানুষ তখনই সে ব্যস্ত থাকে যখন সে সময়ের সঠিক ব্যবহার করে। আমাদের প্রাত্যাহিক জীবনের অনেক কাজ রয়েছে আর সেই কাজগুলো সময় মতো করতে গিয়ে আমরা মূলত অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি। কেননা আমাদের সময় সীমিত। আর এই সীমিত সময়ের মধ্যে আমরা আমাদের সকল কাজ গুলোকে সামলে নিতে হয়।

আমাদের মত আলস্য জাতির ব্যস্ততা নিয়ে অনেক অভিযোগ। কিন্তু দেখবেন উন্নত দেশের মানুষরা সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। তারা এক মুহূর্ত সময় অপচয় করো না। তারা মনে করে ব্যস্ততা হয়েছে মানুষের জীবনের একটা অংশ। মানুষ যত ব্যস্ত থাকবে তো ভালো থাকবে। কারন ব্যস্ততা মানুষের জীবনের অপ্রয়োজনীয় সব দিক গুলো সরিয়ে দেয়। ব্যস্ততা মানুষদের সময়ের সদ্ব্যবহার করতে শেখায়।


entrepreneur-g29afdd565_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

ব্যস্ততাকে আমারা যদি আমাদের জীবনের একটি অংশ হিসাবে মেনে নিই তাহলে ব্যস্ততা নিয়ে আমাদের কোন অভিযোগ থাকবে না । আমি মনে করি ব্যস্ত সময় পার করাটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। আর কেনই বা ব্যস্ততা আমাদের জীবনে প্রয়োজন তার কয়েকটি কারণ আমি আপনার সাথে চলুন আলোচনা করি-

  • আমরা যখন ব্যস্ত থাকি তখন মানুষের আজেবাজে চিন্তা দূরে থাকে।
  • খারাপ লাগার কারণ গুলো থেকে নিজেকে দূরে রাখা যায়।
  • বিভিন্ন বিষন্নতার হাত থেকে নিজেকে রক্ষা করা যায় ।
  • সময়ের সঠিক ব্যবহার করা যায়।
  • আলস্য দূর করা যায়।

তাই বলছি ব্যস্ত থাকাটা আমাদের জীবনে খুবই প্রয়োজন নিজেকে যথাসম্ভব বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন।


pedestrians-g82693840c_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

তো এবার চলুন ব্যস্ততা নিয়ে বিখ্যাত কয়েকজন মানুষের উক্তি আপনার সাথে শেয়ার করি এবং সেসব ব্যক্তির সাথে আমার কিছু ব্যক্তিগত মতামত আলোচনা করি-

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম স্থানকারি মাইক্রোসফ্ট কর্পোরেশনের এর প্রতিষ্ঠাতা বিল গেটস তাকে তো নিশ্চয়ই আমরা সকলেই চিনি। তার জীবনে এত সফলতার পিছনে রয়েছে কাজের পিছনেই নিজেকে ব্যস্ত রাখা। ব্যস্ততার সম্পর্কে সুন্দর একটি উক্তি রয়েছে সেটি হচ্ছে-

কোনো মানুষ কখনোই ব্যস্ত হবে না। যদি সে সময়ের সঠিক ব্যবহার করতে জানে।

তার এই সুন্দর উক্তি থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনে ব্যস্ত থাকাটাই কতটা প্রয়োজন। এবং ব্যস্ততা আমাদের সময়ের সদ্ব্যবহার করতে শিখায়।

এরপর হেনরি ডেভিড থোরিও তিনি খুব সুন্দর একটি উক্তি বলেন সেটি হচ্ছে -

সফলতা তাদের জীবনে আসবে যারা সফলতার পিছনে নিজেকে ব্যস্ত রাখে।

আসলেই সফলতা পেতে হলে সফলতার পিছনে নিজেকে ব্যস্ত রাখতে হবে।

দুঃখে আছেন? তাহলে ব্যস্ত হয়ে পড়ুন। কেননা এটাই সবচেয়ে সস্তার ঔষধ যা আপনাকে পরিত্রাণ দিতে পারে।
— ডেল কার্নেগি

তার এই সুন্দর একটি উক্তি থেকে আমরা বুঝতে পারে ব্যস্ততা আমাদের দুঃখ কষ্ট ভুলে থাকার একমাত্র ওষুধ।

