বহুদিন পর তাহার দেখা পেল নগরী।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ৫ শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




question-mark-g1ed9fcce8_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

প্রচণ্ড তাপদাহে নগরীর জনজীবন একেবারে অতিষ্ঠ । সবার মুখে মুখে গরমের অতিষ্ঠতা ও তিক্ততার প্রকাশ। কোথাও যেন একফোঁটা শান্তি নেই এই গরমের জালায়। একেতে গরম তার ওপর আবার যোগ হয়েছে লোডশেডিংয়ের ঝামেলা এই যেন এক মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। সারাদেশে বিদ্যুতের প্রচুর সংকট। চাহিদা অনুযায়ী বিদ্যুত সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে সরকার। যার ফলে সারাদেশে অনিয়মিত লোডশেডিং এর হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

যদিও এখন চলছে ভরা বর্ষা মৌসুম। কিন্তু এই ভরা বর্ষা মৌসুমে বৃষ্টির কোন দেখা নেই। নগরে শেষবারের বৃষ্টিটা হয়েছিল বেশ কিছুদিন আগে। যদিও তার মধ্যে দু-একবার হালকা-পাতলা বৃষ্টি হয়েছে তবে সেগুলো কোন কাজেরই না। বরং সে হালকা-পাতলা বৃষ্টি গুলো আরো আদ্রতা বাড়িয়ে দিয়েছে। তাই সকালে উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করছিল ঝুম বৃষ্টি কখন নামবে। এবং নগরের এই উষ্ণতা হ্রাস পাবে। অবশেষে বহুদিন আজ বৃষ্টির দেখা পেলে নগরী।

গতকাল বিকেল থেকে আকাশটা কিছুটা মেঘলা ছিল। সাথে বাতাস ছিল হালকা-পাতলা। তবে সেই বাতাস এবং মেঘলা আকাশ দেখে অতটাও নিশ্চিত ছিলাম না যে বৃষ্টি নামবে। কেননা প্রায় সময়ই আকাশ এমন মেঘলা থাকে কিন্তু বৃষ্টি হয় না। যদিও কোন এক সময় ভুলবশত বৃষ্টি নামে তাহলে সেই বৃষ্টি পানি দিয়ে পাতাও ভিজে না। যাই হোক, বেশ কিছুক্ষণ আকাশ দেখে পর্যবেক্ষণ করতে থাকলাম যে বৃষ্টি হবে কি হবে না। কেননা তখন খুব করে চাইছিলাম যে একটু বৃষ্টি নামুক এবং পরিবেশটা একটু শীতল হোক। দেখতে থাকলাম পরিবেশটা ক্রমশ আরো অন্ধকার হতে শুরু করল। দূরের আকাশে প্রচুর কালো মেঘ জমে আছে। এবং আস্তে আস্তে বাতাসের তীব্রতা ও বৃদ্ধি পাচ্ছে। এটি দেখে খুশিতে মোর মন আটখানা। কেননা তখন নিশ্চিত ছিলাম যে বৃষ্টি নামবে। আর এই সব মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য এবং সাথে কিছু ফটোগ্রাফি করার জন্য চলে যায় ছাদে।

কিন্তু ছাদে গিয়ে দেখি ওমা আমার মত আরও অনেক বালক বালিকা ছাদে চলে এসেছে এই মেঘলা ওয়েদারটাকে উপভোগ করতে। আর সবকিছু দেখে আমি কিছুটা নিরাশ হয়ে গিয়েছিলাম কেননা আমি চেয়েছি একাকী কিছুটা সময় কাটাতে এবং মনের মত কিছু ফটোগ্রাফি করতে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

IMG_20220718_171735-01.jpeg

যাই হোক, ছাদে আমি প্রায় ৫/৬ মিনিটের মত ছিলাম। যদিও আরো বেশ কিছুক্ষণ থাকতাম কেননা খুবই ভালো লাগছিলো আর বাতাস ছিল প্রচণ্ড। তবে বেশিক্ষণ থাকা হয়নি কেননা ওখানে আরো অন্যান্য অনেক মানুষ ছিল। তাই আমি কয়েকটি ফটোগ্রাফি করে ছাদ থেকে চলে আসি।

