তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট - ডিসকো বল।

in আমার বাংলা ব্লগ3 months ago

আজ- ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



আর মাত্র দুইদিন , এরপর ই আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি । সত্যিই সময় খুব দ্রুতই চলে যাই। দেখতে দেখতে কিভাবে তিনটি বছর চলে গেল । আপনারা সকলে নিশ্চয় জানেন যে, আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে , দাদা আমার বাংলা ব্লগের সকল এডমিন মডারেটরদের জন্য, স্পেশাল ডাই কনটেস্ট এর আয়োজন করেছেন। সত্যি বলতে বেশ অনেকদিন হলো আমি কোন ডাই প্রজেক্ট তৈরি করছি না । আসলে ডাই প্রজেক্ট করা বেশি সময় সাপেক্ষ এবং খুব কষ্টসাধ্য ব্যাপার । তবে এখন কিছুটা ফ্রি সময় পাচ্ছি বলেই , দাদার স্পেশাল কনটেস্টে টিতে অংশগ্রহণ করতে পারছি । জানিনা কেমন হয়েছে তবে আমি আমার সর্বোচ্চ টি দিয়ে চেষ্টা করছি ভালো কিছু করার ।

আমি যে প্রজেক্টে টি তৈরি করেছি সেটা হলো ডিসকো বল । চলুন তাহলে নিচে বর্ণনা করি কিভাবে এটা আমি তৈরি করেছি :

1000037765.jpg

প্রয়োজনীয় উপকরণ :

১. হুক টাইপ স্ক্র ।
২. ফোমের বল।
৩. ফেব্রিক রং ( সাদা )
৪. সাদা গাম ।
৫. তুলি ।
৬. গোল সাইজের ছোট আয়না ।
৭. চেইন ( সিলভার কালার )
৮. আর্ট পেপার।

1000037652.jpg

ধাপ - ০১ :

প্রথমে ফোমের বল গুলোতে ক্রু ঢুকিয়ে ভালোভাবে ছবির মত করে সেট করে নিতে হবে ।

1000037657.jpg

ধাপ - ০২ :

এরপর একটি বাটিতে সাদা গাম এবং সাদা রং মিশিয়ে নিতে হবে । মিশিয়ে নেওয়ার পর বলগুলোতে আস্তে আস্তে অল্প অল্প করে তুলি দিয়ে গাম এবং রংয়ের মিশ্রণটি লাগিয়ে , সাথে সাথেই কাচের আয়নাগুলো সুন্দর ভাবে বসিয়ে দিতে হবে ।

1000037662.jpg

ধাপ - ০৩ :

এরপর একটি আর্ট পেপার নিয়ে, আর্ট পেপার টি বৃত্তাকার আকৃতিতে কেটে নিতে হবে । কেটে নেওয়ার পর ছবির মতো করে যে কোন ধরণের আয়না বা পোস্টার ওই শেপে কেটে নিয়ে আঠা দিয়ে শেপ টিতে লাগিয়ে দিতে হবে।

1000037700.jpg

ধাপ - ৪ :

এরপর ছোট ছোট কিছু আয়না সার্কেলটির চারপাশে সুন্দর করে ডিজাইন করে লাগিয়ে দিতে হবে।

1000037713.jpg

ধাপ - ৫ :

এরপর তৈরি কৃত বল গুলো গোলাকার শেপে লাগানোর জন্য বিভিন্ন দৈর্ঘ্য এ চেইন টিকে কেটে নিতে হবে । কেটে নেওয়ার পর চেইনগুলো বৃত্তাকার শেফটিতে লাগিয়ে বলগুলো স্থায়ীভাবে সেট করে নিতে হবে ।

1000037721.jpg

এভাবেই তৈরি করে ফেললাম আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার স্পেশাল ডাই প্রজেক্ট টি, পুরো প্রজেক্টটি কমপ্লিট করার পর কিছু ছবি নিচে দেওয়া হলো :

