সুইপারম্যান নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২৫ ই শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সুইপারম্যান নাটকের রিভিউ শেয়ার করব।





ছবিঃ ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

নামসুইপারম্যান
পরিচালকমাবরুর রশিদ বান্নাহ।
অভিনয়মুশফিক আর ফারহান, পারসা ইভানা,রাশেদ ইমরান,আরিয়ানা আরিত্রা,সাগর হুদা , নিপুন আহমেদ , জয়নাল জ্যাক, আফরিন আনিস রহমান।
দৈর্ঘ্য৪৪.৫৪ মিনিট।
ধরনশিক্ষামূলক।
ভাষাবাংলা।
মুক্তির তারিখ২৪.০৭.২০২১ইং।

নাটকের সারসংক্ষেপঃ

নাটকের প্রথম দৃশ্য দেখানো হয়। রাস্তার মাঝে একটি গ্র্যান্ড হল এর উপর থেকে সারা শরীরের ময়লা মাখা একজন লোক উঠে আসছে।

লোকটি মূলত এই গল্পের নায়ক, যার একজন স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। আর তার সন্তানের নাম হচ্ছে পরী। আর এই সন্তানকে নিয়ে তার অনেক স্বপ্ন। সে চায় তার মেয়ে একদিন অনেক বড় হবে। তাই হাজারো কষ্টের মাঝে সে তার মেয়েকে ভালো একটি স্কুলে পড়াই। লোকে তাকে সুইপার বলে অপমান করে কিন্তু সে কখনো চাই না যে লোকে তার মেয়েকে সুইপারের মেয়ে বলে অপমান করুক । আর এই ভয়ে সে কখনো তার মেয়েকে স্কুলে গেট পর্যন্ত যায়নি। তার মেয়ে তাকে যদি বলে বাবা তুমি আমাকে কেন স্কুলে গেট পর্যন্ত না নিয়ে গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকো। তখন তার বাবা একটি বানিয়ে গল্প বলে, মেয়েকে বুঝিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। পরী ছিল তার ক্লাসের ফার্স্ট গার্ল। আর প্রতিবারের মতো এবারও ক্লাসে প্রথম হয়েছেন। আর সেজন্য পরীর শিক্ষকরা তার বাবা-মাকে স্কুলে আসার আমন্ত্রণ জানিয়েছে। আর এইসব পরীর বাবা-মা জানতে পারলে তারা খুবই চিন্তায় পড়ে যাই। কেননা তাদের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। তারা তো ভালো করে কথা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না আর কিভাবে ইংরেজিতে কথা বলবে। অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত নেয় যে পরীর মা ও তাদের পাশের বাসার একজন কাকাকে নিয়ে স্কুলে যাবে।

Screenshot_20210809_161738_com.google.android.youtube.jpg

পরে স্কুলের প্রধান শিক্ষক পরীর মাকে নানা প্রশ্ন করে আর সেসব প্রশ্নের বানিয়ে সব উত্তর দেয় নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য। আর এই সব কিছু প্রধান শিক্ষকের কাছে খুবই সন্দেহজনক মনে হয়েছে। তাই স্কুলের দপ্তরি কে পাঠিয়েছে পরীর বাবা-মা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য। আর দাপ্তরিক খোঁজখবর নিয়ে এসে প্রধান শিক্ষকসহ স্কুলের সকলকে জানিয়ে দেয় যে পরীর বাবা-মা হচ্ছে সুইপার । পরী একজন সুইপারএর মেয়ে। যখন পরীর এই কথা ক্লাসের ছাত্র ছাত্রীদের বাবা -মারা জানতে পারে তখন তারা স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে।

