শিক্ষিত হওয়াটা কেন প্রয়োজন?
আজ- ১৮ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক, এবার মূল আলোচনায় ফিরে আসি। আমরা তো ছোটবেলায় নিশ্চয়ই সকলে পড়েছি শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া আমরা যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারি না শিক্ষা ছাড়াও একটা জাতি কখনো উন্নতি করতে পারে না। শিক্ষা বলতে আমরা শুধুমাত্র বই পুস্তক কিংবা বড় বড় ডিগ্রীকে বুঝায় না বরং শিক্ষা পারিবারিক সামাজিক এছাড়া বিভিন্ন দিক থেকে হতে পারে।
আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সকলেই আশঙ্কাগ্রস্ত । বর্তমানে দেখা যাচ্ছে গ্রেজুয়েশন কমপ্লিট করা মানুষগুলো এতটা শিক্ষিত নয় যতটা শিক্ষা আদি যুগের মানুষটা অর্থাৎ আমাদের আগের যুগের জেনারেশনরা শিক্ষিত ছিল। এতে কোন সন্দেহ নেই যে আগের জেনারেশন মানুষের বিচার, বুদ্ধি, বিচক্ষণতা আমাদের এই জেনারেশনের মানুষদের থেকে অনেক গুণ বেশি। তখন হয়তো ঘরে ঘরে এত শিক্ষিত ছিল না তবে যারা শিক্ষিত ছিল তারা প্রকৃত অর্থেই শিক্ষিত। কিন্তু বর্তমানে ঘরে ঘরে শিক্ষিত ব্যক্তি থাকলে ও তারা প্রকৃত অর্থে শিক্ষায় শিক্ষিত নয়। অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমাদের বর্তমান জেনারেশনে মানুষরা বসে থাকতে হচ্ছে শুধুমাত্র একটি চাকরির অভাবে। পরিবার সমাজ থেকে বেকারত্ব এই অভিশাপটা নিয়ে দিনরাত পোহাচ্ছে তারা। এত এত বছর এত এত টাকা খরচ করে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা সে শিক্ষায় প্রতিফলনটা তারা পাচ্ছে না। ফলে বর্তমান জেনারেশনের মানুষের মধ্যে শিক্ষার প্রতি একটি নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাবছেন এত পড়াশোনা করে কি হবে সে তো দিনশেষে বেকার হয়ে ঘুরতে হবে। তার থেকে যে টাকা দিয়ে আমার পড়াশোনা করছি সে টাকা দিয়ে একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে যাতে ভবিষ্যতে আমরা আরও উন্নতি করতে পারবে এমন একটি ধারণাও অনেকে পোষণ করছে।
মানছি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত নয় তারপরও যে এই শিক্ষা যে আমাদেরকে একদম উন্নত করে রাখছে না তা কিন্তু নয়। আসলে শিক্ষিত শুধুমাত্র আমরা সার্টিফিকেট অর্জনের জন্য নয় বরং নিজেকে আর উন্নতির জন্য শিক্ষা অবশ্যই প্রয়োজন।
একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তির চিন্তাধারা চলাফেরা তার কথাবার্তা এবং ব্যক্তিত্বের মধ্যে অনেকটা তফাৎ লক্ষণীয়। আপনি যদি একজন শিক্ষিত ব্যক্তিকে কিছু অর্থ দেন তাহলে সে তার বুদ্ধি বিচক্ষণতার মধ্যে দিয়ে নতুন কিছু করে দ্বিগুণ অর্থ তৈরি করার ক্ষমতা রাখেন । আর অন্যদিকে একজন অশিক্ষিত ব্যক্তিকে যদি আপনি অর্থ দেন তাহলে সে চেষ্টা করবে কিভাবে ওই অর্থগুলোকে ভোগ করা যায়।
শিক্ষিত না হলে একজন ব্যক্তির সমাজ থেকে অনেকটা দূরে চলে যায় আর একজন শিক্ষিত ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যথেষ্ট। বর্তমান যুগে শিক্ষা যতই অনুন্নত হোক না কেন শুধুমাত্র একটি চাকরির কারণে আপনি আপনার শিক্ষাকে কখনোই ছোট করে দেখবেন না। নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠার জন্য শিক্ষা অনেক প্রয়োজন। তাছাড়া শিক্ষার প্রয়োজন নেই এমন কোন দিক হতেই পারে না। সব ক্ষেত্রে শিক্ষা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে।
আজ তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন দেখা হবে আবারো পরবতী আল্লাহাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
একেবারে যথার্থ বলেছেন ভাই। মানবজীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের চাকরির বাজার খারাপ বলে কেউ পড়াশোনা করবে না কিংবা শিক্ষিত হবে না,সেটা যদি কেউ ভাবে, সেটাও এক ধরনের বোকামি। কারণ শিক্ষা জীবনের যেকোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাছাড়া একজন শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয় নিজের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। একজন শিক্ষিত মানুষের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে অনেক সময় আবার অনেক শিক্ষিত লোকও অশিক্ষিতের মত আচরণ করে। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। দারুন লিখেছেন।
আমাদের সমাজের মানুষের ধারণা শিক্ষা গ্রহণ করা শিক্ষিত হওয়া শুধুমাত্র চাকরির জন্য। কিন্তু এটা একেবারেই ভুল। শিক্ষা অর্জনের আসল উদ্দেশ্য ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝতে পারা। কিন্তু এটা কেউ বোঝে না। শিক্ষার সাথে মানুষের কর্মের সম্পর্ক তৈরি করা সবচাইতে বোকামি।
শিক্ষিত না হলে একটা মানুষ সমাজ থেকে দূরে চলে যায় কিনা জানিনা, তবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দাদা, এটা ঠিক। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আগেরকার শিক্ষা অবস্থার ভিতর বিস্তার ফারাক, এটা একদমই ঠিক কথা। এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করে বেকার বসে আছে এবং অনেকে অনেক উচ্চ শিক্ষিত তারপরও জ্ঞানের অভাব তাদের মধ্যে। আমিও এটাই মনে করি যে, শিক্ষিত হওয়াটা তো প্রয়োজন, তবে যেন সেটা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া হয়। খুব শিক্ষামূলক একটা পোস্ট ছিল দাদা।