এসকল বিখ্যাত মানুষ তারা কিন্তু জন্ম থেকে বিখ্যাত ছিল না। তারা বিখ্যাত হয়েছে হয়ে উঠেছে তাদের কর্মের মাধ্যমে। তাদের কর্ম আমাদের কাছে তাদেরকে বিখ্যাত করে তুলেছে। তারা তাদের জীবনের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে বিভিন্ন উক্তি দিয়ে থাকেন। যা আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এইসব বিখ্যাত মানুষের উক্তি থেকে আমরা খুব সহজে বুঝতে পারি ব্যস্ততা থাকাটা আমাদের জন্য কতটা প্রয়োজন।

আমি এখানে বিভিন্ন মানুষের উক্তি এবং ব্যক্তিগত মতামতের আলোকে ব্যস্ত থাকার ভালো দিকগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটুকু বুঝাতে পেরেছি।

তো চলুন আজ থেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। এমন ব্যস্ততা নিয়ে অভিযোগ করা বন্ধ করি।

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
আমাদের ব্যস্ত থাকা সত্যি অনেক প্রয়োজন। আমি নিজেই এর উদাহরণ। এখন সারা দিন ব্যস্ত থাকি ভালো কাজের মাধ্যমে। এখন আর কেউ আড্ডার জন্য ফোন দিলেই যাওয়া হয় না। আজকে বিকেলেও এক ফ্রেন্ড কল দিয়ে দেখা করতে বললো, আমি জানতাম ঔখানে গেলে আজকে আর পোস্ট করা হবে না। তাই আর যাই নাই। বর্তমানে পড়াশোনা আর স্টিমিট নিয়ে ফুল টাইম বিজি আছি। এখন বুঝতেছি, এর আগের সময় গুলো যদি এইভাবে লেগে থেকে কাজ করতাম আরো ভালো কিছু হতো। ভাই আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক অনুপ্রেরণা পেলাম আপনার পোস্ট থেকে। ❣️❣️❣️
 2 years ago 

তাই বলছি ব্যস্ত থাকাটা আমাদের জীবনে খুবই প্রয়োজন নিজেকে যথাসম্ভব বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন।

ভাইয়া আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার জন্য। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এবং নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকা। আমরা যত বেশী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে ততবেশি সময়ের মূল্য বুঝব। আমরা যখনই সময়ের সঠিক মূল্যায়ন করতে শিখব এবং সময়ের মূল্য বুঝব তখনই আমরা নিজের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে সৎ ব্যবহার করব। সময়ের সঠিক ব্যবহার হচ্ছে সফলতার চাবিকাঠি। সফলতা অর্জনের জন্য যেমন প্রয়োজন পরিশ্রম তেমনি প্রয়োজন হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। তাই আমাদের প্রত্যেকেরই ব্যস্ত থাকা উচিত। অনেক সুন্দর করে আপনার গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এ জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

একজন মানুষ তখনই সে ব্যস্ত থাকে যখন সে সময়ের সঠিক ব্যবহার করে।

ভাইয়া আপনি অসাধারণ কিছু কথা আপনার লেখার মাঝে তুলে ধরেছেন। সত্যিই আজকে আপনার লেখা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি আপনার লেখার মাঝে অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। আসলে ব্যস্ততা আমাদের জীবনের একটি অংশ। তবে আমরা যদি আমাদের এই গুরুত্বপূর্ণ সময় গুলোকে কাজে লাগিয়ে ব্যস্ত সময় পার করি তবে সফলতা অর্জন করতে পারবো। কারন ব্যস্ততার মাঝেই সফলতা লুকিয়ে আছে। সফলতা কখনো নিজে থেকে ধরা দেয় না। আমরা যদি আমাদের জীবনের মূল্যবান সময়গুলো ব্যস্ততার সাথে পার করি এবং সময়ের সঠিক ব্যবহার করি তাহলেই সফলতা আমাদের জীবনে আসবে। সফলতা পাওয়ার জন্য সবসময়ই নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোতে ব্যস্ত থাকতে হবে। আর আমরা যদি সঠিকভাবে নিজের সময়ের ব্যবহার করি এবং সঠিক মূল্যায়ন করি তবেই সফল হতে পারবো। সত্যি ভাইয়া আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে আমার। অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো মনে রাখা উচিত এবং সেই অনুযায়ী পথ চলা উচিত। তাহলেই আমরা আমাদের জীবনের সফলতাকে হাতে পাবো। তখন আমরা সফলতার পিছনে ছুটবোনা সফলতাই আমাদের পিছনে ছুটবে। অনেক সুন্দর করে গুছিয়ে প্রতিটি কথা উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗💗

 2 years ago 

পুরো লেখাটা পড়লাম সত্যি অনেক ভালো লাগলো। খুব সুন্দর লিখেছেন আপনি আসলেই আমাদের জীবনের ব্যস্ততা একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া দরকার তবেই সফলতার দেখা পাওয়া সম্ভব।

ব্যস্ততা মানুষের জীবনের অপ্রয়োজনীয় সব দিক গুলো সরিয়ে দেয়

আর এই কথাটি একদম চিরন্তন সত্য ব্যস্ততা মস্তিষ্কের ভেতরের সব খারাপ চিন্তা গুলো কে দূরে ঠেলে দেয়। 🤟🙏

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের ভাল লাগাতেই আমার সার্থকতা।

 2 years ago 

খুব ভাল লিখেছেন ভাইয়া। আর এই ভাবনাটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ। জীবন সত্যিকার অর্থে অনেকভাবে কাটানো যায়। তবে যদি দিক বিবেচনা করি তাহলে অলসভাবে সময় কাটানো আর প্রোডাক্টিভ কিছু করার কথা বলা যেতে পারে। দুই ধরণের মানুষের জীবন যদি শূন্য থেকে শুরু ধরা যায় তারপরেও সময়ের ব্যবধানে এই দুই ধরণের মানুষের জীবনেরও ব্যবধান হয়ে যায়।

খুব সুন্দর একটি বিষয়ে পোস্ট করেছেন ভাইয়া। পরে অনেক ভালো লাগলো। আপনার কথার সাথে সহমত প্রকাশ করছি। ব‍্যস্ত না থাকলে আমরা অলসে পরিনতো হব। ব‍্যস্ত থাকার মাধ্যমে সকল অহেতুক কাজ এরিয়ে চলা যায়। অনেক সুন্দর কথা আপনি শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য। ভালোবাসা অবিরাম ভাইয়া💯🥰

 2 years ago 

দাদা আপনার লেখা গুলোর সাথে আমি একদম সহমত।সত্যিই জীবনে ব্যস্ত থাকাটা খুব দরকার। মানুষের জীবন সবসময় সমান ভাবে যায়না কিন্তু এমন কিছু সময় থাকে বিশেষ করে মন খারাপের সময় গুলো তখন মানুষ অনেকটা ডিপ্রেশনে চলে যায় সেই মুহূর্তে সত্যি নিজেকে কোনো না কোনো কাজের মধ্যেই রাখা উচিত। এছাড়াও কাজের মধ্যে থাকলে মনও অনেক ভালো থাকে। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে বিখ্যাত মানুষের উক্তি গুলো দিয়ে তার সাথে নিজের চিন্তা ভাবনা গুলো লিখে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ দারুন কিছু উক্তি এবং শিক্ষা পেলাম। সত্যি ভাই আমরা ব‍্যস্ততাটাকে বিরক্তির চোখে দেখি। আমরা কখনো কাজে ব‍্যস্ত থাকতে চাই না। এবং যারা সফলতার পেছনে নিরন্তর ছুটে চলে তারাই ব‍্যস্ত থাকে। ব‍্যস্ত থাকা ভালো একটা দিক বলা যায়। এবং বিখ‍্যাত ব‍্যক্তিবর্গের উক্তি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্যস্ত থাকা নিয়ে আমাদের সকলের অভিযোগ থাকলেও ব্যস্ত থাকাটা অত্যন্ত দরকারি একটি বিষয়।কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

 2 years ago 

আসলেই সফলতা পেতে হলে সফলতার পিছনে নিজেকে ব্যস্ত রাখতে হবে।

একদম সঠিক বলেছেন ভাইয়া। জীবনে কিছু করতে হলে, জীবনে সফলতা অর্জন করতে হলে, সেই সফলতার পিছনে আমাদের ব্যস্ত থাকতে হবে। না হলে আমরা কখনই সফলতা অর্জন করতে পারব না। এছাড়াও আমরা যদি ব্যস্ত না থেকে অলস সময় কাটায় তাহলে আমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঢুকে যায় ফলে আমরা একসময় অসুস্থ হয়ে পরবো । তাই আমাদের সকলেরই ব্যস্ত থাকাটা খুবই প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ পোস্ট তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74