ও হ্যাঁ যেটার জন্য এতকিছু এত আয়োজন সেটা আর হলো না। অর্থাৎ বৃষ্টির কথা বলছিলাম। ওইদিন বিকেলে আর বৃষ্টি পড়েনি। আকাশ কিছুক্ষণ মেঘলা থাকার পর সন্ধ্যা নেমে গিয়েছিল। তবে আনন্দের বিষয় হচ্ছে রাতের দিকে বৃষ্টি হয়েছিল। আর বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল। বৃষ্টি পড়ার কারণে পরিবেশটা অনেকটাই শীতল হয়ে গিয়েছে এবং বহুদিন পর গতকাল বেশ ভালো একটা শান্তির ঘুম হয়েছে। ঘুমানোর সময় বাসার সব জানালা ও পর্দা খুলে দিয়েছিলাম যা বাতাস আসে। আজ সকালেও ঝুম বৃষ্টি ছিল। যার কারনে পরিবেশটা একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে আছে। আর এখন শুধু ঘুম পাচ্ছে। আজ সকালে বাইরে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু তা ক্যানসেল করে দিয়েছে। আসলে এমন সুন্দর একটি বৃষ্টিময় পরিবেশে কি বাহিরে যেতে ইচ্ছে করে? এখন ঘরে বসে শুধু খাবো দাবো আর ঘুমাবো এবং বিকেলে সময় করে একটা সুন্দর মুভি দেখবো ভাবছি।

IMG_20220720_113951-01.jpeg

IMG_20220720_114042-01.jpeg

IMG_20220720_113451-01.jpeg

IMG_20220720_113357-01.jpeg

যাইহোক আজ এখানেই শেষ করছি আমার আজকের আলোচনা। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ওতোটা উষ্ণতা নেই গত দুই তিনদিন যাবত।তবে বৃষ্টির দেখাও নেই।
সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে লোডশেডিং।গেলে আর আসার নাম নেই।বাসায় থাকলেও ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়।
সুন্দর ছিল আপনার উপস্থাপনা।শুভ কামনা রইলো 😚🖤

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

এবারের বর্ষাকালের আবহাওয়া আমার কাছে বসন্ত কালের মত লাগছে শুধু গরমটা বেশী । যখন তখন মেঘ করছে আবার বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে । প্রায় সারাদিন মেঘ বাতাসের খেলা । ফাঁকা মাঠের আশে পাশে গরমের চিহ্ন মাত্র নেই বাতাসের প্রকোপে কিন্তু ঘরে থাকা মুশকিল ঘন্টায় ঘন্টায় লোড শেডিং । লোডশেডিং বোলতেই কারেন্ট অফ হয়ে গেল ।

 2 years ago 

সত্যি কথা বলতে ভাইয়া বর্ষা মৌসুমে এমন তাপদাহ এবং প্রচন্ড গরম পূর্বে কখনো এমন হয়েছে কি-না আমি জানিনা। এমন পরিস্থিতিতে হঠাৎ একদিন বৃষ্টি হলে সত্যি অনেক ভালো লাগে। আর বৃষ্টির দিনে ঘুমানোই সবচাইতে উত্তম কাজ বলে আমি মনে করি।

 2 years ago 

অবশেষে বহু প্রত্যাশিত বৃষ্টির দেখা পাওয়া গেল। চারদিকে প্রচন্ড গরমে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই বৃষ্টি হওয়াতে মানুষ কিছুটা স্বস্তির ফিরিয়ে পেল। এখন শুধু ঘুম আর ঘুম। আরে শান্তির ঘুম। বৃষ্টি হওয়াতে গতরাতে চমৎকার একটা গম পেল।

 2 years ago 

এই উষ্ণ দায়ক তাপমাত্রায় সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার ওপর লোডশেডিং সাত ঘন্টা পর ২ ঘন্টার জন্য কারেন্ট আসে। যাই হোক আজ দুইদিন ধরেই আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। আজকে তো আমাদের এখানে ঝুম বৃষ্টি ছিল সকালে। বৃষ্টি আসার আগের মুহূর্ত বাহিরে বা ছাদে গিয়ে পরিবেশ দেখতে আমার ও ভীষণ ভালো লাগে। আপনার বাসা এবং ছাদ থেকে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।

 2 years ago 

আমার তো রীতিমতো হিংসে হচ্ছে।কারণ আমার সেই ঝড় হোক আর বৃষ্টি,যেতে হবেই।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

খুব সুন্দর ছিল আজকের পোষ্টি। আসলে গরমের তাপে সবাই অনেক কষ্ট করছে। বিশেষ করে বাচ্ছা আর বৃদ্ধরা বেশি কষ্ট করছে। কখন যে পরিবেশটা ঠান্ডা হবে আল্লাই জানে। আপনার সব গুলো ফটোগ্রািফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে বৃষ্টির ছবি গুলো দেখে বৃষ্টিতে ভিজতে মন চাইছিলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার পোষ্টের টাইটেলটা পড়ে ভাবছিলাম কার দেখা পেল নগরী। আসলেই কয়েকদিন গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা পেয়ে বেশ ভালো লাগলো। আপনার আজকের পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50