পরী কে যেন স্কুল থেকে বের করে দেওয়ার হয় । এসব শুনে প্রধান শিক্ষক সকল অভিভাবক কে বোঝানোর চেষ্টা যে পরীও আমাদের সন্তানের মত তার বাবা-মা সুইপার বলে যে সেই এই স্কুলে পড়তে পারবেনা যদি এমনটা হয় তবে সেই নিজে ও এই স্কুল থেকে বরখাস্ত নিবে। আর এইসব শুনে সকল অভিভাবকরা পরীকে সদরে গ্রহণ করে নেয়। এবং পরীর বাবা-মাকে অভিনন্দন জানাই। এরপর দেখা যায় পরীর বাবা-মা পরীকে সম্মানের সাথে স্কুলে প্রবেশ করেছে ।আর এভাবে নাটকটি সুন্দর সমাপ্ত হয়।

নাটকটির থেকে শিক্ষাঃ

কোন পেশার মানুষকে কখনো ছোট করতে নেই। কেননা যে কোন পেশার মানুষ তাদের পেশাগত কাজের মাধ্যমে আমাদের সাহায্য করছে। সকল পেশার সম্মান ও শ্রদ্ধা করা আমাদের কর্তব্য।

ব্যক্তিগত মতামতঃ

নাটকটিতে খুবই সুন্দর ভাবে একজন সুইপারের জীবনের অসম্মানের বিষয়টি তুলে ধরা হয়েছে। তারা কিভাবে সমাজের মানুষের কাছে অপমানিত হচ্ছে সেটিকে দেখানো হয়েছে। মানুষের পেশা অসম্মানের হলেও স্বপ্ন কখনো অসম্মানের নয়। সেটি নাটকটিতে ফুটে উঠেছে। সর্বশেষ বলতে গেলে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকটির কিছু দৃশ্য দেখে আমি সত্যিই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। বলতে গেলে সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। আর যেটি কথা না বললেই নয় সেটি হচ্ছে নাটকের মিউজিক । সত্যিই অসাধারণ ছিল।

ব্যক্তিগত রেটিংঃ

৮/১০

নাটকটির ইউটিউব এ দেখুনঃ

সকলকে ধন্যবাদ।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

আমি মনে করি যে সকল মেম্বার নাটক বা মুভি রিভিউ দেয় ,তারা যদি আপনার পোস্টটা দেখে তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হবে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুশফিক আর ফারহান আমার প্রিয় একজন অভিনেতা। সময়ের অভাবে নাটকা টা দেখা হয়নি। তবে আপনার পোস্টটি পড়ে যথেষ্ট ধারণা পেয়েছি। আশাকরছি খুব দ্রুতই দেখব।

 3 years ago 

ধন্যবাদ আশা করছি নাটকটির দেখবেন।

 3 years ago 

জ্বী।

 3 years ago 

প্রিমিয়ারিং এর পোস্টার ইউটিউবে লঞ্চ হওয়ার সময় থেকেই অপেক্ষা করেছিলাম,তারপর একদম পুরো প্রিমিয়ার টেলিকাস্ট দেখেছি।মুশফিক ফারহানের খুব বড় ভক্ত আমি।তার শ্রেষ্ঠ কিছু নাটকের মধ্যে রয়েছে দেয়ালের ওপারে তুমি,ক্রাশ,শহরের পাখিগুলো একা,কালাই এবং সুইপারম্যান।অসাধারণ একটা নাটক ছিল এই সুপারম্যান 😍

 3 years ago 

ধন্যবাদ বস, আমি খুব কৃতজ্ঞ,, পোস্ট করুন
এটা একজন সুদর্শন লোকের খুব সুন্দর।
আমি তো সত্যিই সিগানটেন্টেং পছন্দ করি👍

 3 years ago 

নাটকটা দেখে অনেক ভালো লেগেছিল ভাই।ধন্যবাদ শেয়ার করার জন্য।

খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। মুভিটা রিভিউ পড়ে পুরো মুভি তে কি হয়েছে তার ধারণা পেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাংলাদেশি নাটকের অনেক বড় ফ্যান আমি। অবসর পেলেই নাটক দেখার চেষ্টা করি। আপনার লেখাটি পড়ে নতুন করে এই নাটকটি দেখার উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য।