1000037764.jpg

1000037739.jpg

1000037732.jpg

সকলকে ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 months ago 

ভাইয়া আপনার আইডিয়া দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আপনি এই ডাই প্রজেক্টটা তৈরি করেছেন প্রতিযোগিতার জন্য। ডিসকো বলের এই ডাই প্রজেক্ট আমার কাছে দারুন লেগেছে। আপনার হাতের এই কাজটার প্রশংসা না করে পারছি না। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সময় নিয়ে পুরো কাজটি সম্পন্ন করেছেন আপনি এটা দেখেই বুঝতে পেরেছি। এই প্রতিযোগিতার জন্য এখন আপনাদের কাছ থেকেও সুন্দর সুন্দর ডাই দেখতে পাচ্ছি, সত্যি ভালোই লাগতেছে। এক কথায় অসাধারণ লেগেছে এই ডাইটি।

 3 months ago 

দারুন একটি ডাই প্রোজেক্ট করেছেন ভাই, দেখতে কিন্তু ভালোই লাগছে, শুভকামনা ভাই।

 3 months ago 

আসলেই ভাই ডাই প্রজেক্ট তৈরি করতে প্রচুর সময় লাগে। যাইহোক তবুও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার ডাই প্রজেক্টটি আসলেই দারুণ হয়েছে। বল গুলোর মধ্যে আয়না বসিয়ে দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 months ago 

বেশ ইউনিক লেগেছে ভাই আপনার এই প্রজেক্টটি, অবশ্যই প্রশংসার দাবিদার আপনি। শুভেচ্ছা রইল।

 3 months ago 

বল গুলোর সাথে কাচের আয়নার টুকরো লাগিয়ে নিতে তো অনেক সময় লেগেছে। ভিন্ন আইডিয়া নিয়ে উপস্থাপন করেছেন ভাই দারুন লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

ভাই আপনি দেখছি শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, দারুণ কিছু করেছেন।

 3 months ago 

একদম ঠিক বলেছেন ভাই দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এর মধ্যে আমরা তৃতীয় বর্ষপূর্তি উৎসবের আনন্দে মেতে ওঠার মুহূর্তের জন্য অপেক্ষায় রয়েছি। তার পাশাপাশি আপনাদের প্রতিযোগিতায় নতুন কিছু তৈরি দেখতে পাব সেটা অপেক্ষায় ছিলাম। আজকে ডিসকো বল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে।

 3 months ago 

বাহ জাষ্ট অসাধারন হয়েছে ভাইয়া। এমন একটি জিনিষ তৈরী করেছেন যেটা অনেক দিন বাসায় থাকবে। আর জিনিষটা ঘরের দেওয়ালে লাগালে দেখতেও অনেক সুন্দর লাগবে। হালকা আলোতে বেশি সুন্দর দেখা যায়। ধন্যবাদ।

 3 months ago 

৩য় বর্ষপূর্তি উপলক্ষে বেশ দারুণ উৎসব উৎসব রব চলছে পুরো কমিউনিটি তে। তার সাথে আপনার তৈরি করা এই ABB- ডিস্কো বল এর ডাই দেখে মনটা আরো খুশিতে ভরে গেল! আমি তো কল্পনা করে ফেলছি বর্ষপূর্তির দিন ডিজে গান চলছে আর সেখানে এই ডিস্কো বল এ নানা রকম আলোর রিফ্লেকশন হচ্ছে! 😍😍 দারুণ হয়েছে আপনার ডাই প্রজেক্ট টি। দাদাকে ধন্যবাদ, তার জন্যই আমরা এমন দারুণ দারুণ প্রজেক্ট দেখতে পাচ্ছি।

 3 months ago 

ছোট ছোট বলগুলোতে ফলস মিরর লাগানোর কারনে অনেক বেশি ভালো লাগছে দেখতে। আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ গুলো দেখে সত্যিই মুগ্ধ হচ্ছি। বেশ ইউনিক জিনিস শেয়ার করছেন সবাই। আপনার এই ওয়ালমেটটা খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ছোট ছোট বলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.029
BTC 56269.96
ETH 2364.95
USDT 1.00
SBD 2.26